পত্রিকা খুললেই চোখে পড়ে ঝকঝকে হাসিমুখ, সাফল্যের কীর্তিমাখা একেকটা ছবি, একেকটা গল্প। পৃথিবী এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। প্রতিযোগিতার জায়গাটা দিনদিন হয়ে উঠছে তীব্রতর। তুমি যখন এই লেখাটা পড়ছো ঠিক এই মুহূর্তেই পৃথিবীর কোন না কোন প্রান্তে কেউ এগিয়ে যাচ্ছে নিরলস প্রচেষ্টায়, অর্জিত হচ্ছে অবিস্মরণীয় সাফল্য।
একবিংশ শতাব্দীর এই তুমুল প্রতিযোগিতার যুগে প্রতি মুহূর্তে উত্থান পতনের অজস্র গল্প ঘটে চলেছে আমাদের চারপাশে। অনেক সম্ভাবনার প্রতিশ্রুতি জাগিয়েও হারিয়ে গেছে অনেকে, জীবনের গতিময়তার সাথে তাল মিলাতে না পেরে ছিটকে পড়ছে পথ থেকে। কিন্তু মুদ্রার উল্টো পিঠের মানুষের সংখ্যাও কম নয়। পরিবর্তন আর প্রতিযোগিতার চ্যালেঞ্জ তাদের ভয়ের বদলে অনুপ্রেরণা যোগায়, সাফল্যের হাতছানি তাদের আরো উদ্যমী করে তোলে।
তাদের কাজের ক্ষেত্রগুলো ভিন্ন, পথচলার গল্পটাও হরেক রকম, কারো সাথে কারোটা মেলে না। কিন্তু একটা জায়গায় মানুষগুলো এক কাতারে- তারা সবাই সফল, এবং তাদের সবার ব্যক্তিত্বে পাঁচটি অনন্য মানসিক দক্ষতা পরিলক্ষিত।
চলো, দেখে নেওয়া যাক সেই দ্যুতিময় গুণাবলীগুলো যা তাদের বাদবাকি সবার থেকে আলাদা করে তুলেছে।
আমি আজিজুল হাকিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 8 টিউনারকে ফলো করি।