‘Action is the foundational key to all success’ – Pablo Picasso
সব সাফল্যের মৌলিক চাবিকাঠি হচ্ছে কর্ম- পাবলো পিকাসো
হাতে অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকলেও গড়িমসি করে সময় চলে যাচ্ছে, কাজের কাজ কিছুই হচ্ছে না। এ ব্যাপারটাকেই কাজে দীর্ঘসূত্রিতা বা গড়িমসি করা বলে। কাজে গড়িমসি করার ঘটনাটা বিচ্ছিন্ন কিছু নয়। কমবেশি আমাদের সবার মাঝেই তা দেখা যায়।
কারও কারও ক্ষেত্রে ব্যাপারটা এমন জায়গায় গিয়ে ঠেকে যে তাদের দ্বারা গুরুত্বপূর্ণ কিছুই করা হয়ে ওঠে না। ব্যর্থতার চক্রে ঘুরতে থাকে। একপর্যায়ে জীবনের সব আশা ছেড়ে দিয়ে কোনোমতে বেঁচে থাকার উপায় খুঁজতে থাকে। যে জীবনে থাকে না আনন্দ, প্রাপ্তি, সম্মান।
কাজ ফেলে রাখা, গড়িমসি করা সাঙ্ঘাতিক খারাপ একটা মানসিক ভাইরাস। যত তাড়াতাড়ি সম্ভব এই ভাইরাস শনাক্ত করে ডিলিট করতে হবে। আজ আমরা সেই লক্ষ্য নিয়েই এগোব।
কাজ ফেলে রাখার এই ভাইরাসটা আমার মধ্যে মারাত্মকভাবে ছিল। এর পেছনে একটা যুক্তি কাজ করতো। কী দরকার এখন করার? যে কাজ আছে, এক রাতের ব্যাপার। অযথা আগে থেকে টাইম নষ্ট করার কোনো মানে আছে?
হ্যাঁ, অনেক সময়। হয়তো আমি কাজটা একবারেই করে ফেলতে পারতাম, সমস্যাও হতো না। তবে কিছু কিছু ক্ষেত্রে ভয়ানক বিপদের মুখোমুখি হতে হয়েছে। হয়তো অ্যাসাইনমেন্টটা ঠিকই করেছি, কিন্তু শিক্ষকের নামের বানান ভুল করেছি! শেষ রাতে পড়ব বলে ঠিক করে রেখেছি, টেবিলে গিয়ে দেখি আমার যে বইটা দরকার, সেটা এক বন্ধুর কাছে। যেহেতু আগে থেকে দেখিনি, তাই আনতেও পারিনি।
More Details - https://youtu.be/v6qhP7Ep6WA
আমি আজিজুল হাকিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 8 টিউনারকে ফলো করি।