আপনারা যারা মোটর সাইকেল কিনতে আগ্রহী বা কিরতে চাচ্ছেন তাদের জন্য আমা এই পোষ্টটি। শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পোষ্টটি পড়ে ভালো ভাবে মোটর সাইকেল সম্পর্কে জেণে নিন। মোটর সাইকেল কেনার আগে আপনাকে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ বিষয় খুব ভালভাবে জানতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিসয় হল আপনার শরীরের আকার বা সাইজ মানে আপনি লম্বা না খাটো। মোটর সাইকেলটি যখন সোজাভাবে থাকে তখন এর উপরে বসে আপনি আপনার দুই পায়ের পাতা সমান ভাবে মাটিতে রাখতে পারেন কিনা তা খেয়াল করুন। যদি আপনি সমানভাবে পা মাটিতে রাখতে না পারেন তার মানে হল মোটর বাইকটি আপনার জন্য একটু বেশী উঁচু। এই সকল মোটর সাইকেল আপনি কিনবেন না আপনার শরীরের চেয়ে বড় মোটর সাইকেল কিনলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আর আপনি যদি হন নুতন চালক তবে প্রথমেই আপনি খুব হাইপারফরমেন্স মোটর সাইকেল কিনবেন না।
মোটর সাইকেল চালানোর সময় আপনার লাগবে হেলমেট, জ্যাকেট, বুট, রেইন স্যুট, আর যদি আপনি চোখে গ্লাস ব্যবহার করেন তবে অবশ্যই চোখের গ্লাস। ট্র্যান্সপোরটেসান আইন আর সেফটি স্ট্যান্ডার্ড এর জন্যই হেলমেট প্রয়োজন। ব্যবহৃত মোটর সাইকেল কেনার জন্য কিছু দিকনির্দেশনা আপনি যার কাছ থেকেই ববহৃত মোটর সাইকেল কেনেন না কেন হোক সে ডিলার বা কোন বাক্তি, সেকেন্ডহ্যান্ড বাইকে কেনার সময় বাইকের অবস্থার সাথে অডোমিটার ভালোভাবে তুলনা করে দেখবেন। এছাড়া আরও যা কিছু আপনাকে ভালোভাবে দেখতে হবে তা হলঃ
১। মোটর সাইকেল বডিতে বা ট্যাঙ্ক এবং ফেনডার এ ময়লা বা স্কারচ আসে কিনা থাকলে কি পরিমান তা দেখে নিন। ফুটপেগ টা ভালোভাবে দেখবেন। ফুটপেগ এর উপরে খুব বেশী পুরনো হলে জানবেন যে মোটর সাইকেলটি অনেক বেশী চালানো হয়েছে। আর এর নিচের দিকে খুব পুরনো হয় তার মানে এটির চালক এটিকে খুব বেশি কোন চাপা জায়গায় রাখতেন।
২। মোটর সাইকেল কেনার আগে মোটর সাইকেলটি মার্কেট এ ভালোভাবে খোঁজাখুঁজি করে দেখুন যে ব্যবহৃত মোটর সাইকেলটির সকল পার্টস বাজারে পাওয়া যাই কিনা। মোটর সাইকেলটির ফুটপেগ, মিরর, হ্যান্ডেলবার, ব্রেক, ক্লাচ লিভার সব কিছু ভাল করে দেখে নিন.বিস্তারিত এখানে
আমি নাইম হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।