আপনি Airdrop/ICO তে কাজ করতে চান? বিস্তারিত
অনেকেই হয়ত এ বিষয়ে জানি তাদের কে বলছি টিউনটি না পড়ার জন্য।
কিন্তু যারা অনেক অনেক ইনকাম উৎস খুঁজার পরেও কোন উপায় করতে পারছেন না তাদের জন্য আজকের টিঊন।
অনলাইন এ ভালো ইনকাম করতে চাইলে স্কিল লাগে। সেটা ডিজাইন, প্রগ্রামিং, মারকেটিং এর মত ব্যাপার যদি আপনার ইচ্ছা থাকে স্কিল নিয়ে কাজ করার তবে আপনার জন্য ও এ টিউনটি নয়।
তবে হ্যাঁ যদি স্কিল ছাড়া ইনকাম করতে চান তবে এই রাস্তা ছাড়া ভালো উপায় কোথাও পাবেন না।
আপনারা Bitcoin এর নাম সবাই সুনেছেন। আমরা অনেকেই মনেকরে থাকি Bitcoin, litecoin, Ethereum ছাড়া আর কোন ক্রিপ্টোকারেঞ্ছি নেই। আসলে ব্যাপারটা তানা প্রতিনিয়ত নতুন নতুন ক্রিপ্টোকারেঞ্ছি আসছে এবং সেগুল দ্বারাও লেনদেন করা হচ্ছে।
আর প্রতিদিন যেই কয়েনগুল আসছে সেটা এই ICO টা সম্পন্ন করেই আসতে হয়।
আর এই Ico চলাকালীন অথবা তার আগেই তাদের নতুন কয়েনটার বিভিন্ন স্থানে মার্কেটিং এর প্রয়োজন পড়ে। কেননা মার্কেটিং না করলেতো তাদের কয়েন সম্পর্কে কেউ জানবেই না।
আর এই মার্কেটিং এর প্রয়োজনেই তারা গ্রাহকের জন্য Airdrop এর ব্যাবস্থা করে থাকে। যেখানে গ্রাহক কে কিছু কয়েন ফ্রি দিয়ে থাকে।
আর আমরা এই সুযোগ টাকেই কাজে লাগিয়ে কিছু আয় করব।
তবে এর জন্যও আপনাকে কিছু যন্ত্রপাতি নিতে হবে।
যন্ত্রপাতি গুলো সব ফ্রি এ জন্য সমস্যা হয়ার কথা না (হাহা)।
সবার প্রথম যেটা লাগবে সেটা হল ওয়ালেট। যেখানে আপনার ইনকাম গুলো জমা হবে। যেসব Airdrop আসে তার শতকরা ৯৫% Ethereum বেস হয়ে থাকে যেটাকে ERC-20 বলা হয়।
আপনি একমাত্র সেই সমস্ত ওয়ালেট ব্যবহার করতে পারবেন যেগুলো ERC-20টোকেন সাপোর্ট করে। অনেক ওয়ালেট ERC-20সাপোর্ট করে যেমন Myetherwallet, Metamask (Desktop) imToken (iOS/android app), MyCrypto (PC Aplication)
আবার অনেক ওয়ালেট সাপোর্ট করে না যেমন Coinbase.অথচ সবগুলোতেই আপনি Eth এর Transaction করতে পারবেন।
তবে সবচেয়ে সহজ হল Myetherwallet.
সবাইকে এটা ব্যবহার করার জন্যই বলব।
-এরপর যেটা লাগবে সেটা হল একটা Telegram Account.আর আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্ট এ ইউজারনেম সেট করা থাকতে হবে। Telegram এর Setting এ গিয়ে করতে পারবেন। আর এমন ইউজারনেম দেবেন জেনো কখন পরিবর্তন করতে না হয় কেননা ইউজারনেম পরিবর্তন করলে অনেক Airdrop এর লিস্ট থেকে আপনি বাদ পরে যাবেন।
- একটা Twitter Account, Facebook Account, Instagram Account, Linkdin Account, Medium Account, Reddit.না থাকলে করে নিবেন (পুরাতন হলে ভালো হয়। )(Linkdin, Medium, Reddit নিয়ে ধারনা না থাকলে গ্রুপে বললে সাহায্য করা হবে। , খুবি সহজ অ্যকাউন্ট Creat করতে পারলেই বুঝবেন। )
-একটা Bitcointalk.org এর অ্যাকাউন্ট। এটা সবসময় লাগে না তবে অনেক ক্ষেত্রেই ভালো ইনকাম এর জন্য দরকার পড়ে। -এরপর যেটা লাগবে সেটা অনেকটা গুরুত্ব পূর্ণ এটা হল আপনার আইডেন্টেকটিউনসর জন্য National Idএর ফটো এবং Passport এর ফটো.আপনি ভয় পাবেন না যে আপনাকে ধরে নিয়ে যাবে আপনার সন্দেহ হয়েই থাকে তবে আপনি ফটোশপ ব্যবহার করে আপনার Documents এর তথ্য পরিবর্তন করে নিবেন। তবে খেয়াল রাখবেন ইডিটিং টা যেন ভালো হয়। আপনার আইডেন্টেকটিউনসর দরকার হবে KYC পুরনের সময়। আর যেসব কয়েনের Kyc পুরন করতে হয় সেগুল ১০০% রিয়েল হয়ে থাকে।
এইত এইগুল হলেই আপনি Airdrop এ কাজ করতে পারবেন।
-যেই কয়েন এ কাজ করবেন তাদের অফিসিয়াল গ্রুপে এড হওয়া(Telegramএ)
-যেই কয়েন এ কাজ করবেন তাদের অফিসিয়াল Facebook পেইজ এ লাইক দেয়া।
-যেই কয়েন এ কাজ করবেন তাদের অফিসিয়াল Twitter এ ফলো করা।
-যেই কয়েন এ কাজ করবেন তাদের অফিসিয়াল Medium, Reddit, Linkdin ফলো করা।
এ কাজ গুলো আপনাকে একবারই করতে হবে।
তবে কাজ করার আগে আপনাকে কাজের পরিবেশ তৈরি করতে হবে তার জন্য
আপনার Myetherwallet address, Facebook profile link, Twitter username, Telegram username, instagram username, linkdin username, reddit username, medium username, (সাইন আপ করার জন্য ও একটা হার্ড পাসওয়ার্ড (যেমন ঃ 1@#Flsjfal#$) যেটা Airdrop এ কাজ করার সময় ব্যবহার করবেন। আপনি সব Airdrop এই একই পাসওয়ার্ড ইউজ করবেন কারন অনেক Airdrop এই আপনাকে কাজ করতে হবে সব গুলর ভিন্ন পাসওয়ার্ড মনে রাখা সহজ ব্যপার না। )
এই গুলো আপনার ফোনের Noteএ একটা লিস্ট করে লিখে রাখবেন।
আর কম্পিউটার হলে Notepadএ লিখে Desktop এ লিখে রাখবেন।
এটা করার করার কারন হল যখন কোন Airdrop Form পুরন করবেন তখন এখান থেকে কপি করে নিয়ে সহজে পুরন করতে পারবেন।
কাজ যদি এতই সহজ হয় তবে অন্য সবাই করে না কেনো?
আসলে কাজ যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ না। Airdrop এ কাজ করতে হলে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে কারন আপনি কাজের সাথে আপনার মজুরি পাবেন না। এখান থেকে টাকা তুলতে হলে আপনাকে কমপক্ষে ২ মাস অপেক্ষা করতে হবে। কপাল ভালো থাকলে আপনি প্রথম মাস থেকেই তুলতে পারবেন। তবে ২ মাস পর থেকে রেগুলার এ তুলতে পারবেন এটা সিউর থাকতে পারেন। কিছু কিছু Airdrop আছে যেগুলোর জন্য ছয় মাস ও অপেক্ষা করা লাগতে পারে। আরেক টা ব্যাপার হল সব Airdrop রিয়েল হয় না শতকরা ১০% Airdrop সিউর হয়।
বিশেষ করে এক্সচেঞ্জ এর Airdrop গুলো ১০০% রিয়েল হয়ে থাকে। তবে কোন একটা Airdrop পেমেন্ট পেলে সে মাস আপনি কভার করে ফেলতে পারবে।
Airdrop পাবো কোথায়?এর জন্য আমি একটা Telegram গ্রুপ তৈরি করেছি। এই গ্রুপ এ নতুন নতুন সব Airdrop এর তথ্য পাবেন। তাছাড়া Airdrop বিষয়ে সব ধরনের সাহায্য পাবেন এইখান থেকে।
Telegram Group Link:TELEGRAMGROUP
কত টাকা ইনকাম করতে পারব?
এটা নির্ভর করে আপনি কত গুলো Airdrop এ জয়েন করেছেন এবং পেমেন্ট পেয়েছেন। তবে ৩ মাস টানা কাজ করলে আপনি প্রতি মাসে ২০০-৩০০$ নিশ্চিত ভাবে তুলতে পারবেন। আর যদি রেফার করতে পারেন আপনি আর ও বেশি ইনকাম করতে পারবেন।
ইনকাম করতে পারব তার প্রমান কি?
আমি এই Airdrop এর সাথে আছি প্রায় ৩মাস এর বেশি এবং কি কোন ধরনের রেফার করা ছাড়াই। আমার কিছু ইনকামের চিত্র নিচে দেয়া হল।
আর আমার coinbase এর ব্যাল্যান্স -
সবকিছু তো দেখলেনই এখন ভেবেচিন্তে দেখুন কাজ করবেন কিনা তাহলে আমাদের গ্রুপে জয়েন হন।
আমি মোঃ মাসুদ রানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
connect me on facebook:https://web.facebook.com/masudrana11111