আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আমাদের দেশের ক্রিকেট টিম অনেক উন্নতি করছে। কিন্তু তার জলজ্যান্ত প্রমাণ পাওয়া গেল আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশের ম্যাচ দেখে। আপনাদের কি মনে হয় না আফতাব, অলক কপালিরা থাকলে আমাদের বাংলাদেশের খেলাটা অন্য রকম হতে পারতো?
Comments plz
একটা জরীপে দেখা গেছে বাংলাদেশ টি20 ক্রিকেটে প্রথম 5 অভারে রান তোলার ক্ষেত্রে সবার উপরে আর শেষ 5 অভারে রান তোলার ক্ষেত্রে সবার নিচে। তারপরও কথা আছে। প্রথম 5 অভারে রান তোলার কৃতিত্ব একমাত্র আফতাব আহমেদের। কারণ তার কল্যানেই এই জরীপে বাংলাদেশ প্রথমে আছে। তাইলে বুঝুন বাংলাদেশের অবস্থা। আমার তো মনে হয় ফয়সাল ভাই-ই ঠিক বলছে ওরা তো খেলতে যায় নাই গেছে ঘুরতে।
আরেকটা মজার খবর হচ্ছে বিশ্ববিখ্যাত অষ্ট্রেলিয়া এবার বিশ্বকাপ সিরিজটি শুধু মাঠের দর্শক হয়ে দেখতে হবে। কারণ তারা শুধু বিশ্বকাপ খেলতে আসে নাই অ্যাশেজ সিরিজও খেলতে আইছে। তাই পুরো বিশ্বকাপ মাঠে দেখা ছাড়া আর কি উপায় আছে বলুন।
আমি Shaeed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সত্যিই খুব খারাপ লাগলো. কিনতু বাংলাদেশ দলের মূল সমস্যা ছিল লো্য়ার ব্যাটিং। আশা করি আইসিএল ফেরত খেলোয়ারদের দ্বারা সেটা দূর হবে। (এই দল শুধু আশা করাতেই শিখাল)
বাদা ছাদা অধিনায়ক তাকে তাহ েল আশা কর েত পাির আমরা আরো হারব। তার পরো আমরা ন্যাড়া ভাই-েক িদ েয় ম্যাচ েখলাব।
আমি ও আপনার সাথে এক মত। টিউন টা করার জন্য ধন্যবাদ দিলাম না কারন আপনি বাংলাদেশের হারার কথা টা আবারও মনে করিয়ে দিলেন… এটা সত্যি দুঃখজনক।আর মেজাজ টাও খারাপ হয়ে গেছে।