কিভাবে ওয়ার্ল্ড কাপ জার্সির অরজিনাল নকল বুঝবেন বুঝবেন?

বিশ্বকাপ মানেই উত্তেজনা | আর এই উত্তেজনাকে ধরে রাখতে ভক্তরা কত কিছুই না করে | তার প্রিয় সাপোর্টেরের পতাকা বানিয়ে ওয়ার্ল্ড রেকর্ড করে এমন তথ্য ও পাওয়া যায় | অনেকেই অনেক কিছু করে কিন্তু সবাই তার দলের অরজিনাল জার্সি তা কিনার চেষ্টা করে | কিন্তু বাংলাদেশে অনেক অসাধু ব্যবসায়ীরা অরজিনাল জার্সি বলে নকল জার্সি বাজারে ছেড়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে | আমাদের মত ক্রেতারা বুঝতে পারতেছে না কোনটা আসল আর কোনটা নকল তাই এই টিউন এর মাধ্যমে আমি মোটামোটি ধারণা দেবার চেষ্টা করব | বি: দ্র: জার্সির ভিডিও রিভিউ পেতে আমাদের ফেইসবুক গ্রূপ এ জইন করুন 

আমি শুধু ধারণা দেবার চেষ্টা করব এই টিউন এর মাধ্যমে | বাংলাদেশ এ মোটামোটি অনেক ধরনের জার্সি আছে, আমি কিছু লোকাল জার্সির সিম্পল আমাদের ফেইসবুক গ্রূপ এ দিয়েছি যেই গুলার প্রাইস ১৫০ টাকা থেকে শুরু যেগুলা বাংলাদেশ এ তৈরী, আর ও কিছু জার্সি আছে যেগুলা ২৫০-৩৫০ টাকা, এই কোয়ালিটির জার্সি মোটামোটি চলে | আর কিছু অরজিনাল এর কপি আছে যেগুলা ৩০০ থেকে ৫০০/১০০০ টাকা যার কাছে যে রকম পায় | এইবার আশি অরজিনাল জার্সি নিয়া, অরজিনাল জার্সি মোটামোটি সব কোয়ালিটি চায়না থেকে ইম্পুট করা এর মধ্যে আবার দুইটা কোয়ালিটি আছে একটা চায়না ও থাই | চায়না তা মোটামোটি ভালো বা অরজিনাল বলা চলে, এইটার ফ্যাব্রিক (কাপড়) একটু খস খসে টাইপ কিন্তু অরজিনাল ইটা ৫০০ থেকে ৬০০ টাকার মধ্যে পেয়ে যাবেন তবে কোয়ালিটি অবশ্যয় দেখে নিতে হবে, তার জন্য আমর গ্রূপ এর হেল্প নিতে পারেন | এই বার আশি আমার ফাভারিট থাই নিয়ে ইটা গায়ে দিলে মনে হয় আমি নিজেই একজন খেলোয়ার এটার ফ্যাব্রিক (কাপড়) এত জোস বলাই বাহুল্য, ইটা অনেক সফ্ট একটা ফ্যাব্রিক (কাপড়) এর তৈরী যা গায়ে দিলে একটা ভালো অনুভতি হয় এবং এটার বিশেষ বৈশিষ্ট হলো ইটা শরীরকে অনেক ঠান্ডা রাখে এটার দাম তা ৮০০ টাকা থেকে শুরু করে ৫০০০ টাকা পর্যন্ত সেল করেতেছে বড় বড় শোরুম এ | এই টিউন এর মাধ্যমে একটা ক্লিয়ার ধারণা পাইছেন কিন্তু আপনিকে যদি দোকানদার যদি  চায় তাহলে সহজেই ঠকাতে পারে কারণ আপনের শুধু দারনা আছে কিন্তু আপনের হাতে নকল টা ধরে দিলে আপনি চিনতেই পারবেন না ইটা নকল  তাই আমাদের রিভিউ দেখার জন্য আমাদের ফেইসবুক গ্রূপ এ জইন করুন | আর যদি জার্সি কিনতে চান তাহলে আমাদের গরু এ কিছু বিশ্বস্ত সেলার আছে যাদের মাধ্যমে আপনি কিনতে পারেন |

+ Giveaway Jersey For Our Facebook Group Member +

আমাদের গ্রূপ এ কিছু টাস্ক দেয়া হয় যেই টাস্ক পুরুন করলে তাদের জন্য অরজিনাল জার্সি গিফট দেয়া হয় তাই দেরি না করে এক্ষুনি join করে ফেলুন আমাদের Group

+ -+

Level 0

আমি মুজতাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার পণ্য ও সেবার ডিজিটাল মার্কেটিং করুন টেকটিউনসের সুবিশাল ৪ কোটি এর সৌশল নেটওয়ার্কে।

টেকটিউনসে ডিজিটাল মার্কেটিং করুন ১০ ধরনের এডভার্টাইজমেন্ট অপশনের মাধ্যমে। দারুন Competitive প্রাইজে আপনার পণ্য, সেবা ও ব্র্যান্ডের বিজ্ঞাপণ দিন আর পান ৩০০% এর ও বেশি রেসপন্স।

৩০ মে ২০১৮ এর আগে অর্ডার করলে পাচ্ছেন ২০০০ টাকা বোনাস সাথে সাথে।

টেকটিউনসে বিজ্ঞাপণ দিতে ক্লিক করুন