প্রতারণার মুখোশ উন্মোচন :: এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্ট পরিবর্তন করার গল্প

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

পড়াশোনাতে আমরা যতোটাই না অমনোযোগী হই পরীক্ষার রেজাল্টে আমরা ঠিক ততোটাই সেন্সটিভ হয়ে যাই কেননা একটা সার্টিফিকেট মানেই সারাজীবনের ক্যারিয়ারের প্রশ্ন?!
কিন্তু এই সেন্সিটিভিটির সুযোগে একদল প্রতারক রেজাল্টে A+ পাইয়িয়ে দেওয়া কিংবা পাশ করিয়ে দেবার কথা মিথ্যা আশ্বাসে হাজার হাজার টাকা কামিয়ে নিচ্ছে।
মূলত এই চক্রটিই প্রশ্ন ফাস করার মিথ্যা গুজবে টাকা ইনকাম কারার পিছেও সক্রিয় থাকে এবং রেজাল্ট প্রতারণার আশ্বাস মূলত তাদের নতুন একটি প্রতারনার ফাঁদ মাত্র।

আশাকরি:
সবার আগে নিচের স্ক্রিনশট দেখুন→

এবার ঐ একই রেজাল্টের আরেকটা স্ক্রিনশট দেখুন→

রেজাল্ট হ্যাক করা কত্তো সহজ মনে হচ্ছে? আসলে এটা হলো ওয়েব পেইজ এডিটিং করার একটা সহজ উপায় যা করা হয় জাভাস্ক্রিপ্ট কোডের দ্বারা; এই কোড দিয়ে কেবলমাত্র শিক্ষাবোর্ড ওয়েবসাইটের ওয়েব পেইজ নয় বরং সকল প্রকার ওয়েবপেইজ'ই এডিট করা চলে। কিন্তু "ওয়েব পেইজ এডিট" আর "হ্যাক" এক কথা নয়।
কোডটি নিম্নরূপ→javascript:document.body.contentEditable='true'; document.designMode='on';void 0
মূলত প্রতারকেরা আপনাকে এমনই এডিটেড ওয়েব পেইজের একটি স্ক্রিনশট পাঠিয়ে দিবে যেন তা আপনার বিশ্বাসযোগ্য হয় এবং প্রতারক যখন আপনার বিশ্বাস জিতে নেয় তখন টাকা দাবী করে। মূলত এই পরিমানটা নির্ভর করে বার্গেডিং এর ওপর যা ৫০০-২০০০ পর্যন্তও উঠে!
আসুন এমনি আরেকটা ফ্রডের লাইভ ভিডিও দেখে নিই→


মূলত টেকটিউনসে বেশ কিছুদিন আগে হতে এমনই এক/একাধিক প্রতারক চক্র উঠে পড়ে লাগে রেজাল্ট হ্যাক করার প্রতরণার বিজ্ঞাপণ দিতে। তারা একাধিক টিউনার আইডি হতে এমন প্রচারনা চালায়(যারপরনাই টেকটিউনসসি তাদের এমন স্পমিং এবং স্কামিং টিউন রিমুভ করে) তন্মধ্যে IP এনালাইসিস এবং কথার স্টাইল তথা বিহ্যাবিউয়ার বিবেচনাতে অন্তত ২ টা প্রতারক শনাক্ত এবং চিহ্নিত হয় যথাক্রমে (১) Mak Noman (২) ঈশতিয়াক রুদ্র।

প্রতারক পোস্টমর্টেম:
(১) Mak Noman এই ভদ্র লোক জৈনক ফেসবুকের Mak নামটুকু চুরি করে এবং কপি পেস্ট করে টেকটিউনসসিতে সর্বপ্রথম শপিফাইয়ের প্রচারনা চালিয়ে প্রতারণার সূত্র ঘটানা। তিনি মাসে ১০০০+ ডলার অর্থাৎ বাংলাদেশি টাকাতে (১ ডলার =৮৩ টাকা বিবেচনাতে) ৮৩০০০+ টাকা ইনকাম করার আশ্বাস দিয়ে টিউন করে;এটা যে কতোটা ফ্রড এবং ননসেন্স চিন্তা সেটা একবার কমনসেন্স খাটিয়ে চিন্তা করুন।
টিউন লিংক → https://www.techtunes.io/outsourcing/tune-id/577343
একইসাথে তিনি এরপর রেজাল্ট হ্যাক করারও টিউন করে প্রতারনা চালান এবং কারো নিকট অর্থ গ্রহণ শেষে তাকে ব্লক দিয়ে দেয় কিংবা কন্টাক্ট বিচ্ছিন্ন করে। Mak Noman কুমিল্লার বাসিন্দা এবং তাকে ফেসবুকেও পাওয়া যেতো। তার কন্টাক্ট ইমেইল এড্রেস ছিলো [email protected] এবং তার মোবাইল নাম্বার হলো 01871348483 এবং তাকে ফেসবুকে পাওয়া যেত মেসেঞ্জারে→m.me/hasnat.mahmud24 
(২) Isatik Rudro→ এই ভদ্র ফ্রড টেকটিউনসসিতে একেক সময় একেক টিউনার আইডি হতে প্রতারণা চালায় এবং শুধু রেজাল্ট নয় বরং তিনি বিটকয়েন, আউটসোর্সিং এবং অন্যান্য স্কামের সাথে জড়িত।
এই ভদ্র লোকের কেবলমাত্র জিমেইলের মাধ্যমে কন্টাক্ট করতো তার একাধিক জিমেইল এড্রেসের মধ্য অন্যতম হলো→
[email protected]
[email protected]
শুধু টেকটিউনসসি নয় বরং তিনি ব্লগার http://educationresultchangebd.blogspot.com এবং সংশ্লিস্ট [email protected] আইডিতে যুক্ত।

বাস্তবতা: সকল রেজাল্ট হ্যাক করে A+ করে দেবার গল্পই হলো প্রতারনা ; এসব প্রতারক হতে দূরে থাকুন। একমাত্র আপনি যদি ভালো মতো পড়াশোনা করেন তবেই আপনি ভালো রেজাল্ট এনে দিতে পারে।
ধন্যবাদ

Level 5

আমি আসিফ ইব্রাহীম। Tech Expert, Bangladesh Cyber Security, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 10 টিউনারকে ফলো করি।

Technology Expert


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস