প্রাণী জগতের অবাক করা ১০ টি তথ্য!

প্রাণী জগতের ১০ টি তথ্য আপনাকে অবাক করবেই.!
প্রাণীজগত আমাদের কাছে বরাবরই বিস্ময়কর। প্রায় প্রতিদিনই আমরা নতুন কিছু জানছি এ জগত সম্পর্কে। রহস্যময় এ জগত সম্পর্কে যেন জানার কোন শেষ নেই। যদিও সৃষ্টির সবচেয়ে উঁচু স্থানে রয়েছে মানুষ। এটা মূলত তাদের জ্ঞান বুদ্ধি এবং শারীরিক গঠনের কারণে। তাই চলুন আজ জেনে নেয়া যাক, প্রাণী জগতের কিছু অবাক করা তথ্য.। !

১) “ইদুর” আমাদের অতি পরিচিত একটি প্রাণী হলো ইদুর। আমরা প্রায় অনেক সময়ই আমাদের বাড়িতে এই ছোট্ট প্রাণীটিকে দেখতে পাই। এই ইদুরের প্রজনন হার অনেক বেশি, মাত্র ২টি ইদুর ১৮ মাসে ১০ লাখ
পর্যন্ত আত্মীয়-স্বজন বানিয়ে ফেলতে সক্ষম!

২) “বিড়াল” এই প্রাণীটিও আমাদের অতি পরিচিত। বিড়াল যে গোঁফ দিয়ে জায়গা মাপে জানতেন কি আগে? হ্যা গোঁফ দিয়ে বিড়াল আগে মেপে দেখে যে, এই জায়গাতে তার সংকুলান হবে কি না।
৩) “নীলতিমি” আমরা সকলেই জানি সমুদ্রের সবচেয়ে বড় প্রাণী হলো নীলতিমি। প্রাণিজগতে সবচেয়ে জোরে শব্দ করতে পারে নীলতিমি। এর শব্দের মাত্রা ১৮৮ ডেসিবেল। নীল তিমির ডাক ৮০০ কিলোমিটার দুর থেকেও শোনা যায়
৪) “আর্কটিক জেলি ফিশ” দৈত্যাকার এই আর্কটিক জেলিফিশের কর্ষিকা ১১৮ ফুট পর্যন্ত লম্বা হয়।
৫) “লোকাস্ট” এই প্রাণীটির পায়ের পেশী ঠিক একই ওজনের মানুষের পেশির তুলনায় ১ হাজার গুণ বেশি শক্তিশালী।
৬) “গণ্ডার” এই প্রাণীটিকে চিনে না এমন মানুষ খুব কম আছে। এই প্রাণীটির শরীরের বিশেষ একটি অংশের কারণে প্রাণীটি সকলের পরিচিত সেটি হল তার শিং। গণ্ডারের শিং কিন্তু হাঁড় নয়, এটা এক ধরনের জটিল গঠনের চুল বটে।
৭) “সাপ” এই প্রাণীটির সাথে আমরা বিভিন্ন শ্রেণির মানুষ কম বেশি সবাই পরিচিত। সাপ কিন্তু চোখ বন্ধ করেও দেখতে পায়। নেত্রপল্লব ব্যবহারা করে এরা দেখতে পায়!
৮) “ভেড়া” এই প্রাণীটির পাকস্থলি কয়টি? আপনি জানেন কি? ভেড়ার পাকস্থলী কিন্তু ৪টি। প্রত্যেকটি পাকস্থলী-ই খাবার হজমে সহায়তা করে!
৯) ”ডলফিন” এই সামুদ্রিক মাছটি আমাদের অতি পরিচিত। ডলফিন তিমির সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত এক ধরনের সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। পৃথিবীতে ১৭টি গ্রুপে প্রায় ৪০টি প্রজাতির ডলফিন রয়েছে।
১০) “হাঙ্গর” প্রাকৃতিক ভাবেই এক দক্ষ শিকারি এই হাঙ্গর। এর মস্তিষ্কে বিশেষ কিছু কোষ রয়েছে, যা অন্য প্রাণীদের শরীর থেকে তৈরি হওয়া ইলেকট্রিক ফিল্ড শনাক্ত করতে পারে। তাই সমুদ্রের তলদেশে বালির নিচে লুকিয়ে থাকা ছোট একটি মাছও হাঙ্গরের কাছ থেকে লুকিয়ে থাকতে পারে না।

ধন্যবাদ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

 

 

 

 

Level 0

আমি ফাতিকুল ফেরদৌস আসিফ। , Munshiganj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি "ফাতিকুল ফেরদৌস আসিফ"। আমি 20 ঘন্টা 7 মিনিট আগে বিশ্বের এই সর্ববৃহৎ বাংলা প্রযুক্তির সোসিয়াল নেটওয়ার্কের এর সাথে যুক্ত হয়েছি। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি। I am Fatiqul Ferdous Asif. I read engineers on computer science. In an...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস