প্রিয়জনকে উপহার তাও আবার চায়না থেকে সরাসরি পন্য ক্রয় করে, অনেকটা অবাক করা কিংবা অবাস্তব কল্পনা। অবাক হবার কিছুই নেই, পৃথিবী এখন হাতের মুঠোয়। যে কেউ পারবে সরাসরি চায়না থেকে যেকোন ধরনের পণ্যদ্রব্য আমদানি করতে এবং সাধ্যের মাঝেই।
Facebook ব্যবহার করেন অথচ AliExpress.com এর বিজ্ঞাপণ দেখেননি এমন লোক খুব কম আছে। AliExpress.com একটি আন্তর্জাতিক ই-কমার্স ওয়েবসাইট। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি যে আমাদের দেশের অনলাইন ষ্টোরগুলোর পন্যের গুনগত মান এবং সার্ভিস খুবই অসন্তোষজনক। অন্যদিকে চায়না AliExpress.com ২০১০ সালে যাত্রা শুরু করে বর্তমানে বিশ্বের একটি জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস বা বাজার হয়ে উঠেছে। সেলার এবং বায়ারদের মধ্যে আলিএক্সপ্রেস একটি মাধ্যম হিসাবে কাজ করে থাকে। শুধুমাত্র উপহার সামগ্রী না, হাজার হাজার স্টোরে প্রায় সব ধরনের প্রয়োজনীয় পণ্যই আপনি পাবেন এখানে। দামও তুলনামুলক কম এবং পন্যের কোয়ালিটি অনেক ভাল। Alibaba Group এর এই ওয়েবসাইটটি রাশিয়া, ব্রাজিল সহ বিভিন্ন দেশে অনেক জনপ্রিয়।
এবার মূল কথায় আসি। আলিএক্সপ্রেস থেকে কিছু কিনতে চাইলে আপনার প্রয়োজন হবে একটি ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড। কারন USD ছাড়া এখানে পেমেন্ট করা যায়না। আবার আপনি ডুয়াল কারেন্সি কার্ড করলেই ইন্টারন্যাশনাল লেনদেন করতে পারবেন না। সেজন্য আপনাকে ডলার এনডোর্সমেন্ট করে নিতে হবে। এক্ষেত্রে আপনার অবশ্যই নিজের পাসপোর্ট প্রয়োজন হবে। সুতরাং বুঝতেই পারছেন সবার জন্য এটা তেমন একটা সহজসাধ্য না। তবে হতাশ হবার কিছু নেই। আমাদের দেশে বিভিন্ন মিডিয়া আছে যারা আপনার কাছ থেকে আলিএক্সপ্রেস এর প্রোডাক্ট অর্ডার নিয়ে পন্যটি আপনাকে এনে দিতে পারে। এরা সাধারনত Facebook Group এর সাহায্যে কাজ করে থাকে। তবে বর্তমান ডলার রেট যাই হোক না কেন, এখানে তাদেরকে ডলার রেট কিছুটা বেশি দিতে হয়। যেমন ধরুন ডলার প্রতি ৮৮-৯০ টাকা করে পেমেন্ট করতে হয়। বারতি টাকাটাই তাদের ইনকাম। তাদের সার্ভিস এর তুলনায় এটা আমার কাছে তেমন একটা বেশি মনে হয় না। আপনি যে প্রোডাক্ট আলিএক্সপ্রেস থেকে নিতে আগ্রহী তার লিংক আপনার নির্বাচিত মিডিয়ার ফেজবুক পেইজে দিলে তারা আপনাকে পন্যের দাম জানিয়ে দিবে। এভাবে আপনি সহজেই কাঙ্খিত পন্যটি ক্রয় করতে পারেন।
AliExpress.com থেকে কিছু ক্রয় করার পূর্বে যে সকল বিষয় জানা প্রয়োজনঃ
১। একই পণ্য কয়েকজন সেলার বিক্রি করতে পারে। তাই অবশ্যই সেলার রেটিং, প্রোডাক্ট রিভিউ, ফিডব্যাক, দাম ইত্যাদি দেখে অর্ডার করা উচিত।
২। যেহেতু AliExpress.com এর “Cash on delivery” অপশন নেই, তাই পন্য অর্ডার করলে এর মূল্য অগ্রীম দিতে হয়। বিকাশ বা রকেটের মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারবেন।
৩। যেকোন মিডিয়াকে অর্ডার করার আগে ভালভাবে যাচাই-বাচাই করে নিবেন। তাদের Facebook Group এর রেটিং ও পোষ্টগুলো দেখবেন। যেহেতু অগ্রীম টাকা দিতে হবে তাই এ ব্যপারে সতর্ক থাকবেন।
৪। কোন মিডিয়ার মাধ্যমে পন্য ক্রয় করলে আপনার হাতে আসতে তা সাধারনত প্রায় ৩০-৪৫ দিন সময় লাগবে।
৫। যেহেতু China থেকে পন্যটি মিডিয়ার এ্রড্রেসে আসবে এবং তারা আপনাকে পার্সেল/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবে। এক্ষেত্রে ষ্ট্যান্ডার্ড ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে।
বিঃদ্রঃ- লেখাটি ভাল লাগলে এবং কাজে লাগলে শেয়ার করবেন। উল্লেখ্যিত বিষয়ে কোন প্রশ্ন থাকলে টিউমেন্ট করে জানাবেন, আমার জানা থাকলে উত্তর দেয়ার চেষ্টা করব। এতকিছু বিস্তারিত লিখতে অনেক সময় ও ধৈর্য্য লাগে, তাই অনুগ্রহ করে কেউ কারাপ মন্তব্য করবেন না। সময় নিয়ে লেখাটি পড়ার জন্য ধন্যবাদ।
আমি শিক্ষানবীশ আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 101 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।