ভালোমানের Php Website তৈরি করা শিখতে চান? তাহলে এদিকে আসুন, শেখানো হবে শুরু থেকে ইনশাল্লাহ

যারা যারা web design and development,
সোজা বাংলাতে উল্টাপাল্টা ad যুক্ত html সাইট বাদ দিয়ে ভালোমানের php Site বানানো শিখতে আগ্রহী, শুধুমাএ তাদের জন্য আমি একটি গ্রুপ খুলেছি, সেখানে বিনামূল্যে ভালো মানের website তৈরি করা শেখানো হবে ইনশাল্লাহ।

খুব অল্পসংখ্যক লোক নেয়া হবে, তাই কিছু শর্ত আছে। ভালো করে শর্তগুলো পড়ুন, নয়তো গ্রুপে ডুকতে পারবেন না

1. এটা শুধুমাএ তাদের জন্য যাদের প্রকৃতপক্ষেই আগ্রহ আছে, কিন্তু শিখতে পারেন না। একদম শুরু থেকে Advance Level পর্যন্ত শেখাবো ইনশাল্লাহ।

2. আমার গ্রুপের মেম্বারদের আমি নিজে প্রশিক্ষণ দেবো, (যদি আল্লাহ ইচ্ছা করেন), তাই আমার নির্দেশনা 100% follow করতে হবে। যদি কেউ না মানে তবে বের করে দেয়া হবে।

3. উল্টাপাল্টা বেশি উস্তাদ লোকজন আমার গ্রুপে আসবেন না, কিছু না পারলে সমস্যা নেই, শিখিয়ে নেয়া হবে, কিন্তু অল্প পেরে লাফালাফি করা বা বাটপার, চিটার টাইপের লোকজন Allowed না।

4. 10-20 টাকায় website তৈরি করেন এরকম লোকজন দয়া করে আসবেন না।

5. আমি আবারো গ্রুপটা শুধু তাদের জন্য খোলা হয়েছে যারা কিছুই পারে না কিন্তু শেখার প্রচুর আগ্রহ আছে।

6. গ্রুপে প্রতিটি টিউটোরিয়াল শেষে কিছু Homework বা Task দেয়া হবে প্রতিটা Member কে, সেগুলো করে আমাকে দেখাতে হবে। গ্রুপের প্রতিটি টিউনে Response করতে হবে। যদি টানা 2 সপ্তাহ কেউ ঠিকমতো এগুলো করতে না পারে তবে Ban করবো।

7. এখন বলতে পারেন আপনাদের শিখিয়ে আমার লাভ কি?
আমার লাভটা স্পষ্ট করেই বলছি, আমার উদ্দেশ্য হলো আমার মতো আর বেশ কিছু Member তৈরি করা যারা আমার কথা 100% Follow করবে এবং যাদের আমি শুরু থেকে সব শেখাবো।
তাদের মধ্য থেকে কয়েজনকে নিয়ে একটি বড় Project এ কাজ শুরু হবে ইনশাল্লাহ।

8. আর হ্যা, আমি বেশি কিছু পারি না, তাই যারা পারেন, তারা গ্রুপে আসবেন না। শুধু যারা কিছুই পারেন না, wapka আর wapkiz নিয়ে পড়ে আছেন, শেখার প্রচুর আগ্রহ আছে, Admin এর কথা 99% মানতে পারবেন তারাই আসুন।

9. প্রতি শুক্রবার বিনা নোটিশে উল্টাপাল্টা Member ছাটাই করা হবে, তাই চেষ্টা করবেন আমার প্রতিটি নির্দেশষণা ভালোভাবে Follow করতে।

আপনি যদি সবগুলো শর্ত ভালোভাবে পড়ে থাকেন, এবং মানতে রাজি হন, তবে নিজের #Real_ID দিয়ে গ্রুপে রিকোয়েস্ট দিন।
কারণ ফেক আইডিদের যখন তখন বের করে দেয়া হতে পারে।

Join: Zorex Webmasters
https://m.facebook.com/groups/417030705715291

#Note: গ্রুপের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে, মনোযোগ দিয়ে প্রতিটা টিউন পড়বেন এবং কোন task বা কাজ দিলে তা জমা দেবেন

Level 1

আমি Zorex Zisa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস