NU অনার্স ১ম বর্ষ ১৯-২০ এর ভর্তির জন্য হতে কত টাকা লাগবে এবং কি কি কাগজপত্র লাগবে?

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

NU অনার্স ১ম বর্ষ ১৯-২০ এর ভর্তির জন্য হতে কত টাকা লাগবে এবং কি কি কাগজপত্র লাগবে?

আস্সালামুআলাইুম…

হ্যালো বন্ধুরা!

আমি আজ আপনাদের সামনে আলোচনা করব যে আপনারা  NU অনার্স ১ম বর্ষ ১৯-২০ এর ভর্তির হতে কত টাকা লাগবে এবং কি কি কাগজপত্র লাগবে?

➥ আপনারা অনেক এ আছেন যারা জানেন না যে ফলাফল পাওয়ার কি করব এবং তার ভর্তি হতে কত টাকা বা কি কি কাগজপত্র অথবা ডকুমেন্টস লাগবে?

অনার্সে ভর্তি হতে কত টাকা লাগবে এবং কি কি কাগজপত্র লাগবে 2019 Honours Admission Fee তা জানতে পারবেন এই টিউন থেকে। আজ ২৩ সেপ্টেম্বর ২০১৯ তারিখে ফলাফল প্রকাশ করা হয়েছে। এবং ২৪ সেপ্টেম্বর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি বেসরকারি কলেজে একযোগে ভর্তি নেয়া হবে।

➥ ফলাফল জানতে এই লিঙ্ক এ ক্লিক এখানে

➥ আর PDF ডাউনলোড করতে ক্লিক এখানে

➥ ভর্তি বিষয়ক ওয়েবসাইটঃ app1.nu.edu.bd

সকল কলেজে কি এসব লাগবে?

আপানাদের মাঝে একটা প্রশ্ন জাগতে পারে সেটা হল যে, সকল কলেজ এ কি এক রকমের কাগজ লাগবে বা একই পরিমাণ এর টাকা লাগবে কি?

এর উত্তরে আমি বলব কলেজভেদে কাগজপত্রের সংখ্যা এবং টাকার পরিমাণ ভিন্ন হতে পারে। তবে মোটামুটি সকল কলেজে যেসব কাগজপত্রের মিল থাকবে মানে আবশ্যিক যেসব ডকুমেন্টস লাগবে বা টাকার মিল থাকতে পারে। নিচে তা উল্লেখ করলাম। আপনারা স্ব স্ব কলেজে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিবেন অবশ্যই ভর্তি শুরু হবার আগে।

✿অনার্সে ১ম বর্ষ ভর্তি হতে কত ফি/টাকা লাগবে?

কলেজভেদে টাকার পরিমাণ ভিন্ন হতে পারে তবে মোটামুটি সকল কলেজে টাকার মিল থাকতে পারে। নিচে তা উল্লেখ করলাম। তবে আপনারা স্ব স্ব কলেজে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিবেন অবশ্যই ভর্তি শুরু হবার আগে।

  • সরকারি কলেজে সর্বোচ্চ ৫০০০/ (পাঁচ হাজার টাকা) সর্বনিম্ন ৩০০০/-(তিন হাজার টাকা)
  • বেসরকারি কলেজে সর্বনিম্ন ৭  সর্বোচ্চ ২০ হাজার টাকা (তবে কম বেশি হতে পারে)

অনার্সে ১ম বর্ষ ভর্তিতে প্রয়োজনীয় কাগজপত্রের তালিকাঃ

কলেজভেদে কাগজপত্রের সংখ্যা ভিন্ন হতে পারে। তবে মোটামুটি সকল কলেজে যেসব কাগজপত্রের মিল থাকবে মানে আবশ্যিক যেসব ডকুমেন্টস লাগবে। নিচে তা উল্লেখ করলাম। তবে আপনারা স্ব স্ব কলেজে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিবেন অবশ্যই ভর্তি শুরু হবার আগে।

  • চূড়ান্ত ভর্তি ফরম অনলাইনে থেকে সঠিকভাবে পূরণ করে ডাউনলোড করতে হবে। সেটা আবার ২/৩ কপি করে ফটোকপি লাগতে পারে।
  • এসএসসি ও এইচএসসি পাশের মূল মার্কশীট/একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং ২ কপি করে ফটোকপি।
  • এসএসসি ও এইচএসসি পাশের মূল প্রসংশাপত্র/টেস্টিমোনিয়াল এবং ২ কপি করে ফটোকপি।
  • এসএসসি ও এইচএসসি পাশের মূল প্রবেশপত্র/অ্যাডমিট কার্ড এবং ২ কপি করে ফটোকপি।
  • এসএসসি ও এইচএসসি পাশের মূল রেজিষ্ট্রেশন কার্ড এবং ২ কপি করে ফটোকপি।
  • শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি ৫-১০ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি ২-৫ কপি।
  • পিতা/অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি ২-৫ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি ২-৫ কপি।
  • জন্ম নিবন্ধন কার্ডের সত্যায়িত ফটোকপি।
  • পিতা/মাতার জাতীয় পরিচয়পত্র/ভোটার আইডি কার্ডের সত্যায়িত ২ কপি ফটোকপি।
  • পাঠ বিরতি বা শিক্ষা বিরতি সনদপত্র। (২০১৮ সালে এইচএসসি পাশ করছে শুধু তাদের জন্য প্রযোজ্য)
  • কোটার সনদপত্র যারা মুক্তিযোদ্ধা, পোষ্য কোটায় আবেদন করছেন তাদের জন্য প্রযোজ্য।

বিঃদ্রঃ প্রতিটা কাগজপত্র কলেজে জমা দেয়ার আগে নিজের কাছে ২/৩ টা করে ফটোকপি করে রাখবেন যাতে আপনি অন্য কাজে লাগাতে পারেন কারণ জমা দিয়ে দিলে প্রয়োজনের সময় উঠামো অনেক ঝামেলা।

ফর হেল্পঃ

অবশ্য আপনাদের কোন সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আমার সম্পূর্ণ দেয়ে হেল্প কারার চেষ্টা করব। ইনশাআল্লাহ!

এমন আরো প্রয়োজনীয় টিউন পেতে  ক্লিক এখানে

✿ বিশেষ দ্রষ্টব্যঃ
▥▥▥▥▥▥▥▥▥▥▥
➥ মানুষ মাত্রই ভুল। তাই ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

Level 1

আমি আরিশা মিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস