হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। টেকটিউনসে এটা আমার প্রথম লেখা জানি না কেমন হবে। আমি যথা সম্ভব আমার পরিশ্রম ব্যয় করব। তো আজকের টপিক হচ্ছে ফেসবুক কীভাবে হ্যাকিং হচ্ছে, হ্যাকিং হলে আমাদের করণীয় কী?আইডি হ্যাক হওয়া থেকে আমরা কীভাবে বাচঁতে পারি। তো আর বেশি কথা না বলে শুরু করি।
১.আমাদের ভুলোর কারণে আইডি হ্যাক হতে পারে। যেমন:হ্যাকাররা প্রথমে টার্গেট করবে ফিসিং লিংক দিয়ে, ফিসিং লিংক হচ্ছে এমন একটা লিংক যেখানে আপনি যদি ক্লিক করেন তাহলে ফেসবুকের মতো একটি লগিং পেজ হপেন হবে যেখানে আপনি ভুল করে আপনি লগিং করার জন্য ইমেল, ফোন নম্বর, পাসওয়্যার্ড দিয়ে লগিং করতে যাবেন। ইমেল, ফোন নম্বর, পাসওয়্যার্ড দিয়ে লগিং এ ক্লিক করলেই ব্যস আপনার সকল কিছু হ্যাকারের হাতে চলে যাবে। তাই সাবধান কোনো লিংকে ক্লিক করার আগে তা যাচাই করে নিন।
২.দুর্বল পাসওয়ার্ড:আমরা এমন কিছু পাসওয়্যার্ড ব্যবহার করি যা হ্যাকাররা খুব সহজেই বের করতে পারে যেমন:নাম, প্রিয় মানুষের নাম, ফোন নম্বর, শখ এ সকল বিষয় দিয়ে পাসওয়্যার্ড দিলে তো আপনার আইডি এমনিই হ্যাক হবে।
৩.একই ব্যক্তির ৩-৪ টা আইডি থাকতে পারে। তো সেই ব্যক্তি যদি ৩টা আইডি দিয়ে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় তাহলে পূর্বে
আইডি গুলো আন ফ্রেন্ড করে অ্যস্পেট করবেন।
আইডি হ্যাকিং হতে বাচাঁর প্রধান উপায়:
১.স্ট্রং পাসওয়্যার্ড এর বিকল্প আর কিছুই নেই। যেমন:amarSonarBANGLAami64855tomai
2.কারো পিসি, ল্যাপটপ, মোবাইলে লগিং করার পর কাজ শেষ হলে সাথে সাথে সকল ডাটা মুছে ফেলবেন। তবে অন্য কারো পিসি, ল্যাপটপ, মোবাইলে লগিং না করাই ভালো।
৩.সবশেষে একটি কাজ করবেন সেটি হলো প্রথমে সেটিং থেকে Security and Login এ যাবেন এরপর Two-Factor Authentication টা চালু করে দিবেন এখানে একটি ফোন নম্বর দিয়ে করবেন। Two-Factor Authentication করার সুবিধা যখন আপনি বা অন্য কোনো ব্যক্তি আপনার আইডি লগিং করতে চায় তাহলে আপনার কাছে একটি ম্যাসেজ চলে আসবে।
এই টিপস গুলো ফলো করলে ফেসবুক আইডি হ্যাকি হবে না।
আশা করছি ফেসবুক আইডি হ্যাকিং কেন হয় এর থেকে বাচাঁর উপায় বুঝতে পেরেছেন। বুঝতে কোনো অসুবিধা হলে টিউমেন্ট করতে পারেন।
আমি খাইরুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।