প্রোজেক্টর ক্রয়ের পূর্বে যে দিকগুলো নজর দেওয়া জরুরি : বিশ্বকাপ দেখুন বড় পর্দায় প্রোজেক্টের মাধ্যমে

প্রযুক্তির উৎকর্ষতার সঙ্গে সঙ্গে নতুন নতুন মোবাইল, কম্পিউটার এক্সেসরিজ এর ব্যবহার বেড়েই চলছে। জীবনকে আরও সহজ করে তুলতে ব্যবহার করুন এসব অত্যাধুনিক এক্সেসরিজ। বর্তমানে বাংলাদেশে প্রজেক্টর দিয়ে শ্রেণিকক্ষ পরিচালনা, সভা-সেমিনার কিংবা প্রশিক্ষণের কাজের জন্য, লাইভ খেলা দেখা, ভিতরের কোন সরাসরি অনুষ্ঠান বাইরে দেখানোর জন্য ব্যাপক ভাবে ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশের প্রোজেক্টরের জনপ্রিয়তা বেড়েই চলছে। বাংলাদেশের জনপ্রিয় প্রোজেক্টর ব্র্যান্ডগুলোর মধ্যে অ্যাপসন, অপটোমা, হিটাছি, সনি, আসুস, কেসিও, বেনকিউ, এন ই সি সবচেয়ে উল্লেখযোগ্য। বাজারে এখন সুলভ মূল্যে অনেক প্রোজেক্টর পাওয়া যায়। তাছাড়া চায়না ব্র্যান্ড এর প্রোজেক্টর অনেক কম মূল্যে বাজারে পাওয়া যায়। একই সাথে দিন দিন বাংলাদেশের প্রোজেক্টরের জনপ্রিয়তা বেড়েই চলছে, তাই প্রোজেক্টর কেনার আগে বা পরে যেন কোন সমস্যাতে পরতে না হয় তার জন্য কত গুলো বিষয়ের দিকে নজর দিতে হবে জানবো আজকে।

আমরা অনেকে প্রোজেক্টর কেনার পর জানতে পারি যে, আমার কেনা প্রোজেক্টর দিয়ে এই কাজ হবে না, ওইটা করা যাবে না, তখন আমরা বিপদে পরি, না পারি প্রোজেক্টর পাল্টাতে, না পারি নতুন একটা কিনতে। তাই প্রোজেক্টর কেনার আগে নিচের বিষয়গুলো আগে থেকে জেনে নিন।

১। ব্রাইটনেসঃ


প্রোজেক্টরের ব্রাইটনেস LUMENS কত সেটা জেনে নিন কারণ তার ওপর নির্ভর করে আপনি সেটা কেমন আলোতে চালাতে পারবেন, LUMENS যত বেশি হবে আপনি তত কম আলোতে প্রোজেক্টর চালাতে পারবেন।

২। কন্ট্রাস্ট রেশিও:


সাধারন মনিটরের মতই, রেশিও যত বেশী ছবি তত ঝকঝকে। তাই কন্ট্রাস্ট রেশিও ব্যাপারে খেয়াল রাখা জরুরী।

৩। রেজুলেশনঃ


বর্তমানে বাজারে বিভিন্ন রেজুলেশনের প্রোজেক্টর পাওয়া যায়, সেগুলো হল, SVGA (800 x ৬০০), XGA (1024 x 768), WXGA (1280 x 800), HD (1920 x 1080) এবং 4K (4096 x 2160)। তবে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল HD রেজুলেশন। প্রোজেক্টর কেনার আগে অবশ্যই জেনে নিন আপনি যে প্রোজেক্টর কিনছেন সেটার রেজুলেশন কি!

৪। ল্যাম্প লাইফঃ


ল্যাম্প লাইফ হল প্রোজেক্টর মোট কত ঘণ্টা চলবে সেটার মেয়াদকাল। তাই যত বেশি ল্যাম্প লাইফ থাকবে আপনার জন্য তত বেশি সুবিধা জনক হবে। প্রোজেক্টর কেনার আগে অবশ্যই জেনে নিন আপনি যে প্রোজেক্টর কিনছেন সেটার ল্যাম্প লাইফ কত ঘণ্টা।

৫। ওয়ারেন্টিঃ


প্রোজেক্টরের ওয়ারেন্টি এবং ল্যাম্প লাইফ ওয়ারেন্টি আলাদা আলাদা হয় তাই কেনার আগে জিজ্ঞাসা করে নিন প্রোজেক্টরের ওয়ারেন্টি এবং ল্যাম্প লাইফ ওয়ারেন্টি কত দিন এবং ব্যাটারিতে বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে কি না সেটাও ভাল করে জেনে নিন।

সামনে বিশ্বকাপে ঘরে বসে অথবা বন্ধুদের সাথে বড় পর্দায় খেলা দেখার সুযোগ কেউ হাত ছাড়া করতে চাই না। কিন্তু তার জন্য প্রয়োজন হয় ভালমানের একটি প্রোজেক্টোরের ব্যবস্থা তাই টিউনের শেষে একটি পোর্টেবল বা মাঝারি আকারের ভালো মানের স্বল্পমূল্যের প্রোজেক্টের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। যারা বড় পর্দায় খেলা দেখার ইচ্ছা তারা খুব সহজেই এই প্রজোক্টোরটি ক্রয় করতে পারেন। তাহলে আসুন জেনে নেই প্রোজেক্টোটির সম্পর্ক।

Portable LED Projector

Main features:
> Brightness: 48 Lumens (Real)
> LED Lamp (dont need to replace lamp in 5 years)
> Native Resolution : 320×240, Max Support : 1920x 1080P Full HD
> Max Image Size : 100 inches (recommended size 60 inches)
> Ports: HDMI, VGA, USB, Micro SD Card Slot, Micro USB, AV
> Supports Powerbank
> Can play directly from pendrives & sd cards.
> Can connect PC, DVD, Mobile, TV card, Game Console, Camera etc
> warranty : 6 month

All Store BD

Level 2

আমি IT CARE WORLD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

IT CARE WORLD এরপক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। অাইটি কেয়ার ওয়াল্ড একটি তথ্য প্রযুক্তি এবং টেকনোলজি সর্ম্পকিত কমিউনিটি ব্লগ সাইট। এই সাইটের মাধ্যমে অাইটি বিষয়ক অাপডেট, অাইটি শিক্ষা, টিপস এন্ড টিক্স, টিউটোরিয়াল, টেকনোলজি ডিভাইস পরিচিতি ও তার ব্যবহার, অাইটি পন্যের বাজার-দর, অাইটি জবস, ফ্রিল্যান্সিং এন্ড অাউডর্সোসিং, জেলা ভিত্তিক অাইটি নিউজসহ বিভিন্ন...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস