আপনার সাইটের জন্য সবচেয়ে ভাল প্রতিরক্ষা হলো এমন সব কিছু গোপন করা যা ব্যবহার করে নিরাপত্তা নষ্ট হতে পারে। ওয়ার্ডপ্রেস লগইন পেজে ইউআরএল একটি সর্বজনীন ব্যাপার। ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে সাধারণত একটি ওয়েবসাইটের লগ-ইন পেইজকেই আক্রান্ত করা হয়।
নিরাপত্তা আরেকটি স্তর হিসাবে, আমরা লগইন পৃষ্ঠা অস্পষ্ট করতে পারি যাতে এটি খুঁজে পাওয়া সহজ না হয়। একটি সত্যিই চমৎকার প্লাগইন যা দিয়ে লগইন পৃষ্ঠার URL পরিবর্তন করা যায়, তা হচ্ছে WPS Hide Login।
আমরা এই প্লাগইন যোগ করার পরে, আমরা সেটিংস পৃষ্ঠাতে লগইন পৃষ্ঠার URL পরিবর্তন করতে পারি।
আমি রতন কুমার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
allylook profile link : https://allylook.com/roton