আশাকরি অনেক অনেক ভাল আছেন যাই হোক আপনাদের মাঝে আজ আমি নতুন কিছু বিষয় তুলে ধরব সেগুলো হলো কম্পিউটার বা ল্যাপটপ আমরা ব্যবহার করি আমরা অনেকেই জানি না যে ল্যাপটপের বা কম্পিউটার এর কোন বাটনের কোন কাজ হয়.এগুলোই আমি আস্তে আস্তে আপনাদের মাঝে তুলে ধরবো তো চলুন কাজে আসি নিচে ভিডিও লিংক দিলাম ভিডিওটি দেখতে পারেন,
আমরা প্রথমে যে ট্রিক্সটি দেখব সেটি হল আমাদের কম্পিউটারের উইন্ডো বাটন এর ব্যবহার চলুন উইন্ডো বাটন দিয়ে কি কি করা যায় দেখে নেই আমার কম্পিউটারের বা আপনার কম্পিউটার এর নিচে একটি মেনুবার রয়েছে বাটাক্স বার রয়েছে এইটারে অনেকগুলো উইন্ডো থাকে তাই কম্পিউটারের উইন্ডোজ প্রেস করে 1 প্রেস করুন যখনই 1 প্রেস করবেন দেখবেন নিচের প্রথম যে মেনু রয়েছে মেনুর প্রথমে যে উইন্ডোটি রয়েছে সেটি ওপেন হয়ে যাবে, তুই এভাবে ওয়ান টু থ্রি 45 এভাবে নিচে যতগুলো রয়েছে সবগুলোই নাম্বার অনুযায়ী উইন্ডো প্লাস নাম্বার চাপ দিলেই প্রত্যেকটি একটি আলাদা পেজ ওপেন হবে
এবার ট্রাক্স নাম্বার 2 সেটি হল উইন্ডো প্লাস Tabবাটন প্রেস করলে যখন ইট tab বাটনে প্রেস করব তখনই দেখবেন আমি যে উইন্ডোগুলো ওপেন করেছি সমস্ত গুলো একসাথে দেখতে পাবেন
আবার আমরা অনেক সময় আমাদের কম্পিউটারে অনেকগুলো পেজ ওপেন করে রাখি তো আমরা এস গুলো একসাথে মিনিমাইজ করতে পারি মিনিমাইজ করার জন্য আমাদের কি করতে হবে সেটা হলো আমরা কম্পিউটারের কিবোর্ড থেকে অনুরূপ প্লাস ডি প্রেস করব তাহলে দেখা যাবে একসাথে সমস্ত পেজ গুলো মিনিমাইজ হয়ে যাবে
বন্ধুরা সমস্ত গুলো না লিখে সরাসরি ভিডিওতে দেখার জন্য অনুরোধ করছি এবং যদি আমার এই টিপস গুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক টিউমেন্ট শেয়ার করুন ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য
আমি মোঃ হাফিজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।