পপ আপ ক্যামেরা টিকবে তো?

স্মার্ট ফোনগুলোতে আসতে শুরু করেছে পপ আপ সেলফি ক্যামেরা.এই ক্যামেরা ফোনের উপরের অংশে লুকানো থাকে, সেলফি ফোনে সেলফি ক্যামেরা অন করলে তা ভেতর থেকে উঠে আসে.

 

এই ফাংশনটি দেখতে ভালই লাগে, কাজ ও করে ভালই.

তবে ঐ যে থাকেনা.কিছু খুতখুতে সভাবের মানুষ, যারা শুধু সমস্যা খুঁজে বেড়ায়.

 

তারা দাবি করেছিলো, এ পপ আপ ক্যামেরা বেশি দিন টিকবে নাহ. কিছুদিন পরেই এর খেল খতম হয়ে যাবে.

 

আমি ভেবেছিলাম যে, এই ক্যামেরা বেশি দিন লাস্টিং করবে নাহ.হয়ত নষ্ট হয়ে যাবে!

কিন্তু নাহ, নিন্দুকের মুখে ঝামা খসে দিলো সদ্য মুক্তি পাওয়া Vivo v15 pro.

 

সম্প্রতি এক ল্যাব টেস্টে গড়ে ৩, ০০, ০০০ বার পপ আপ হতে পেরেছে ক্যামেরাটি.

 

যদি প্রতিদিন আপনি ক্যামেরাটিকে গড়ে একশ বার করে পপ আপ করান, তবে -

৩, ০০, ০০০/১০০ =৩০০০ দিন

তো, ৩০০০ দিন = ৮ বছর ২১ দিন

বর্তমানে কেউ একটা ফোন ৪-৫ বছরের বেশি ব্যবহার ও করে নাহ [এমনেই নষ্ট হয়ে যায়]

তাই বলা যায়, নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন পপ আপ ক্যামেরা অওালা ফোন

 

Level 1

আমি তাহমিদ আবরার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 10 টিউনারকে ফলো করি।

Just A Tech Lover


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস