নীচের ৫ টি সুবিধা যা আপনি পেতে চান একজন এইচআর ম্যানেজার হিসেবে

একজন এইচ.আর. ম্যানেজার এর জন্য, কর্মচারীদের সঠিক প্রয়োগ এবং তাদের সুযোগ সুবিধা বুঝে নিয়ম তৈরি করাটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই দায়িত্ব পালন করাটা কোনো দিক দিয়েই সহজ কাজ নয়। তাই এইচ.আর. এর কাজ সহজ করার অনেকেই উপায় খুজছেন। একজন এইচ.আর. ম্যানেজার হিসেবে নিচের ৫ টি সুবিধা আপনার কাজকে সহজ করবে।

 

১) সয়ঙ্ক্রিয় অ্যাটেনডেন্স সুবিধাঃ এটি এমনই একটি সুবিধা যা ম্যানেজারেরা  সবসময় চেয়ে থাকে। কেননা, এর দ্বারা খুব সহজেই আপনার কর্মচারীদের উপস্থিতি জানতে পারবেন। এতে করে যে কোনো প্রয়োজনে আপনি যথার্থ কর্মচারীদের কাজে নিয়োজিত করতে পারবেন।

 

২) বেতনভাতার সহজ হিসাব এবং তা প্রদান করাঃ যে সকল কোম্পানি এর কর্মচারীর সংখ্যা অনেক বেশি, সেসব কম্পানির বেতনভাতা প্রদান খুবই সময়বহুল ও জটিল ব্যপার। এজন্য ম্যানেজারেরা সহজ উপায়ে বেতন হিসাব ও প্রদানের খোঁজ করে, যা তাদের কাজকে অনেকাংশে সহজ করে দেয়ার যোগ্যতা রাখে।

 

৩) কাজ প্রদানঃ কর্মচারীদের সহজে কাজ প্রদান করার জন্য একটি সহজ মাধ্যম। কর্মচারীদেরকে যাতে সূক্ষ্মভাবে কাজ বুঝিয়ে প্রদান করা যায়ে, এটা সকল এইচ.আর. ম্যানেজারেরাই চায়। কেননা, কাজ বোঝাতে সূক্ষ্ম ভুল এর পরিনতি অনেক সময়ের অপচয় ঘটাতে পারে।

 

৪) কাজ তদারকিঃ কর্মচারীদের কাজ যথার্থ উপায়ে যখন খুশী তদারকি করার সুযোগ। কাজে যথার্থ মনিটরিং এর সুযোগ না থাকলে কর্মচারীদের কর্মদক্ষতা কমে যেতে পারে। আবার, দেখা যায় পর্যাপ্ত পরিমানের তদারকি না থাকলে কাজে ভুল দেখা দিতে পারে। সেজন্য ম্যানেজারেরা তদারকি করার সহজ সমাধান খুঁজে থাকে।

 

৫) প্রোগ্রেস রিপোর্টঃ কর্মচারীদের কাজের রিপোর্ট। যদিও আজকার ই-মেল এর মাধ্যমে কর্মচারীরা তাদের কাজের রিপোর্ট দিয়ে থাকে, এরপরেও ই-মেল এর মাধ্যমে রিপোর্টে বিস্তারিত লিখা যায়না। এজন্য ম্যানেজারেরা এমন উপায় খুঁজে থাকে, যা দ্বারা তারা বিস্তারিত কাজের রিপোর্ট পেতে পারে।

 

একজন এইচ.আর. ম্যানেজার যে উপরের সুবিধাগুলো চায়, এ ব্যপারে কোনো প্রশ্ন নেই। প্রশ্ন হল, এই সুবিধা গুলো তারা পাবে কোথা থেকে তা নিয়ে। যারা এতদিন এসব সুবিধার জন্য অপেক্ষা করেছেন, তাদের জন্য সুখবর। কেননা, রূপকার নিয়ে এলো এইচ.আর. সফটওয়্যার। এই এইচ.আর. সফটওয়্যার ব্যবহার করে আপনি সহজেই এই সুবিধাগুলো পেতে পারেন। এতে করে আপনার ব্যবসার কাজ একদিক থেকে কমে যাবে, আবার অন্যদিকে এইচ.আর. সংক্রান্ত কাজগুলো সহজে করতে পারবেন।

 

এই সম্পর্কে আরও জানতে আমাদের সাথেই থাকুন। আমরা বাংলাদেশের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ওয়েবসাইট ও সফটওয়্যার কোম্পানি। তাই আমাদের কথাগুলো বাস্তবতা সম্পূর্ণ। আরও জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুনঃ https://www.roopokar.com/

আমাদের আরও বিষয় সম্পর্কে জানতে ভিজিট করুনঃ

ওয়েবসাইট ডিজাইন। সফটওয়্যার ডেভেলপমেন্ট। ই আর পি সিস্টেম। এইচ আর সফটওয়্যার। মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট। এস ই ও। সকল সফটওয়্যার

Level 0

আমি রূপকার বাংলাদেশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস