অনেকদিন পর টেকটিউনসে! যাই হউক সময় পেলেই টেকটিউনসে লিখি। তো আজকে আপনাদের অনেক কিছু শেয়ার করবো।
মনে করুন আপনি প্রোগ্রামিং শিখবেন, এখন প্রোগামিং শিখতে দেশের যে কোন প্রতিষ্ঠানে আপনাকে ১০/২০ হাজার টাকা খরচ করতে হবে, অথচ এই প্রোগ্রামিং নিয়ে অনলাইনে হাজার হাজার কোর্স রয়েছে, যেইগুলা ফ্রী এক্সেস নিয়ে আপনি নিশ্চিন্তে আপনার পকেটের টাকা বাঁচাতে পারবেন। আর আমি মনে করি অনলাইনে আপনি যা যা শিখতে পারবেন তা কখনো আপনি কোন প্রতিষ্ঠানে গিয়ে শিখতে পারবেন না। কারন আপনি যখন কোর্স করে কিছু শিখবেন তখন আপনি একান্ত নিজের চিন্তা দিয়ে শিখবে, সাথে টাকা বাচাবেন। তখন যা যা শিখবেন তা কখনো ভুলে যাবার প্রশ্ন ও উটে না।
যদি মনে ইচ্ছা থাকে তাহলে আপনি আপনার লক্ষ্যে অনলাইনের কোর্স করে পৌঁছাতে পারবেন।
তো আসুন কোর্স গুলার এক্সেস নেই।
"আমি কোর্স আলাদা আলদা করে লিংক দিচ্ছি" আপনার যেইগুলা ধরকার বুকমার্ক করে রাখুন।
#প্রোগ্রামিং_সেকশন
হার্ভাড এর নাম শুনেন নাই এমন মানুষ খুব কম আছে, আপনি ঘড়ে বসে হার্ভাড এর কম্পিউটার সাইন্সের কোর্স করুন EDX এর।
https://www.edx.org/course/introduction-computer-science-harvardx-cs50x#!
C and C+, প্রোগামিং যদি শিখতে চান তাহলে C বা C+ এর বিকল্প নাই। MIT থেকে আপনি শিখে ফেলুন প্রোগ্রামিং ভাষা সি, সি+
লিংকঃ http://ocw.mit.edu/courses/electrical-engineering-and-computer-science/6-s096-introduction-to-c-and-c-january-iap-2013/index.htm
#জাভাঃ আপনার যদি অ্যাপস ডিজাইনের ইচ্ছা থাকে তাহলে শুরু করে দিন জাভা শিখা MIT থেকে।
লিংকঃ http://ocw.mit.edu/courses/electrical-engineering-and-computer-science/6-092-introduction-to-programming-in-java-january-iap-2010/
#পাইথনঃ সব চেয়ে সহজ আর মজার প্রোগ্রামিং ভাষা পাইথন, আপনি পাইথন দিয়ে সব কিছুই করতে পারবেন। শিখুন পাইথনঃ https://www.coursera.org/course/pythonlearn
HTML and CSS, আপনি HTML&CSS যদি শিখতে চান তাহলে আপনার জন্য সেরা কোডএকাডেমি, কোডএকাডেমিতে এইচটিএমল শিখতাছে ৪ মিলিয়ন+ মানুষ! তো আপনি দেরী করবেন কেন?
শিখে ফেলুনঃ http://www.codecademy.com/tracks/web
##গ্রাফিক্স_ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন এর সেরা সফটওয়্যার #এডোবি_ফটোশপ, #এডোবি_ইলাস্ট্রেটর, #এডোবি_লাইটরুম।
আপনি ঘড়ে বসে এডোবির সকল সফটওয়্যার এর কোর্স করতে পারবেন।
নিয়ে নিন এডোবির সেরা সফটওয়্যার গুলার কোর্সঃ https://helpx.adobe.com/in/support.html
#অনলাইন_মার্কেটিং
ডিপ্লোমা করতে চান সোসিয়াল মার্কেটিং এর উপর? হ্যা সত্যি বলতাছি ডিপ্লোমা করুন সোসিয়াল মার্কেটিং এর উপর আলিসন এর কোর্স গুলা থেকে।
লিংকঃ https://alison.com/courses
#ডিজিটাল মার্কেটিং শিখুন কোর্সিয়ারা থেকেঃ https://www.coursera.org/learn/marketing-digital?action=enroll&authMode=signup
#ইমেইল_মার্কেটিং শিখুন হাবস্পট থেকেঃ https://offers.hubspot.com/the-essential-crash-course-on-modern-email-marketing
#গুগলের এনালাইটিক এর বস হউন ইউডমির এনালাইটিক কোর্সটি করেঃ https://www.udemy.com/getting-started-with-google-analytics/
#স্টার্ট_আপ
বর্তমান দুনিয়ার সব চেয়ে সফল জিনিষ গুলার মধ্যে একটি স্টার্ট_আপ। আপনার ও ইচ্ছা হয় শুরু করবেন স্টার্টাপ? তাহলে শুরু করে দিন http://startupclass.samaltman.com/।
যেভাবে নির্মান করবেন স্টার্টাপঃ https://www.udacity.com/course/how-to-build-a-startup-ep245
#রাইটিং
লেখালেখি করে যে হাজার হাজার ডলার ইনকাম করা যায় তা আগে ও বলেছি, আপনার লেখা দিয়ে কিভাবে ইনকাম শুরু করবেন? লেখালেখির সকল প্রশ্নের উত্তর দিবে এই সকল কোর্সঃ https://www.class-central.com/mooc/2125/futurelearn-introduction-to-journalism
#ভিডিও এডিটিং
আমাদের সবার’ই ইচ্ছা থাকে একটি মুভি বা শর্ট ফিল্ম বানাতে, অথবা ভিডিও এডিটিং শিখতে! আপনি অনলাইনেই ভিডিও এডিটিং শিখতে পারবেন!
শিখুন এডোবি প্রিমিয়াম প্রোঃ https://www.skillshare.com/classes/Video-Editing-with-Adobe-Premiere-Pro-2018-for-Beginners/800216478?via=browse-rating-video-editing-layout-grid
DSLR Video Production - Start Shooting Better Video Today: https://www.skillshare.com/classes/DSLR-Video-Production-Start-Shooting-Better-Video-Today/1064203619?via=browse-rating-video-editing-layout-grid
যেভাবে ইডুকেশনাল ভিডিও বানাবেনঃ https://www.skillshare.com/classes/How-to-Make-an-Educational-Video-Essay/1296788611?via=browse-rating-video-editing-layout-grid
শিখুন VFX এর কাজঃ https://www.skillshare.com/classes/VFX-Rotoscoping-101-with-After-Effects-and-Mocha/1222822664?via=browse-rating-video-editing-layout-grid
Diploma in English Languageঃ https://alison.com/topic/learn/28666/what-is-writing
বিদ্রঃ সকল কোর্স গুলায় আপনার মেইল/ফেসবুক থেকে লগিন করলেই ফ্রী এক্সেস পেয়ে যাবেন। তারপর ও কোন সমস্যা হলে টিউমেন্ট করবেন।
কোর্স গুলা কখন করবেন? আমি একটা প্ল্যান দেই, এখন তো রোজা মাস? আপনি প্রায় সেহরি খেয়ে ঘুমান, যদি প্রতিদিন রাতে ১২ টার পর নিশি রাতে শিখা শুরু করে দিন তাহলে ২০ দিনেই যে কোন একটা টপিক শিখতে পারবেন। কারন নিশি রাতে কিছু শিখলে সহজে ভুলবেন না!
শেষে একটাই কথাঃ যদি আপনার শিখার ইচ্ছা থাকে তাহলে শিখে ফেলুন যে কোন এক টপিক, দেখবেন নিজের ফিউচার নিজেই করবেন। এই অনলাইনে 🙂
#ধন্যবাদ।
আমি কাশিম উদ্দিন মাছুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 225 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এমন টিউন পেয়ে জোশ দেয় না কোন বলদ??
অসংখ্য ধন্যবাদ ভাই