“রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?
দীঘল রাতের শ্রান্তসফর শেষে
কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে?
এ কী ঘন-সিয়া জিন্দেগানীর বা’ব
তোলে মর্সিয়া ব্যথিত দিলের তুফান-শ্রান্ত খা’ব
অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয়ভেরী।
তুমি মাস্তুলে, আমি দাঁড় টানি ভুলে;
সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি। ”
– কবি ফররুখ আহমেদ
যেকোনো দলগত কাজ সুসংগঠিতভাবে সম্পন্ন করার জন্য যে একজন যোগ্য নেতার প্রয়োজনীয়তা অনস্বীকার্য তা আমরা কবি ফররুখ আহমেদের “পাঞ্জেরী” কবিতায় দেখতে পাই!
নেতৃত্বের চর্চা ছাত্রজীবন থেকে শুরু করলে তা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে তোমাকে একধাপ এগিয়ে নিয়ে যাবে। তবে কাজটি দেখতে যতটা কঠিন মনে হয়, আসলে কিন্তু ঠিক ততটাই সহজ!
কেউ জন্ম থেকে এসব গুণাবলি নিয়ে পৃথিবীতে আসেনা, সবই চেষ্টা এবং চর্চার ফসল। চলো দেখে নেই এমন কিছু গুণ যা চর্চার মধ্য দিয়ে তুমি একজন সফল নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে
More Details - https://youtu.be/GpduZ_LvOIc
আমি আজিজুল হাকিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 8 টিউনারকে ফলো করি।