কঠিন মনে হওয়ার কারন ঃ
১০ টা প্রশ্নের জন্য মাঝখানে কোন ব্রেক থাকে না, একজন কথা বলে এবং অনেক লম্বা করে একজন কথা বলতে থাকে, উত্তর গুলো ঘুরিয়ে ঘুরিয়ে বলে, অনেক সময় একটা উত্তর মিস হয়ে পরের উত্তরে চলে গেলে আমরা বুঝতে পারি না।
১০ টা প্রশ্নের জন্য মাঝখানে কোন ব্রেক থাকে নাঃ
প্রথম ২-৩ টা প্রশ্ন ফোকাস করতে হবে, ক্লিপ শুরু হবার আগেই ২-৩ টা ভাল করে পড়তে হবে। সেই ২-৩ টা দিয়ে শুরু করতে হবে এবং ২-৩ টার উত্তর শুনে তারপর পরের একটা একটা করে শুনতে হবে। প্রথম ভাল একটা শুরু মানে প্রথম ২-৩ টা পারলে তোমার পরের উত্তর খুঁজে পেতে মনের সাহস আসবে।
একজন কথা বলে এবং অনেক লম্বা কথা বলতে থাকেঃ
কথা থামে না এবং অনেক বেশী কথা শুনতে শুনতে উত্তর খুঁজে পেতে অনেক মনোযোগ দিতে হয়। কিন্তু, তোমার ফোকাস থাকবে উত্তর এর দিকে এবং বেশি কথাকে ভয় না পেয়ে সময়টা প্রশ্ন পড়তে কাজে লাগাতে। যেহেতু, কোন ব্রেক থাকবে না তাই বেশি কথা বলার সময়টা মন দিতে হবে উত্তর গুলো পড়তে। পার্ট ৪ এর কেম্ব্রিজ বই এর পিছন থেকে লিসেনিং ক্লিপ এর ট্রান্স ক্রিপ্ট দেখলে এবং যদি মিলিয়ে দেখ উত্তর এর সাথে তাহলে দেখবে মাঝখানে অনেক কথা বলে যেটা তে উত্তর থাকে না তাই এ অংশ শুধু শুনে যাবে, ফোকাস কম থাকবে এবং মূল ফোকাস থাকবে কখন উত্তর আসবে সেটার উপর! এটা মাছ ধরার সময় যেমন বড়শি তে টান এর জন্য বসে থাকতে হয়। একটু দেরি হলে তুমি শেষ মানে মাছ ধরতে পারবে না। তুমি তাড়াতাড়ি করে শুনে উত্তর লিখে ফেলতে হবে এবং তারপরের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে।
উত্তর গুলো ঘুরিয়ে ঘুরিয়ে বলেঃ
উত্তর বলার সময়ে প্রতিশব্দ ব্যবহার করে এবং প্রশ্নের মত সরাসরি বলে না তাই প্রশ্নটা পুরো পড়ে মাথাতে রাখতে হবে। ফলে, যখন উত্তর বলবে তখন প্রতিশব্দ ব্যবহার করলে ও তুমি পারবে। যখন উত্তর বলবে মনে তখন বেশি ফোকাস দিতে হবে খুব বেশি!
অনেক সময় একটা উত্তর মিস হয়ে পরের উত্তরে চলে গেলে আমরা বুঝতে পারি নাঃ
তোমাকে বেশি মেন্টালি একটিভ হতে হবে এটা আসবে প্রতিদিন শুনার ভাল অভ্যাস করলে। গুগলে (deep English) নামে একটা ওয়েব সাইট আছে, সেখানে ফ্রী লেসনে ক্লিক করলে অনেক ক্লিপ পাবে। এই ক্লিপ ফাস্ট মুডে শুনে শুনে তোমার কানকে রেডি করতে হবে। এছাড়া, প্রতিদিন ৩-৪ টা পার্ট ৪(একটা করতে ৮-১০ মিনিট লাগবে) সল্ভ করবে বই অথবা নেট থেকে। ৩০ দিন করলে দেখবে তুমি বস! একটু সময় না দিলে কিভাবে হবে এবং শেষ কথাঃ Do not fear your failure!
লিসেনিং এর MCQ সমাধান করবেন কিভাবে?
কিছু টিপস দিবো MCQ সমাধান করার জন্য, প্রথমেই আমাদেরকে বুঝতে হবে MCQ কেন কঠিন মনে হয়ঃ
১। এখানে ফাঁদ অথবা ঘুরিয়ে উত্তর বলা হয় ফলে আমরা ভুল করি।
২। প্রশ্নে ৩-৪ টা অপশন থাকে যেটা থেকে সঠিক উত্তর খুঁজে নেয়া কঠিন।
৩। তাদের কথা বুঝতে বুঝতে সময় শেষ।
প্রশ্নঃ How long you lived there?
উত্তরঃ
১। ১year
২। ৩years
৩। ৫years
এখন তারা ক্লিপ এ সরাসরি বলবে না উত্তর বরং বলবে
I lived there for 3 years, (ফাঁদ) no sorry, 5 years but(ফাঁদ) I lived a year with my partner! তাহলে উত্তর হবে অপশন ৩
এখানে তুমি আগে থেকে সতর্ক থাকতে হবে এবং একটা অপশন I lived there for 3 years শুনেই অপশন ২ না নিয়ে ২ উত্তরের অপশনে ডট দিয়ে রাখবে এবং সবসময় অপেক্ষা করবে পুরো বাক্য শেষ পর্যন্ত শুনার তারপর সঠিক অপশনে টিক দিবে। তাই লক্ষ রাখবে but, however, sorry, I apologise, though, no no, oh sorry এমন কিছু বলছে কিনা। এম সি কিউ ক্লিপ শুরুর আগের সময় পড়তে শুরু কর প্রশ্ন এবং স্ক্যান করতে পারো উত্তরের অপশন গুলো, তাহলে মাথাতে থাকবে কি উত্তর শুনতে হবে!
আমি ফেরদৌস মোল্লা। হেড অব হিউম্যান রিসোর্স, সাইফুরস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
* অজানাকে জানার জন্য পথে চলছি। আজব ব্যাপার হল, পথ এক দারুন বন্ধু, এই পথে চলতে চলতে গন্তব্যের পথ হারায় ফেললে, ঐ পথ ই আবার, পথের সন্ধান করে দেয়। মায়ার বাধন ছেড়ে যেতে বড় কষ্ট হবে, তবুও একদিন ছেড়ে যাব । এটাই সত্য। * নিজের কাজ নিজে করতে পছন্দ করি।...