আশাকরি ভালই আছেন আজ অনেক দিন পর টিউন করলাম এক কথায় বলতে লম্বা সময়। যাই হোক সেটা বড় কথা না, আসতে পেরেছি বলেই অনেক খুশি, তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের টিউন এ চলে যাই, কিভাবে আমরা ১ টা ল্যাপটপ এ ২ টা হার্ডডিস্ক ব্যবহার করা যায়। এটা হয়তো অনেকেই জানে, কিন্তু আমি টিউন করছি বা লিখছি যারা নতুন তাদের জন্য।
প্রথমত আপনার একটা ল্যাপটপ আছে, যেখানে আপনার কনফিগার অনুযায়ী সব কিছু ঠিক আছে কিন্তু HDD আপনার দরকারী অনুযায়ী কম, বা আর বেশি হলে ভাল হতো, তখন যদি আরেকটা HDD লাগানো যায় তাহলে আর ভাল হয়, তো চলুন কিভাবে করবেন। আপনার ল্যাপটপ এ ১ টা hdd লাগানো আছে এখন কথা হল অন্য একটা কথায় লাগাবেন, প্রথমে একটা ডিভাইস কিনতে পাওয়া যায় বাজারে যেটার নাম Second HDD Caddy এটা কিনে নিতে হবে, এটা দেখতে অনেকটা ল্যাপটপ এর DVD Room এর মতো
Second HDD Caddy ব্যবহার করে যেই সুবিধা গুলো আপনি পাবেন।
এটা ব্যবহার করতে হয় DVD Room এর যায়গায় বা ওই বক্স এ আর ভাল করে বুজিয়ে দেয়ার জন্য ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি, দেখলে বুজতে পারবেন,
ভিডিও দেখুন টিউনের পাতায় https://youtu.be/_sn2By_IsLY
আপনাদের যদি কোন কিছু বলার থাকে বা জানার দরকার হয় তাহলে টিউন এর টিউমেন্ট বক্স এ টিউমেন্ট করুন অথবা আমার ফেসবুক পেজএ ইনবক্স করুন, আজ এই পর্যন্তই সবাই ভাল থাকুন, আবার আসবো নতুন কিছু নিয়ে, আল্লাহ হাফেজ।
আমি মোহাম্মাদ ইউনুছ। Support Engineer, Hardware Support Engineer, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।