আমিও অনলাইন থেকে নিতে চেয়েছিলাম। পরে ভাবলাম যে দোকান থেকে নিজেই দেখে নেই।
তাই আজকে দোকানে গেলাম আর নিজেই দোকান থেকে কিনলাম, তো একটা কথা বলে নেই অনেকেই বলে থাকে যে Boya By M1 Original নাকি চেনার উপায় যে ব্যাগ যদি কাপড়ের হয় তাহলে সেটাই নাকি ১০০% Original. যাই হোক, কথাটা ঠিক না ভুল সেটাই আজকে বুঝতে পারলাম। আমি যখন দোকান থেকে মাইক্রোফোন টা চাইলাম তারা দুটা বের করলো আমাকে বললো যে কোনটা লাগবে Original না Onnota (Fake). আমি বললাম Original দেখান। আমাকে একটা দিলো দেখলাম সব ঠিক। সবার কথা মতো মিলে গেলো। কাপড়ের ব্যাগ। যাই হোক মেইন কথায় আসি, আমি যখন Fake Microphone হাতে নিয়ে খুলে দেখলাম তো দেখি সেখানেও ঠিক একই রকম ব্যাগ দেয়া আছে। দুটাই একদম একই রকম দেখে বোঝার উপায় নাই। তাই কাপড়ের ব্যাগ থাকলেই যে সেটা অরিজিনাল তা কিন্তু একদম ভুল কথা।
কিভাবে বুঝবেন আসল কোনটা? নিচের ২ মিনিটের ভিডিও টি দেখে নিন বুঝে যাবেন ১০০% অরিজিনাল চেক করে কিনতে পারবেন।
আমি সমীরণ অধিকারী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।