ব্যাংক এশিয়ার স্বাধীন কার্ড করার সবচেয়ে সহজ উপায়

যারা এখনো স্বাধীন মাস্টারকার্ড করেন নি, তাদের জন্য সুখবর। আপনি এখন খুব সহজেই স্বাধীন মাস্টার কার্ড পেতে পারেন। অনেকেই হয়ত পাসপোর্ট লাগবে এই ভয়ে স্বাধীন মাস্টারকার্ড করার সাহস পাচ্ছেন না। আপনি পাসপোর্ট ছাড়াই স্বাধীন কার্ড নিতে পারবেন। তাহলে জেনে নিই স্বাধীন মাস্টারকার্ড এর বিস্তারিত।

স্বাধীন কার্ডটি পেতে হলে কি কি প্রয়োজন হবে?

কার্ড টি পেতে প্রথমেই আপনাকে ব্যাংক এশিয়ার  কার্ড ডিভিশনে যোগাযোগ করতে হবে।  এরপর:

  • ০২কপি পাসপোর্ট সাইজের ছবি
  • ন্যাশনাল আইডি কার্ড (অরিজিনাল কপি এবং ১টা ফটোকপি)

এগুলো নিয়ে ব্যাংক এশিয়ার ধানমন্ডি ব্রাঞ্চে চলে যান। বাকি কাজ কার্ড ডিভিশনে দায়িত্বে থাকা অফিসার ই আপনাকে করে দিবে।

আপনি যদি ঢাকরি বাইরে থাকেন সেক্ষেত্রে কুরিয়ার করে আপনার কাগজপত্র পাঠাতে পারেন।

স্বাধীন কার্ডটিতে কি কি সুবিধা পাওয়া যাবে?

এবার আসাযাক কাজের কথায়। সবই না হয় বুঝলাম, কিন্তু কি কি সুবিধা পাবো এই কার্ডে?

  • ব্যাংক এশিয়া “স্বাধীন” মাস্টারকার্ড একটি ডুয়েল কারেন্সি কার্ড। আপনি বাংলাদেশি “টাকা” এবং ইন্টারন্যাশনাল “USD” কারেন্সী তে লেনদেন করতে পারবেন। এখানে একটা ব্যাপার উল্লেখ করা যায় যে আপনি ফরেন কারেন্সীতে কোনো লেনদেন করতে চাইলে প্রথমে আপনার পাসপোর্ট থাকা আবশ্যক এবং সেটা ব্যাংক থেকে এন্ডোর্সমেন্ট করিয়ে তারপর ই আপনি “USD” কারেন্সী তে লেনদেন করতে পারবেন এর আগে না।
  • মাস্টারকার্ড লোগো সম্বলিত যেকোনো মার্কেটপ্লেস থেকে আপনার ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আয় করা অর্থ এই কার্ডের মাধ্যমে দেশে আনতে পারবেন।
  • আপনার আয়কৃত অর্থের ৭০% আপনি ফরেন পার্টে খরচ করতে পারবেন। যেমন- আপনি ফাইভারে কাজ করেন। সেখান থেকে আপনার আয় ১০০ ডলার। আপনি এই ১০০ডলার ব্যাংক এশিয়া “স্বাধীন” মাস্টারকার্ড এর মাধ্যমে বাংলাদেশে আনলেন। এখান থেকে আপনি সর্বোচ্চ ৭০ডলার USD পার্টে খরচ করতে পারবেন একং ৩০ডলার সমমূল্যের টাকা ১ ডলার = ৮০টাকা হিসেব করলে ২৪০০টাকা। যদিও এখন ডলার রেট ৮৩-৮৫টাকা) বাংলাদেশ থেকে তুলতে পারবেন। তবে আপনি চাইলে পুরো টাকাই বাংলাদেশ থেকে তুলতে পারবেন। এ ব্যাপারে কোনো বিধি নিষেধ নেই। কিন্ত USD কারেন্সী থেকে কেনাকাট করলে তা আযকৃত অর্থের ৭০% এর বেশি করা যাবে না।
  • সব ধরনের ATM মেশিন থেকে টাকা উত্তোলন করা যাবে।
  • দেশে এবং দেশের বাইরে ATM এবং POS মেশিনের মাধ্যমে টাকা উত্তোলন এবং পেমেন্ট দেয়া যাবে।
  • ই-কর্মার্স এবং অনলাইনে সব ধরনের কেনাকাটা (বাংলাদেশ এবং আন্তর্জাতিক)
  • কার্ডে মাইক্রোচিপ সংযুক্ত থাকবে যা, ডাটা এবং সিকিউরি এনশিওর করবে।
  • টাকা জমা, পেমেন্ট আসা এবং টাকা উত্তোলন সহ প্রতিবার ট্রানজেকশনে SMS এলার্ট আসবো মেবাইলে।
  • ইন্টারনের ব্যাংকিং সুবিধা।
  • ২৪ঘন্টা কল সেন্টার সার্ভিস।

স্বাধীন কার্ড করার জন্য আপনি ধানমন্ডি ব্রাঞ্চের রিয়াজ ভাইয়ের যোগাযোগ করতে পারেন। উনি খুব আন্তরিক লোক। আপনাকে যথাসাধ্য চেষ্টা করবে সাহায্য করার জন্য। যে কোন সমস্যায় আপনি তার সাথে যোগাযোগ

পারেন।

রিয়াজ মাহমুদ

সিনিয়র এসিষ্টেন্ট  রিলেশনশীপ অফিসার

মোবাইল নং : 01920138429

 

Level 0

আমি মাহফুজুর রহমান মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তাকে কি এখন পাওয়া যাবে?