অনেক দিন ধরে অনুরোধ করছিল অ্যান্ড্রয়েডের ভিপিন এর জন্য, তাই নিয়ে আসলাম। আজকে যেই ভিপিন শেয়ার করতে যাচ্ছি তা মোটামুটি সবারই চেনা আবার অনেকে নাও চিনতে পারেন তাদের জন্য হালকা পাতলা আলোচনা করব অ্যাপস নিয়ে। যাই হোক মুল বিষয় দিকে যাই।
Hotspot Shield ভিপিনটি অনেক পুরাতন একটি ভিপিন সার্ভিস যাদের অ্যান্ড্রয়েডের ভার্সন রিলিজ হয় ২০১২ তে কিন্তু এই ভিপিন সার্ভিসটি চালু হয় ২০০৮ সালে। এদের অফিস আসে ইউকেরাইন এবং রাশিয়াতে। এটি ডেভলোপ করে AnchorFree টিম। এই ছিল ইতিহাস এবার সরাসরি অ্যাপস এর বিবরন.
Hotspot Shield ভিপিনটি আপনার ইন্টারনেট কানেকশনটি কে দিবে এন্ড টু এন্ড এনক্রিপশন যার ফলে আপনার ইন্টারনেট কানেকশন হবে একটি মিলিটারি গ্রেড সিকিউওর। হক আপনি পাবলিক বা পারসোনাল WiFi ব্যবহার করছেন। চলুন এক নজরে দেখে নেই আর কি কি ফিচারস আসে এতে।
প্রধান ফিচারসঃ
তো এই ছিল যত প্রকার বিশেষ গুন এই অ্যাপসটির, যাই হোক আমি নিজেও Hotspot shaield ভিপিন ব্যবহার করি তাই বলতে পারি আপনি ভালো সার্ভিস পাবেন আর আমি তো প্রিমিয়াম ভার্সন দিয়ে দিচ্ছি সো নো টেনশন।
ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ১ঃ Download
ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ২ঃ Download
প্রিমিয়াম সোর্সঃ Website Page
কিভাবে ইনস্টল ও একটিভ করবেনঃ
আমি স্বরুপ রায়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।