হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন আপনাদের মাঝে আমি মোহাম্মদ হাফিজ আপনাদের মাঝে আমি আবারো ফিরে এলাম একটি নতুন বিষয় নিয়ে এই বিষয়ে এই পর্বে দেখাব কম্পিউটারের কি বোর্ডের শিফট বাটন 5 বার ক্লিক করলে ম্যাজিক দেখায়
যাইহোক বেশি কথা না বাড়িয়ে কাজে নেমে পড়ি আমরা প্রথমে যে কাজটি করব কম্পিউটারের কিবোর্ড থেকে শিফট বাটন 5 বার ক্লিক করব তাহলে দেখা যাবে যে একটি পপ-আপ ওপেন হবে এই প্রকল্পের কাজ হচ্ছে চারটি বাটুল কে লক করে ধরে রাখা এটি আমাদের কাজে লাগবে এই কারণেই যে আমাদের অনেক সময় দেখা যায় হঠাৎ করে একটি হাতে সমস্যা তো আমাদের কম্পিউটারে লেখালেখি করার জন্য আমাদের দুটি হাত প্রয়োজন হয় যেমন মাইক্রোসফট ওয়ার্ডে লিখতে গেলে দুটি হাত লাগে তাই একটি হাত যদি সমস্যা হয় সেক্ষেত্রে এই বাটনটি আমাদের 100% কাজে দিবে
আশা করি সবাই অলরেডি পপি ওপেন করে ফেলেছেন স্টিকি কিস যে প্রপার্টি এটির ইয়েস বাটনে ক্লিক করুন তাহলে একটি পপ-আপ ওপেন হয়ে যাবে এবার মাইক্রোসফট ওয়ার্ড বা যে কোন জায়গাতে লেখালেখি করবেন সেই জায়গাতে প্রবেশ করুন তাহলে দেখতে পারবেন মনে করুন একটি আর্টিকেল সিলেক্ট করতে হবে তাহলে সিলেট করার জন্য একবার কন্ট্রোল বাটন প্রেস করুন তারপর এ বাটনে প্রেস করুন তাহলে দেখবেন সব আর্টিকেল সিলেক্ট হয়ে গেছে
এবার মনে করুন একটি আর্টিকেল কপি করতে হবে তাহলে কপি করার জন্য একবার কন্ট্রোল বাটনে প্রেস করুন তারপর সি বাটনে প্রেস করুন। তাহলে দেখা যাবে আমাদের আর্টিকেল কপি হয়ে গেছে এবার যদি আমি ওই কপি করা আর্টিকেলটি নিচে বা কোথাও পেস্ট করতে চাই তাহলে আমাকে যেটি করতে হবে সেটি হল একবার কন্ট্রোল বাটনে প্রেস করতে হবে তারপর বি বাটনে প্রেস করলেই আমার কাঙ্খিত আর্টিকেলটি বেস্ট হয়ে যাবে।
আবার যদি আমি আর্টিকেলটি ডিলিট করতে চাই তাহলে আমাকে যেটি করতে হবে প্রথমে কন্ট্রোল বাটনে একবার প্রেস করতে হবে তারপরে এ বাটনে প্রেস করতে হবে ওর শেষে ডিলেট বাটনে প্রেস করলে সম্পন্ন আর্টিকেল ডিলিট হয়ে যাবে। আবার ডিলিট করার আর্টিকেল যদি ফেরত আনতে চাই সে ক্ষেত্রে আমাকে যেটি করতে হবে সেটি হলো একবার কন্ট্রোল বাটনে প্রেস করতে হবে তারপর জেট বাটনে প্রেস করলেই আমার আর্টিকেলটি ফেরত চলে আসবে তো বন্ধুরা আজ আমরা অনেক কিছুই শিখে ফেললাম যা অনেকেই জানতাম না।
তো বন্ধুরা যদি আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক টিউমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ
বন্ধুরা সময় থাকলে আমার ব্লগটি ঘুরে দেখে আসতে পারেন
আমি মোঃ হাফিজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।