নিয়ে নিন ২০ হাজার টাকার মধ্যে সেরা ডেস্কটপ

সবাই কেমন আছেন?

আশা করি ভালোই আছেন।

আজকে আমি ২০ হাজার টাকার মধ্যে একটি ডেস্কটপ কম্পিউটার সাজেস্ট করবো।

বাজেট কম কিন্তু দরকার ডেস্কটপ কম্পিউটার। বাসা বা অফিসের জন্য এমন কম্পিউটার তো লাগেই। ২০ হাজার টাকার মধ্যে ব্র্যান্ডের ডেস্কটপ কম্পিউটার তেমন পাওয়া যাবে না। তবে এই বাজেটে আর কম্পিউটার বাজারে গিয়ে বিভিন্ন যন্ত্রাংশ পছন্দ করে সংযোজিত বা ক্লোন কম্পিউটার বানিয়ে নিতে পারেন।

আপনার কম্পিউটারটি যেমন হতে পারে
প্রসেসর: ইন্টেল তৃতীয় প্রজন্মের কোর আই থ্রি। দাম চার হাজার টাকা।
মাদারবোর্ড: এইচ৬১। দাম তিন হাজার ৫০০ টাকা।
মনিটর: ১৯ ইঞ্চি। দাম ৫ হাজার ৫০০ টাকা।

হার্ডডিস্ক ড্রাইভ: ৫০০ গিগাবাইট। দাম এক হাজার ৫০০ টাকা।
র‌্যাম: এক হাজার ৫০০ টাকা।
ডিভিডি রাইটার: এক হাজার টাকা।
কি–বোর্ড: ৫০০ টাকা।
মাউস: ৩০০ টাকা।
স্পিকার: ২ পিস। ৫০০ টাকা।
মোট: দাম ১৮ হাজার ৩০০ টাকা।

 

এভাবে আপনি বানিয়ে নিতে পারেন আপনার ডেস্কটপ কম্পিউটার। আপনি পছন্দমতো মনিটর, প্রসেসর, মাদারবোর্ড, স্পিকার, মাউস, কি–বোর্ড, ডিভিডি রাইটার, র‌্যাম ইত্যাদি কিনতে পারেন। এ ক্ষেত্রে দাম কিছুটা কম–বেশি হতে পারে।

 রায়ানস আইটি লিমিটেডের হার্ডওয়্যার সুপারভাইজার মেহেদী হাসান বলেন, একজন ক্রেতা বাসা বা অফিসের কাজের জন্য কম বাজেটেই কিনতে পারেন ডেস্কটপ কম্পিউটার।

Level 2

আমি রায়হান হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস