বর্তমান বাজারে সবচেয়ে কম দামে অসাধারন মোবাইল ফোনটির নাম হচ্ছে শাওমি রেডমি নোট এইট প্রো।
এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আলোচনা করা যাক.
প্রসেসর: একটি মোবাইল ফোনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার প্রসেসর। অনেকে মনে করে রেম বেশি হলেই মোবাইল ভালো কাজ করে। সত্যিকার অর্থে রেম এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রসেসর। শাওমি রেডমি নোট এইট প্রো
মোবাইলটি তে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক এর সবচেয়ে লেটেস্ট গেমিং প্রসেসর 64 bit 12 nm Helio G90T Octa-core।
এই প্রসেসরটি ৮০০ মেগাহার্টজ GPU (Mali-G76MC4) সাপোর্ট করে। এই জিপিও সম্পর্কে আরো জানতে নিচের লিংকটি ক্লিক করুন (https://community.arm.com/developer/tools-software/graphics/b/blog/posts/mali-g76-taking-high-end-graphics-to-the-next-level)ফলে যেকোনো গেমস খেলা যায় অত্যান্ত স্মুথ ভাবে। শাওমি রেডমি নোট 8 প্রো মূলত গেমারদের জন্যই তৈরি করা হয়েছে। এই প্রসেসর ও GPU সম্পর্কে আরও বেশি কিছু জানতে নিচে দেখুন।
Processor
CPU Type(s):Arm Cortex-A55, Arm Cortex-A76
Max CPU Frequency:2.05GHz
Cores: Octa (8)
CPU Bit:64-bit
Heterogeneous Multi-Processing:Yes
Memory And Storage
Memory Type:LPDDR3, LPDDR4x
Max Memory Frequency:2133MHz
Max Memory Size:10GB
Storage Type:eMMC 5.1, UFS 2.1
Connectivity
Cellular Technologies:Carrier Aggregation (CA), CDMA2000 1x/EVDO Rev. A (SRLTE), FDD / TDD LTE, HSPA +
Specific Functions:4X4 MIMO, 3XCA, 256QAM, TAS 2.0, HPUE, IMS (VoLTE\ViLTE\WoWi-Fi), eMBMS, Dual 4G VoLTE (DSDS), Band 71
LTE Category:Cat-12 DL / Cat-13 UL
GNSS:Beidou, Galileo, Glonass, GPS
Wi-Fi:Wi-Fi 5 (a/b/g/n/ac)
Bluetooth Version:5.0
FM Radio:Yes
Graphics
GPU Type:Arm Mali-G76 3EEMC4
Max GPU Frequency:800MHz
Max Display Resolution:2520 x 1080
Video Encoding:H.264, H.265 / HEVC
Video Encoding FPS:4K 30fps, FHD 120fps, HD 240fps
Video Playback: H.264, H.265 / HEVC, VP-9
Video Playback FPS:4K 30fps, FHD 120fps, HD 240fps
MediaTek Technologies
CorePilot, NeuroPilot, Pump Express, Tiny Sensor Hub
Camera:24MP+16MP, 48MP, 64MP
Capture FPS:64MP(1) @ 22.5fps, 48MP @ 30fps; 24MP + 16MP @ 30fps;
Camera Features:3X ISP; AI Face Detection; HW depth engine; AINR; Single-Cam/Dual-Cam Bokeh; Hardware Warping Engine (EIS); Rolling Shutter Compensation (RSC) engine; MEMA 3DNR; Multi-Frame Noise reduction;
AI Accelerator:Yes
রেম ও রম: রেম এবং রম এর কথায় যদি আসি তাহলে শাওমি রেডমি নোট এইট প্রো তে ব্যবহার করা হয়েছে 6gb /64gb, 6gb /128gb ও 8gb/128gb এই 3 ভার্সন পাওয়া যায়। সাথে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন।
ডিসপ্লে: ব্যবহার করা হয়েছে 6.53 ইঞ্চি আইপিএস এলসিডি 16 মিলিয়ন water drop notch কালার ডিসপ্লে। যার স্ক্রিন রেজুলিশন 1080 *2340 পিক্সেল, 395 পিপিআই, এবং স্ক্রিন টু বডি রেশিও 84.9 শতাংশ। ডিসপ্লের উপরে প্রটেক্ট এর জন্য রয়েছে গরিলা গ্লাস 5।
ক্যামেরা: শাওমি রেডমি নোট এইট প্রো তে পিছনে ব্যবহার করা হয়েছে মোট চারটি ক্যামেরা
প্রথমটি 64 মেগাপিক্সেলের ISOCELL Bright GW1 ক্যামেরা যার ফোকাস 1.8 ওয়াইড, এই সেন্সর সম্পর্কে আরো জানতে লিংকটিতে ক্লিক করুন (https://www.samsung.com/semiconductor/image-sensor/mobile-image-sensor/S5KGW1/) দ্বিতীয়টি 8 মেগাপিক্সেল যার ফোকাস 2.2 আল্ট্রা ওয়াইড, আল্ট্রা ওয়াইড ক্যামেরা থাকাতে খুব কাছ থেকে অনেক বড় মাপের ছবি তোলা যাবে। তৃতীয়টি 2 মেগাপিক্সেল যার ফোকাস 2.4 মাইক্রো ক্যামেরা, চতুর্থটি 2 মেগাপিক্সেলের যার ফোকাস 2.4 ডীপ্থ ক্যামেরা। ভিডিও করার ক্ষেত্রে আপনি 2160p রেজুলেশনের 30fps সেকেন্ডের ভিডিও করতে পারবেন। 1080p তে করলে 30/60/120fps করা যাবে। এখনকার সময়ে স্লো মোশন ভিডিও সবার প্রিয়। এই কথা মাথায় রেখে শাওমি রেডমি নোট এইটপ্রোতে স্লো মোশন ভিডিও করা যাবে 960fps এ।
এখনকার সময়ের সবচেয়ে জনপ্রিয় হচ্ছে সেলফি ক্যামেরা। জনপ্রিয় সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 20 মেগাপিক্সেলের। যার ফোকাস 2.0। নচে অবস্থিত সেলফি ক্যামেরা দিয়ে 1080p তে ভিডিও করা যাবে।
ব্যাটারি: রেডমি নোট এইট প্রো তে ব্যবহার করা হয়েছে 4500 এম এ এইচ ব্যাটারি। অনেকে স্মার্টফোন চালানোতে অভিযোগ করেন তাদের একদিনও ব্যাটারি যায় না। তাদের জন্য একটা সেরা উপহার কারণ এটা হেবি গেমস খেললেও একদিন তো যাবেই সাথে দুদিন যেতে পারে। আর চার্জিং সিস্টেম 18 ওয়াট কুইক চার্জ 4 প্লাস সাপোর্ট করে। যার ফলে চার্জ হবে অত্যন্ত দ্রুত। মোবাইল যাতে গরম না হয় এতে ব্যবহার করা হয়েছে লিকুইড কোল্ড সিস্টেম।
অপারেটিং সিস্টেম: শাওমি রেডমি নোট এইট প্রো তে ব্যবহার করা হয়েছে MIUI 10 যার বেজমেন্ট হচ্ছে অ্যান্ড্রয়েড 9। এ সম্পর্কে আরও জানতে (https://en.miui.com/zt/miui10/wap.html)
199 গ্রামের সাথে এর ডাইমেনশন হচ্ছে 161.3*76.4*8.8
দাম: আমি প্রথমেই বলেছি কম দামে অসাধারন মোবাইল ফোন এর মধ্যে এটি একটি। নিচে আমি চায়নাতে যে দাম গুলো দেওয়া আছে এটার ই কনভার্ট করে বাংলাতে বাংলাদেশি টাকায় দিয়েছি। বাংলাদেশের যখন পাওয়া যাবে তখন দামের কিছু হেরফের হতে পারে।
6/64=16600 টাকা
6/128=18900 টাকা
8/128=21300 টাকা
সহজ কথায় কম দামে সবচাইতে ভালো গেমিং ফোন হচ্ছে রেডমি নোট এইট প্রো।
বিস্তারিত জানতে
Facebook page:https://www.facebook.com/jotilmobile2013/
আমি Md.Alamgir Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।