আপনার ওয়েব সাইটে কেন ‍গুগল সাইট ম্যাপে কেন অ্যাড করবেন?

আপনার ওয়েব সাইটে কেনগুগল সাইট ম্যাপে কেন অ্যাড করবেন?


আশাকরি আপনারা সবাই ভালো আছেন। টেকটিউনস এ এইটা আমার প্রথম টিউন। টিউনের মধ্যে কোন ভূলত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিকে দেখবেন। আপনারা যারা ওয়েব সাইটে Google Sitemap অ্যাড করবেন কি না চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আমার এই টিউন টি করা।

Google Sitemap কি?

আমরা সকলেই জানি যে Map মানে মানচিত্র। একজন মানুষ যদি হারিয়ে যায় বা কোন রাস্তা যদি চিনতে না পারে তাহলে সে মানচিত্র দেখে সমস্থ কিছু বুঝতে পারে যে সে কোথায় আছে। অথবা মনে করেন আপনি ঢাকা শহরে একটি কোম্পানিতে নতুন চাকরি পেয়েছেন কেউ আপনাকে জিজ্ঞেস করলো  আপনার অফিস কত দুরে এবং কোন দিক দেয়ে যেতে হয়? আপনার যদি অফিস যাবার  উত্তরটি জানেন তাহলে আপনি খুবি সহজেই বলে দিতে পারবেন আপনার অফিস কত ধূর বা কোন দিকে। আর যদি আপনি সঠিক ভাবে না জানা থাকে তাহলে আপনি উত্তর দিতে পারবেন না।

কিন্তু ঐ সময় যদি আপনার হাতে একটি ম্যাপ বা মানচিত্র থাকে তাহলে আপনি সেই ম্যাপ বা মানচিত্র দেখে সহজেই বলে দিতে পারবেন যে কোন দিক দিয়ে গেলে আপানার অফিস এ যাওয়া যাবে তা বলে দিতে পারবেন।

বর্তমানে Google এ অনেক ওয়েব সাইট রয়েছে যার মধ্যে আপনার ওয়েব সাইট হয়তো খুঁজে পেতে অনেক সময় লাগবে। কিন্তু Google Sitemap আপনার ওয়েব সাইটে যদি থাকে তাহলে কম সময়ে আপনার ওয়েব সাইট খুঁজে পাবেন
ঠিক এই জন্যই গুগল আপনার কাছে আপনার ওয়েব সাইটের সাইট ম্যাপ (Sitemape) দিয়ে থাকে  যাতে করে আপনার ভিজিটরদের সকল তথ্য দিতে পারে, যাতে করে আপানর ভিজিটররা সুন্দর ভাবে আপনার সাইটে কোনো কিছু খুঁজার জন্য সহজে ওয়েব সাইটে আসতে পারে। এবং তাদের কাছে আপনার পুরো সাইটের প্রমান থাকে যে আপনার ওয়েব সাইটে কি কি আছে।
আপনার ওয়েব সাইটে  ‍গুগল সাইট ম্যাপ (Sitemap) লাগাতে চাইলে প্রথমে এই লিংক এ ক্লিক করুন Google Webmaster Tools  তারপর আপনার ব্লগ এর Email এবং Password দিয়ে লগ ইন করে আপানার ওয়েব সাইটের লিংক দিয়ে সাবমিট করুন।

উপরের লেখাগুলো পড়ে যদি বুঝতে না পারেন তাহলে আপনি এখানে ক্লিক করে গুগল সাইট ম্যাপ সম্পর্কে ভালোভাবে জেনে নিন। আশা করি এই পোষ্টটি আপনারা অনেক উপকারে আসবে। এছারা আপনি যদি wordpress দিয়ে ওয়েব সাইট করে থাকেন তাহলে Plugin থেকে Add New তে ক্লিক করে Google Sitemap লিখে সার্চ করুন এবং Install করে Active করুন। এর পর যদি কোন সমস্যা হয় তাহলে টিউমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন পরের টিউনের আমন্ত্রন জানিয়ে এখানে বিদায় নিচ্ছি।

Level 1

আমি নাইম হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস