অডিও, ভিডিও, ওয়েব পেজ অনলাইনে কনভার্ট করে ডাওনলোড করুন

কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন। সরাসরি কাজের কথায় আসা যাক,

ফোটো রিসাইজ, অডিও কনভার্ট, ভিডিও কনভার্ট, পিডিএফ টু টেক্সট, ওয়েব টু ফোটো কনভার্ট করা যাবে।

আজ আমি দেখাব কিভাবে কোন ফাইল বা ওয়েব পেজ ডাওনলোড না করে অনলাইনে তা কনভার্ট করে  ডাউনলোড করবেন।

https://youtu.be/LcbG5bI_EM0

১। প্রথমে আপনার ইচ্ছা অনুযায়ি একটি ওয়েব সাইটে চলে যান। আমি বাংলাদেশ রেলওয়ের সাইটে চলে গেলাম।

২। নতুন একটি টেব খুলে URL বক্সে Convertio.co  টাইপ করে ইন্টার চাপুন। একটি পেজ পাবেন। পেজটির মাঝ বরাবর Select Files To Convert  এই লেখার নিচে লাল রঙের বক্স দেখতে পাবেন।

  1. Select Files “From Computer” এ ক্লিক করলে আপনার কম্পিউটারে থাকা ফাইল আপলোড করে কনভার্ট করতে পারবেন।
  2. “Drop Box” অথবা “Drive Icon” এ ক্লিক করলে Drop Box  অথবা Drive এ থাকা ফাইল গুলো কনভার্ট করতে পারবেন।
  3. “Link icon” (Chain Icon) এখানে যে কোন অডিও, ভিডিও, ফটো ডাওনলোড না করে শুধু মাত্র ফাইলের ডিরেক্ট লিঙ্ক ব্যবহার করে এম্বি কমিয়ে ডাওনলোড করতে পারবেন।

৩। Link Icon এ ক্লিক করুন। একটি খালি বক্স পাবেন।

৪। এইবার আপনার কাংক্ষিত পেজটির অথবা অডিও, ভিডিও, ফটোর ডাইরেক্ট লিঙ্ক কপি করে convertio.co এর খালি বক্স এ পেস্ট করুন।

৫। প্রসেসিং শেষে “To”  তে ক্লিক করে কি ধরনের ফরমেট চান তা নির্বাচন করুন।

৬। সর্বশেষে Convert  এ ক্লিক করুন।

৭। কনভার্ট শেষে সবুজ রঙের ডাউনলোড বক্স পাবেন। Download  এ ক্লিক করে ডাওনলোড করে নিন আপনার কনভার্টেড ফাইল।

বিঃদ্রঃ ফাইল লিমিট ১০০ এম্বি আর দ্রুত কাজ করে। ধন্যবাদ।

Level 0

আমি রবিউল্লাহ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস