কোনো প্রকার লগিন বা টোকেন ছাড়াই তৈরি করে ফেলুন আপনার ফেসবুকের ID কার্ড

আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশাকরি বেশ ভালোই আছেন। আজকের টিউনের মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে কোনো প্রকার লগিন ছাড়াই ফেসবুকের ID কার্ড তৈরি করবেন।
এটা একদমই সহজ।
এর জন্য আপনি আপনার যে ফ্রেন্ডের ফেসবুক আইডির ID কার্ড বানাতে চান তার ফেসবুক আইডিতে ঢুকুন।
অথবা কার্ড টি যদি আপনার আইডির জন্য বানাতে চান তাহলে আপনি আপনার প্রোফাইলে চলে যান। এবং More লেখাতে ক্লিক করুন।

এবার Copy link to profile এ ক্লিক করুন।

এবার এই লিংকে ঢুঁকুন।
এবং নিচের বক্সে কপি করা লিংক টি পেস্ট করে দিন

Find Facebook id তে ক্লিক করুন

এবার নিচে দেখুন লেখা আছে Create Facebook ID card.ওখানে ক্লিক করুন।

দেখুন আপনার আইডি কার্ড রেডি।
নিচে Download ID card লেখাতে ক্লিক করে কার্ড টি আপনার গ্যালারিতে ডাউনলোড করে নিতে পারেন।

তাহলে আজ এ পর্যন্তই থাক!
পরে কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ।
আমার সব পোষ্টগুলো দেখুন

বি:দ্র:এই ID কার্ড কোনো কাজের নয়। শুধুমাত্র ফ্রেন্ডদের দেখানোর জন্য এবং মজা করার জন্যই এই আইডি কার্ড তৈরি করা হয়।

টিউনি সবপ্রথম Jahid লিখেছেন তার অনুরধে আমি টিউন টি ট্রিকবিডি তে পাবলিশ করলাম।

টিউনটি কেমন হয়েছে তা পুরোটাই আপনাদের উপর নির্ভর করবে। So, টিউমেন্ট বক্সে লিখে ফেলুন কেমন হয়েছে। আর একটা ধন্যবাদ প্রাপ্য থাকলাম। যদি না বুঝতে পারেন, ১০ বার জিগ্যেস করুন। সমাধান দিতে চেষ্টা করব। রাত জেগে টিউন লিখতে কষ্ট ফিল করি না, তাহলে Reply দিতে দ্বিধা করব কেন.!
আবারও ধন্যবাদ সবাই কে…

আমার টিউন এ যদি আপনার সামান্য হলেও উপকার হয়ে থাকে তাহলে আমাদের সাইট টি ভিজিট করে আসবেন। আমাদের সাইটের লিংক

TipsNow24.Com

আমাদের সাইটে ১ টি টিউন করেই ১০ টাকা + ট্রেইনার রোল দেওয়া হয়। আপনার টাকার পরিমান সবনিম্ন ৩০ টাকা হলে পেমেন্ট নিতে পারবেন।

ধন্যবাদ

Level 4

আমি সুহান ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস