Disk Error Checking :
কম্পিউটার এর Hard Disk এ অনেক সময় Bad Sector তৈরি হয় যা সম্পূর্ণ System কে ধীর করে ফেলে, আবার অনেক সময় ফাইল Save করতেও সমস্যা হয়. Disk Error Checking এর সাহায্যে এটা সমাধান করা যায়.এটা খুবই প্রয়োজনীয় এবং সপ্তাহে অন্তত একবার করা উচিত.
১// প্রথমে সকল Program বন্ধ করে Start বাটন থেকে Computer / My Computer এ ক্লিক করুন.
২// যে Disk এর Error Fixed করতে চান সেটায় Mouse এর Right বাটন ক্লিক করে Properties চাপুন.
৩// একটি Dialogue Box আসবে, সেখান থেকে Tools এ ক্লিক করে Check Now চাপুন.
৪// দুটি Option আসবে, একমাত্র Scan For and attempt recovery of bad sectors এ টিক দিয়ে Startচাপুন. এখানে এখানে Disk Size অনুযায়ী একটু সময় লাগতে পারে.নিচের ছবিটি দেখুন.
৫// কম্পিউটার Scanning করে ফলাফল দেখাবে.
যদি Bad Sector পাওয়া যায় তাহলে Fix বাটন চাপুন অন্যথায় Program টি Close করুন.
আমি পিন্টু বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।