শীতের আগমনে লা রিভের নতুন কালেকশন

ডেস্ক : ভোরের শিশির, রাতের কুয়াশা জানান দিচ্ছে শীতের। সাধারণ টিউনিক কিংবা জিন্স, টি-শার্ট পরে আর চলছে না। গরম কাপড় চাই এখন! তবে খুব ভারী নয়, ব্লেজার বা হুডেড টিউনিক যথেষ্ট এই সময়ে। ধীরে ধীরে শীতের প্রকোপের সঙ্গে লাগবে ভারী জ্যাকেট, সোয়েট শার্ট ইত্যাদি। আবার ফ্যাশন ইন্ডাস্ট্রির ট্রেন্ডও বদলে যাচ্ছে বছর বছর। ফ্যাশন সচেতন নারী-পুরুষ সবার জন্য শীতের আগমনে থাকছে লা রিভের নতুন কালেকশন|

লা রিভের এবারের শীতের পোশাক আয়োজনের মূল উপজীব্য ‘ভ্যানগার্ড’। আধুনিক জীবনধারায় অনুসৃত উদ্যমী তরুণ-তরুণীদের উপাখ্যান- ভ্যানগার্ড। আন্তর্জাতিক মানের ফ্যাশন ও লাইফস্টাইল প্রতিষ্ঠান হিসাবে লা রিভ শুরু থেকেই দেশীয় ঐতিহ্যের kashmiri shawl price in bangladeshসঙ্গে সমকালীন আন্তর্জাতিক চলের সংমিশ্রণে পোশাকে নান্দনিকতা ফুটিয়ে তোলে।

লা রিভের প্রধান নির্বাহী মন্নুজান নার্গিস জানান, ‘গরম কাপড় মানেই এখন আর মোটা কাপড় বোঝায় না। তা ছাড়া তরুণেরা চান, শীতের কাপড়েও যেন ফ্যাশন সেন্স ফুটে ওঠে পুরোমাত্রায়। সামগ্রিক বিবেচনায় এবারের শীতের পোশাকে আমরাও তাই লাইট উইন্টার তথা হালকা শীতের কাপড়ে ভিন্নতা নিয়ে এসেছি। পাশাপাশি ভারী শীতের জন্যও আমরা বিশেষ পোশাক রেখেছি।

এবার শীতের পোশাক সমাহারে সম্পূর্ণ নতুন ঘরানার কিছু পোশাক নিয়ে আসা হয়েছে দেশের ফ্যাশন সচেতন নারী ও পুরুষদের জন্য। নারীদের জন্য আনকোরা টার্টান এমব্রয়ডারিড ব্লেজার, টুইড জ্যাকেট, ট্রেঞ্চ কোট ও প্লেইড হুডি টিউনিক এর পাশাপাশি পুরুষদের জন্য থাকছে পোলো নেক সোয়েটার, টার্টান শার্ট, অ্যাংকল লেংথ পেন্ট ও প্রিন্স অব ওয়ালেস ব্লেজার।

শীত সমাহারে নারীদের পোশাকসমূহের মাঝে উল্লেখযোগ্য- ব্লেজার, জ্যাকেট, হুডি টিউনিক, শ্রাগ, শাল, সালোয়ার-কামিজ ও টিউনিক। পুরুষের পোশাকের মাঝে রয়েছে ব্লেজার ladies sweater in bangladesh, সোয়েটার, সোয়েট শার্ট, জগার, ফুল স্লিভ টি-শার্ট, পোলো শার্ট, চিনো ও ডেনিম প্যান্ট।

ক্লাসিক প্লেইড ও টার্টান, চেক, প্রিন্স অব ওয়ালেস, টুইড, কর্ডারি, ভেলভেট, ডেনিম, টুইল, ফ্লানেল ও স্যোয়েড ইত্যাদি ফেব্রিকসমৃদ্ধ এসব আরামদায়ক পোশাকে চিরায়ত কালো, লাল, নীল, সবুজ ও সাদার পাশাপাশি ব্যবহার করা হয়েছে অর্কিড, ফ্লাক্স, ইংকওয়েল, অ্যানটিক পিংক, রিগালিয়া ও ট্যাপেস্ট্রি ইত্যাদি রঙ। পোশাকে আভিজাত্য আনতে যোগ করা হয়েছে লেয়ারিং, কাউল নেক, বাটন প্ল্যাকেট, স্লিভ কাফ, নেক লাইন, ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যাচ ইত্যাদি। আর ফ্যাশন সচেতনদের জন্য পোশাকে নজরকাড়া নকশায় ব্যবহার করা হয়েছে হাতের কাজ, কারচুপি, এমব্রয়ডারি, থ্রিডি প্রিন্ট, ফ্লোরাল মোটিফ, প্লেইড, চিক ও পলকা ডট ইত্যাদি।

Level 0

আমি শাহেদ কবীর। Model, The Global Marketers, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am Shahed Kabir, Professional Online Marketer Living in Dhaka, Bangladesh.I started online journey from last month of 2017. Now I am working on SEO with 1+ years experience and I believe that online professional depend on chracter. Connect me on social media to know more abont me and if...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস