হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লার রহমতে ভাল আছেন। অনেক দিন পর আপনাদের মাঝে হাজির হলাম ভিন্ন একটা টিপস নিয়া। তো কিভাবে আপনাকে অ্যান্ড্রয়েড অ্যাপস বানাবেন এবং সেই অ্যাপস দিয়া মাসে হাজার হাজার টাকা আয় করবেন। আমি আজ আপনাদের তা দেখাবো। বর্তমানে অনেকে অ্যাপস বানিয়ে তা প্লেস্টোরে আপলোড করে হাজার হাজার টাকা আয় করে।
যদি আপনি অ্যান্ড্রয়েড অ্যাপস বানাতে চান তাহলে টিপ্সটি ফলো করবেন। আপনারা অনেকে হয়তো বিভিন্ন থার্ড পার্টি ওয়েব সাইটের মাধ্যমে অ্যাপস বানিয়ে নেন কিন্তু যদি থার্ড পার্টি কোন ওয়েব সাইট দিয়া অ্যাপস বানান তাহলে সেই অ্যাপস কেউ ব্যবহার করলে এড ১০০% শো করবে না। আমি দেখাবো কিভাবে আপনারা Android Studio দিয়া অ্যাপস বানাবেন। যদি Android Studio অ্যাপস বানান তাহলে অ্যাপসে কিন্তু ১০০% এড শো করবে।
আমি আপনাদের দেখাবো কিভাবে ওয়েব ভিউ টাইপের অ্যাপস বানাবেন। ওয়েব ভিউ টাইপের অ্যাপস বানানোর জন্য আপনাদেরকে তেমন কোডিং জানা লাগবে না। তো ওয়েব ভিউ টাইপের অ্যাপস বানিয়ে অনেকে প্লেস্টোর থেকে হাজার হাজার টাকা মাসে ইনকাম করে। তো কিভাবে একটা প্রজেক্ট ফাইল ওপেন করে অ্যাপস বানাবেন তা আমি দেখাবো। আপনারা প্রজেক্ট ফাইলটি আমার ভিডিওর নিচে পেয়ে যাবেন।
আমি যত ভালভাবে লিখিনা কেন আপনারা Android Studo এর কাজ বুঝতে হলে অবশ্যই ভিডিও দেখতে হবে তো আমি আপনাদের বুঝার সুবিধার জন্য ভিডিও টিউটোরিয়াল করে দিলাম।
আমি রায়হান রাজু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।