আপনার ফোনের সেটিংস থেকেই যে অ্যাপগুলোর কাজ করা যায়

আপনার ফোনের সেটিংস থেকেই যে অ্যাপগুলোর কাজ করা যায়

আশাকরি সবাই play store থেকে বিভিন্ন app নামাই বিভিন্ন কাজের জন্য। যেমন ফোনের ক্যাচ ক্লিন, ram ক্লিন, ফাইল hide করতে বা screen shot নিতে। কিন্তু ভাই এই কাজগুলোতো ফোনের সেটিংস থেকেই করা যায়।

১. ফোনের ক্যাচ ক্লিন করতে setting থেকে storage and USB>>তে গিয়ে internal storage যান। সেখানে cached data অপশন থেকে catch data ক্লিন করতে পারবেন।

২. ফোনের ram ক্লিন বা ফোন boost করতে setting থেকে developer option এ যান। ঐখান থেকে running services খুঁজে বের করে তাতে প্রবেশ করেন। এখান থেকে সকল third party অ্যাপগুলোর service স্টপ করেন। কিন্তু ভুলেও কোনো system service স্টপ করবেন না। (developer option না থাকলে setting থেকে about phone গিয়ে build number লেখার উপরে ৭ বার ক্লিক করেন। build number option না পেলে sofware vertion লেখাতে ৭ বার ক্লিক করেন)

৩.ফাইল হাইডের জন্য app ব্যবহার বন্ধ করেন।
setting>security অপশনে যদি data protection থাকে তাহলে ঐইটাই ব্যবহার করেন।

আর যদি না থাকে তাহলে.

file manager এ গিয়ে.example নামে ফাইল
তৈরি করেন। যখন একটি ফাইলের নামের আগে ডট(.) চিন্হ ব্যবহার করা হয় তখন file manager ফাইলটিকে লুকিয়ে রাখে। আপনি চাইলে আগে ডট(.) দিয়ে যেকোনো নামে ফাইল তৈরি করে তাতে যেকোনো ফাইল লুকিয়ে রাখতে পারেন। ফাইলটি যখন দরকার হবে তখন file manager এর মেনুতে গিয়ে show hidden file তে ক্লিক করেন। ও.হ তাহলে তো যে কেউই ফাইলটা সহজেই খুঁজে পাবে। সহজে যাতে খুঁজে না পায় সেজন্য আপনি ফাইলটা android>data>0>a>b>c>d এভাবে তৈরি করবেন। এই পদ্ধতি ব্যবহার করলে আপনাকে কেউ বলতে পারবে না "ফাইল হাইডার, অ্যাপ লকার ব্যবহার কর কেন বা data protection এর পাসওয়ার্ড দে তো"

৪. শুধু screenshot নিতে third party app দরকার নাই। ফোনের (volume-)+power বাটন একসাথে চাপেন screenshot হয়ে যাবে।

ব্যাস এগুলাই। এত প্যারা নিয়া লাভ কি। third party app ব্যবহার বন্ধ করেলে আপনার ফোনের ram খালি থাকবে। ফোন হবে super fast.

কস্ট করে পড়ার জন্য ধন্যবাদ

Level 0

আমি আলআমিন হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস