WHMCS হল ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, বিলিং, এবং ক্লায়েন্ট সাপোর্ট সিস্টেম অনলাইন এপ্লিকেশন বা সফটওয়্যার যা অনলাইন বিজনেসে ব্যবহার করা হয়।
WHMCS এমন কিছু অটোমেশন সিস্টেম দিয়ে থাকে যা বিজনেসকে করে অনেক গোছানো এবং সহজ। WHMCS সব থেকে বেশি ব্যবহার হয় ওয়েব হোস্টিং বিজনেসে। শুধু তাই না বর্তমানে সব থেকে বেশি ব্যবহৃত ওয়েব হোস্টিং ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, বিলিং, এবং ক্লায়েন্ট সাপোর্ট সফটওয়্যার এর মধ্যে WHMCS অন্যতম। WHMCS এর কিছু সুবিধা সমূহ, ক্লায়েন্ট
ম্যানেজমেন্ট, বিলিং, এবং ক্লায়েন্ট সাপোর্ট ডোমেইন রেজিস্ট্রেশন সিস্টেম এবং ম্যানেজমেন্ট ক্লায়েন্ট অটোমেটিক ইনভয়েস, বিলিং রিমাইন্ডার হোস্টিং এবং ডোমেইন অর্ডার সিস্টেম প্রোডাক্ট, সার্ভিস অর্ডারিং তাছাড়া রয়েছে আরও অনেক ফিচার, অফিসিয়াল ওয়েব সাইট থেকে দেখে নিতে পারেন http://www.whmcs.com/features
আমি সবুজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।
নিজের ক্ষুদ্র জ্ঞানটুকু বিলিয়ে দিয়ে অজানাকে জানতে সমুদ্র পাড়ি দিতে পারি ...