মনে করুন একটি গার্মেন্টস এর কথা। দুপুর ও সন্ধ্যায় গার্মেন্টস এর বিরতিতে রাস্তায় চলা মুশকিল হয়ে যায় গার্মেন্টস এর শ্রমিকদের চলাচলে। এতো এতো শ্রমিকদের বেতনের হিসাব তাহলে কতটা জটিল, একবার চিন্তা করুন। এরপরেও আপনার মনে হতে পারে মাসিক বেতনের হিসাব আর তেমন কি! হ্যাঁ। সবার যদি একই রকম বেতন হতো তাহলে হয়তো সেরকম কষ্ট হতো না। কিন্তু একেক করমচারির বেতন এ বিভিন্নতা তো আছেই, তার ওপরে বেতনের হিসাবে আরও কিছু জটিলতাও আছে।
একজন কর্মচারী যদি বোনাস পায়, সেক্ষেত্রে কর্মচারীর বেতন হিসাব করা একটা আলাদা বিষয়। হতে পারে কর্মচারীর অনুপস্থিতির কারনে বেতন কর্তনের হিসাব। আরও আসতে পারে ওভারটাইম এর হিসাব। বেতনভাতা বাড়ানোর সময় হিসাবের জটিলতা তো আরও বেড়ে যায়। এ সবই খুব সহজে করা যেত যদি না কর্মচারীর সংখ্যা এতো না থাকতো।
এরকম পরিস্থিতিতে এক যুগান্তকারী পদক্ষেপ কর্মচারীরা নিয়ে থাকে। তা হলো, এইচআর সফটওয়্যার। কেননা এই সফটওয়্যার এর মাধ্যমে কম্পানির ম্যানেজাররা তাদের সকল করমচারিদের বেতন হিসাব করে তা প্রদান করতে পারবে। এইচআর সফটওয়্যার ব্যবহার করে সঠিক ও নির্ভুলভাবে বেতন প্রদান সম্ভব। এতে একদিক এ কম্পানির কর্মচারীরা সঠিক বেতন পায়। আবার অন্যদিকে ম্যানেজারেরাও সঠিকভাবে জটিল কাজ শেষ করতে পারে।
আপনি যদি এমন সফটওয়্যার খুঁজে থাকেন আপনার ব্যবসা বা প্রতিষ্ঠান এর জন্য তবে আপনাদের জন্য আমরা রেখেছি এইচআর সফটওয়্যার। আমরা দীর্ঘ ১০ বছর ধরে আইটি সেক্টর এ কাজ করে আসছি। আমরা আমাদের সার্ভিস আপনার প্রয়োজনমতো করে থাকি এবং আপনাদেরকে সর্বচ্চো সুবিধা দিয়ে থাকি। আপনার প্রয়োজনে রুপকার রয়েছে।
এই সম্পর্কে আরও জানতে আমাদের সাথেই থাকুন। আমরা বাংলাদেশের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ওয়েবসাইট ও সফটওয়্যার কোম্পানি। তাই আমাদের কথাগুলো বাস্তবতা সম্পূর্ণ। আরও জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুনঃ https://www.roopokar.com/
আমাদের আরও বিষয় সম্পর্কে জানতে ভিজিট করুনঃ
ওয়েবসাইট ডিজাইন। সফটওয়্যার ডেভেলপমেন্ট। ই আর পি সিস্টেম। এইচ আর সফটওয়্যার। মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট। এস ই ও। সকল সফটওয়্যার
আমি রূপকার বাংলাদেশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউন থাম্বনেইল যোগ না করায় আপনার টিউন র্যাংক করছে না।