টেকটিউনস এর টিউন বিভাগে আর কী কী

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

প্রিয় টেকটিউনস কমিউনিটি, টেকটিউনস এর টিউন বিভাগে আরও কী কী টিউন বিভাগ থাকা উচিত বলে আপনি মনে করেন? আপনার মতামত ও পরামর্শ জানান। আপনাদের মতামত ও পরামর্শ এর উপর ভিত্তি করে টেকটিউনসের টিউন বিভাগ আপডেট করা হবে।

Level 9

আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2929 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।

মেতে উঠুন প্রযুক্তির সুরে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মেশিন লার্নিং

ডকার, স্মার্টফোন

search অপসনে কাজ করে না।

    দয়া করে বিস্তারিত স্ক্রিনসট সহ টেকটিউনস ডেস্ক এর জানান।

    টেকটিউনস বিজ্ঞান ও প্রযুক্তির Social নেটওয়ার্ক। তাই বিজ্ঞান ও প্রযুক্তি বহির্ভূত কোন টিউন বিভাগ টেকটিউনস এ যোগ করা হয় না। ধন্যবাদ আপনাকে।

টেকটিউনস-এ ইনোভেশন (INNOVATION) নামক একটা প্লাটফর্ম থাকা দরকার যাতে করে যে কেউ তার উদ্ভাবিত কার্যক্রম ও বিষয় বস্তুকে সহজে এই সেক্টরের মাধ্যমে তুলে ধরতে পারবে তাছড়া এখানে সব রকম নতুন নতুন আইডিয়া দেওয়া যাবে ইত্যাদি । আশা এটি টেকটিউনস এ পরবর্তী সংস্করণে সংযোজন করা হবে 🙂

    আপনার চমৎকার আইডিয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে এটি তো টিউন প্রকাশ এর মাধ্যমেও করা সম্ভব। আপনি আপনার আইডিয়াটা আরও বিস্তারিত জানাবেন?

সম্মানিত টেকটিউনস সব কাজের একটা স্তর আছে তবে মিক্স আকারে টিউন করলে তা হয়তো প্রথম পেইজে কিছু দিন দেখা যাবে তবে ইনোভেশন সেকশন থাকলে একজন ছাত্র/ছত্রী অথবা একজন জ্ঞানপিপাসু ব্যাক্তি সবচেয়ে বেশী আকর্ষিত হবে তখনই যখন দেখবে টেকটিউনস-এ ইনোভেশন নামক একটি বিভাগ আছে সো এখান থেকে ইজি সব রকম উদ্ভাবিত কার্যক্রম দেখতে পারবে কোন রুপ ঝামেলা ছাড়াই । আর যে ব্যাক্তি তার উদ্ভাবিত কার্যক্রম টিউন করতে চায় তিনি সহজে এই ইনোভেশন প্লাট ফর্মের মধ্যমে টিউন করতে পারবেন । বর্তমান প্রযুক্তিতে ইনোভেশন এখন রুলস মডেল হয়ে দাঁড়িয়ে আছে সারা বিশ্বে কখন আসবে নতুন আইডিয়া কখন আসবে নতুন আবিষ্কার এর ধারনা। তাই আমাদের টেকটিউস কেন অ্যাড করবে না ইনোভেশন বিভাগ ? আমি আশা করি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি । ধন্যবাদ 🙂

    অনেক ধন্যবাদ আপনার সুন্দর ও বিস্তারিত আইডিয়ার জন্য।

এন্ড্রোয়েডে ক্রম আপডেট ব্রাউজার দিয়েও টেকটিউনস সার্চ করলে web page not available দেখায়, সেটের রিয়েল ব্রাউজার দিয়ে তো কোনভাবেই টেকটিউনস এ যাওয়া যায় না,এমন কি আপডেট Opera mini তেও টেকটিউনস পেজ পুরোপুরি সাপর্ট করে না,হিজিবিজি লেখা আসে।আর টাইপ ফোন গুলার কথা তো বাদেই দিলাম,আমি এ পযর্ন্ত ১০টার বেশি ফোনে ট্রাই করছি techtunes.io তে প্রবেশ করতে পারি না,শুধু তাই না, ব্রাউজার গুলাতে ডেক্সটপ মোড করেও প্রবেশ করা যায় না।শুধু Uc Browser দিয়ে ভালভাবে কাজ করে।যতদ্রুত সম্ভব এই সমস্যা গুলা সমাধান করুন, এবং টাইপ ফোন/বার ফোন গুলা দিয়ে যেন প্রবেশ কারা যায় সেই ব্যাবস্থা করুন।আর হে টেকটিউনস এ যে মোবাইল মোড আছে এইটা করেও কোন কাজ হয় না।

    আপনার টেকটিউনস সংক্রান্ত সমস্যা, মতামত, পরামর্শের কথা টেকটিউনস ডেস্কে https://www.techtunes.io/desk জানান। টেকটিউনস ডেস্কে টেকটিউনস থেকে অফিসিয়াল সাপোর্ট দেওয়া হয়।

    টেকটিউনস ডেস্কে অবশ্যই বাংলায় লিখুন। বাংলা ছাড়া ইংরেজি বা অন্য কোন ভাষা, ইংরেজি হরফ দিয়ে বাংলা লেখা, বাংলিশ লেখা, বাংলা শব্দ বিকৃত করে লিখিত সমস্যা, মতামত, পরামর্শের সাপোর্ট টেকটিউনস ডেস্ক থেকে প্রদান করা হয় না এবং তা রিমুভ করা হয়। তাই টেকটিউনস সংক্রান্ত সমস্যা, মতামত, পরামর্শের কথা টেকটিউনস ডেস্ক https://www.techtunes.io/desk এ জানাতে ও টেকটিউনস থেকে অফিসিয়াল সাপোর্ট পেতে টেকটিউনস ডেস্কে বাংলা লিখুন।

    ধন্যবাদ।

সম্মানিত টেকটিউনস, উপরের বিষয়টি গুরুত্বের সাথে লক্ষ করুন।উপরোক্ত সমস্যার কারনে টেকটিউন্সে ভিজিটর কমে যাচ্ছে এবং, ভিজিটররা খুবই বিরক্তবোধ করছে,আশাকরি উত্তর পাবো।

    আপনার টেকটিউনস সংক্রান্ত সমস্যা, মতামত, পরামর্শের কথা টেকটিউনস ডেস্কে https://www.techtunes.io/desk জানান। টেকটিউনস ডেস্কে টেকটিউনস থেকে অফিসিয়াল সাপোর্ট দেওয়া হয়।

    টেকটিউনস ডেস্কে অবশ্যই বাংলায় লিখুন। বাংলা ছাড়া ইংরেজি বা অন্য কোন ভাষা, ইংরেজি হরফ দিয়ে বাংলা লেখা, বাংলিশ লেখা, বাংলা শব্দ বিকৃত করে লিখিত সমস্যা, মতামত, পরামর্শের সাপোর্ট টেকটিউনস ডেস্ক থেকে প্রদান করা হয় না এবং তা রিমুভ করা হয়। তাই টেকটিউনস সংক্রান্ত সমস্যা, মতামত, পরামর্শের কথা টেকটিউনস ডেস্ক https://www.techtunes.io/desk এ জানাতে ও টেকটিউনস থেকে অফিসিয়াল সাপোর্ট পেতে টেকটিউনস ডেস্কে বাংলা লিখুন।

    ধন্যবাদ।

[img id=549005]

আপনারা যারা Robot 2.0 movie টি ডাউনলোড করুন।
এমবি সাইজ 435 এমবি।
নিচে মুভির ডাউনলোড লিংক দেওয়া হল;;;
Download File

টেকটিউনস এ আছি অনেক দিন ফ্রিল্যান্সিং বিষয়ে পোস্ট করি।। কোন ধরনের পিটিসি সাইট বা ফালতু কিছু শেয়ার করি না। মানুষ কে ভালো কিছু শেখাতে চাই। কিন্তু বর্তমানে টেকটিউন্স কেমন জানি নিজেদের স্বার্থে কাজ করে। আমরা যারা পোস্ট করি তাদের কোন সুযোগ সুবিধা দেই না।। এমন কি আমি পিসি টেকে টেকটিউনস ঢুকতেও পারি না। এই সমস্যার সমাধান করুন। আমাকে ভিপিএন ব্যাবহার করে বাংলাদেশ থেকে টেকটিউনস এ ঢুকতে হয়। আর টিউন বিভাগে আর কিছু যোগ করা লাগবে না সব ঠিক আছে

ভাই টেকটিউনসে গুগল ক্রোম ব্রাউজার এবং ফায়ারফক্স থেকেই ঢুকতে পারি না কেন? শুধুমাত্র আপনাদের অ্যাপ্লিকেশন থেকে ঢুকতে পারি কেন?
একটু বিস্তারিত বলবেন কি?

    আপনার টেকটিউনস সংক্রান্ত সমস্যা, মতামত, পরামর্শের কথা টেকটিউনস ডেস্কে https://www.techtunes.io/desk জানান।

    টেকটিউনস ডেস্কে টেকটিউনস থেকে অফিসিয়াল সাপোর্ট দেওয়া হয়।

    টেকটিউনস ডেস্কে অবশ্যই বাংলায় লিখুন। বাংলা ছাড়া ইংরেজি বা অন্য কোন ভাষা, ইংরেজি হরফ দিয়ে বাংলা লেখা, বাংলিশ লেখা, বাংলা শব্দ বিকৃত করে লিখিত সমস্যা, মতামত, পরামর্শের সাপোর্ট টেকটিউনস ডেস্ক থেকে প্রদান করা হয় না এবং তা রিমুভ করা হয়। তাই টেকটিউনস সংক্রান্ত সমস্যা, মতামত, পরামর্শের কথা টেকটিউনস ডেস্ক https://www.techtunes.io/desk এ জানাতে ও টেকটিউনস থেকে অফিসিয়াল সাপোর্ট পেতে টেকটিউনস ডেস্কে বাংলা লিখুন।

    ধন্যবাদ।

টেকটিউন্সের রুলস গুলা আপডেট করা জরুরি। কারণ আগের মত আর কেউ নিয়ম মেনে টিউন করছেন না। সুতরাং আমার মনে হয় সবাইকে নিয়মের আওতাভুক্ত করা দরকার।

In two part of programming and web design…

প্রথম কথা বর্তমান থিমটা আমার মনে হয় ইউজার ফ্রেন্ডলি না এইটা ভাবা দরকার।

ভাই স্পোর্টস রিলেটেড কিছু হলে ভালো হয়।