ইংরাজিতে অনর্গল কথা বলতে গেলে প্রশ্ন শেখা খুবই জরুরী। অনেকেই জানেন না কিভাবে প্রশ্ন করতে হয় কিংবা ইংরাজিতে প্রশ্ন করতে ভয় করেন। তাই আমি মাত্র ১৫০ টি প্রশ্ন দিলাম, যেগুলি মোটামুটি আপনি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকেন। এই বাক্য গুলি শিখতে পারলে আপনি সহজেই অনেক প্রশ্ন করতে পারবেন।
একটা conversation তখন ই দীর্ঘ হয় যখন একে অপরকে প্রশ্ন করা হয়। প্রশ্ন করতে না জানলে আপনার conversation সহজেই শেষ হয়ে যাবে। তাই এই প্রশ্নগুলি মন দিয়ে শিখুন আশা করি আপনার উপকার হবে।
আমি এখানে প্রশ্নগুলি দিয়ে দিলাম দেখুন তো আপনি কতগুলি করতে পারেন- ইংরাজিটি আমার দেওয়া ভিডিওটিতে আছে।
তুমি কি তোমার গ্রামে গিয়েছিলে?
ট্রেনটা কি চলে গেছে?
তুমি আগে কখনো দিল্লী গেছ কি?
তুমি খেয়েছো কি?
কেমন চলছে আপনার?
কেমন চলছে?
তুমি কিভাবে জান?
কেমন যাচ্ছে আপনার?
সব কেমন চলছে?
মেয়েটি কেমন আছে?
কত?
তুমি কতটা চাও?
এটার দাম কত?
কেমন যাচ্ছে সব?
আমি বিশ্বাস করি সব ঠিকঠাক আছে।
তোমাকে সাহায্য করতে পারলে খুবই খুশি হবো।
যদি সম্ভব হয় তাহলে আমি কি একটা উপকারের জন্য বলতে পারি?
আর অন্য কেউ আসছে?
সব ঠিক আছেতো?
বাইরে কি ঠান্ডা?
জায়গাটি কি এখান থেকে অনেক দুরে?
এটা কি গরম?
বৃষ্টি হচ্ছে কি?
এর চেয়ে সস্তা কিছু আছে?
আজকে কি ১২ তারিখ নাকি ১৩ তারিখ?
তোমার কি ভাই এখানে আছে?
আমি কি আপনার নামটা জানতে পারি দয়া করে?
আমি কি দয়া করে জনের সাথে কথা বলতে পারি?
আমি কি আপনার অর্ডারটা (খাবারের) নিতে পারি?
আমি কি তোমার মোবাইলটা ব্যবহার করতে পারি?
বাতিটি কি নিভিয়ে দেব?
আমি কি অপেক্ষা করবো?
ছোটটি না বড়টি?
ওখানে কোন সমস্যা হয়েছে?
গত রাতে আপনি কি লাইব্রেরিতে ছিলেন?
তুমি কি করছো?
আপনি কি খুঁজছেন?
তুমি কী ভাবছো?
তোমরা দুজন কী বলছো?
পয়লা মে কি বার?
আজকে কি বার?
গত রাতে তুমি কী করেছো?
গতকাল তুমি কী করেছিলে?
তুমি কী ভেবেছিলে?
তারা কোন বিষয়ে পড়ে?
তোমার কি আছে?
তোমার কি মনে হয়?
কি হয়েছে?
তোমার হাতে ওটা কি?
এবার আপনি মিলিয়ে দেখুন আমার ভিডিওটির সাথে। তাহলেই বুঝে যাবেন আপানার কতগুলো ঠিক হয়েছে।
আমি তোতনা মাজি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।