প্রিয় টেকটিউনস্স এর টিউনার এবং ভিজিটরগণ কেমন আছেন সবাই? আশাকরি ভালোই আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার চমৎকার একটি ট্রিকস নিয়ে। যারা নতুন ইউটিউবার তারা কিছু মারাত্বক ভুল করে থাকে যার ফলে আয় তো দূরের কথা ভিজিরই পাবে না। প্রিয় বন্ধুগন চলুন দেখে নেওয়া যাক নতুন ইউটিউবারা যে ৯টি ভুল করে থাকে।
১. ১টি চ্যানেল নিয়ে কাজ করা: ইউটিবারা যে ভুল করে থাকে তা হচ্ছে, ১টি চ্যানেল নিয়ে কাজ করা। যদি কোন কারণে আপনার আর্নিং চ্যানেলটি নষ্ট বা ডিজেবল হয়ে পড়ে তখন আপনার উপায় কি হবে বলুন। ভালো করে লক্ষ করে দেখবেন যারা অনেক বড় ইউটিউবার তাদের কিন্তু ২/৩টি চ্যানেল রয়েছে। তারা প্রতিটি ভিডিও পাবলিশ করার পর তাদের নতুন চ্যানেলের বিজ্ঞাপণ দিয়ে দেয়। অর্থাৎ যদি প্রফেশনাল হিসাবে ইউটিউবার হতে চান তাহলে প্রথম চ্যানেল বড় করার পাশাপাশি আরেকটি চ্যানেল বড় করতে থাকুন। আর এতে করে আপনার আয় বন্ধ হবে না।
২. ভিডিও লেন্থ সচেতনা: অনেকেই মনে করেন একদম ছোট ভিডিও হলে ভিউয়ারার দেখে খুব মজা পাবেন। আসলে একদম ছোট বা একদম বড় লেন্থ ভিডিও আপলোড করবেন না। চেষ্টা করুন মিডিয়াম লেন্থ ভিডিও আপলোড করুন্। ইউটিউবের ডিফল্ট ভিডিও আপলোড লেন্থ থাকে ১৫ মিনিট। তাই ১৫ থেকে ৪০ মিনিট এর মধ্যে ভিডিও আপলোড করুন।
৩. ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব, টিউমেন্ট বা শেয়ার করতে না বলা: অনেকেই ভিডি তৈরি করে আপলোড করে দেয় কিন্তু সব থেকে যে ভূলটি করে থাকে তা হচ্ছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা না বলা। এই ভূলটি কখনও করবেন না। তাই ভিডিও করার সময় অবশ্যই সাবস্ক্রাইব করার কথা বলুন আশাকরি বিশাল উপাকার পাবেন।
৪. সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার না করাঃ নতুন ইউটিউবাররা সব থেকে বড় যে ভূলটি করে থাকে তা হচ্ছে, চ্যানেলে ভিডিও আপলোড করার পর তা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে শেয়ার না করা। যখন আপনি ভিডিও চ্যানেলে আপলোড করবেন তখনই ভিভিন্ন সোশ্যাল নেটওয়্যার্কগুলোতে শেয়ার করে ফেলুন। সোশ্যাল নেটওয়্যার্কগুলোতে শেয়ার করার ফলে অনেক ভিউ হবে এবং সাবস্ক্রাইভ বেড়ে যাবে।
৫. নিয়োমিত ভিডিও আপলোড না করা: নতুন ইউটিউবার যতগুলো ভুল করে থাকে তার মধ্যে এটি হচ্ছে, সব থেকে বড় ভুল যে, নিয়োমিত ভিডিও আপলোড না করা। আপনার চ্যানেলে যদি নিয়োমিত ভিডিও ভিউয়াররা না পায় তাহলে আর চ্যানেলটিতে কেউ ঢুকবেনা। ফলে আপনার চ্যানেলটি অকেজও হয়ে পড়বে। তাই নিয়োমিত ভিডিও আপলোড করুন।
৬. ইউটিউবের গাইড লাইন না পড়েই কাজ শুরু করা: অনেকেই হঠাৎ করেই ইউটিবার হতে চায়। কিন্তু তারা কোন রুল না মেনেই ভিডিও আপলোড করতে থাকে ফলে চ্যানেলটি প্রথমেই ঝড়ে যায় সাথে আর তার ইউটিউবার হওয়ার স্বাধ মিটে যায়। যদি কষ্ট করে ইউটিউবের গাইডলাইন গুলো পড়ে তাহলে তারা খুব সহজেই ইউটিউবের রুলসগুলো জানতে পারে কিন্তু বেশিরভাগ নতুন ইউটিউবার ইউটিউবের গাইডলাইন না পড়েই কাজ শুরু করে আর পরবর্তীতে বিভিন্ন রুলস ভায়োলেশনের কারনে চ্যানেল পর্যন্ত হারায়।
৭. কীওয়ার্ড রিচার্চ না করে ভিডিও আপলোড করা: যে বিষয়ের উপর ভিডিও তৈরি করতে চান সেই বিষয়ের উপর যদি কীওয়ার্ড রিচার্জ করে ভিডিও আপলোড করে কীওয়ার্ডগুলো ঠিকঠাক বসাতে পারেন তাহলে ভিউয়ার খুঁজে পাবেন। কিন্তু যদি তা না করেন তাহলে আপনার সব কাজ ব্যার্থ হয়ে পড়বে।
৮. ইউটিউবে কোন কাজগুলো নিষিদ্ধ তা না জানা: সব থেকে বড় যে ভূলগুলো নতুন ইউটউবারা করে থাকে তা হচ্ছে, কোন কাজগুলো ইউটিউবে করা যাবে না। যেমন, স্প্যাম করা, মিসলিডিং কন্টেন্ট বা নিষিদ্ধ ভিডিও আপলোড করা ইত্যাদি।
এই পোষ্টটি নেওয়া হয়েছে- ব্লগ একাত্তর সাইট থেকে।
আমি ব্লগার রনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।