এসএসসি ও সমমানের পরীক্ষার ২০১৮ ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করার নিয়ম

এস.এস.সি ফলাফল পুনঃনিরীক্ষণ আবেদনের জন্য আপনি সরাসরি শিক্ষা বোর্ডের নিদিষ্ট অফিসে চলে যেতে পারেন। তবে এর কোন প্রয়োজন নেই আপনি ইচ্ছা করলে ঘরে বসে মোবাইলের মাধ্যমে ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। ঘরে বসে আবেদন করতে আপনার প্রয়োজন হবে একটি টেলিটক সংযোগসহ একটি মোবাইল ফোন এবং ফোনে আবেদনের জন্য পর্যাপ্ত ব্যালেন্স। যাদের টেলিটক সংযোগ নেই তারা অন্য কারো টেলিটক সংযোগ অথবা নিকটস্থ অনলাইনের দোকানে যোগাযোগ করতে পারেন। আর যদি সেটাও সম্ভব না হয় তাহলে আপনি এই নাম্বারে 01626584340 যোগাযোগ করে আবেদন করতে পারেন। এই নাম্বারটি একটি অনলাইন-সাভির্স সেন্টার তারা নিদিষ্ট চার্জের মাধ্যমে অনলাইনে মাধ্যমে  বিভিন্ন ধরনের অনলাইন আবেদন ও অন্যান্য সুবিধা দিয়ে থাকে। নিম্নে দেওয়া হল নিজে নিজে কিভাবে ঘরে বসে আবেদন করবেন তার সর্ম্পূন্য প্রক্রিয়া।

 আমাদের ফেসবুক পেইজ এ লাইক ও গ্রুপে জয়েন করে সর্বদাই সঙ্গে থাকুন। এবং আপডেট রাখুন নিজেকে।
http://www.facebook.com/newselab

  • আবেদনের জন্য প্রয়োজন হবে -  একটি টেলিটক সংযোগসহ মোবাইল ফোন
  • আবেদন ফি- (প্রতিটি বিষয়ের আবেদনের জন্য মোবাইল থেকে ফি বাবদ ১২৫ টাকা করে কেটে নেওয়া হবে। যে সকল বিষয়ের ২টি পত্র রয়েছে যেমন : বাংলা ও ইংরেজি সে সকল বিষয়ের ক্ষেত্রে একটি বিষয় কোডের বিপরিতে ২টি পত্রের আবেদন বলে গন্য হবে। যেমন : বাংলা উভয় পত্রের বিষয় কোড ধরা হবে ১০১ এবং ইংরেজী উভয় পত্রের বিষয় কোড ধরা হবে ১০৭। তাই এ ক্ষেত্রে খরচ হবে ২৫০ টাকা। অআ
  •  আপনার সাথে সার্বক্ষণিক যোগাযোগ করা যায় এরকম যে অপারেটের এর একটি মোবাইল নাম্বার।

আপনার মোবাইলে ম্যাসেজ অপশনে গিয়ে লিখুন RSC <space> আপনার বোর্ডের এর নামের প্রথম তিন অক্ষর <space> আপনার রোল নাম্বার <space> বিষয় কোড  এরপর পাঠিয়ে দিতে হবে 16222 এই নাম্বারে।

উদাহরণ দেখুন : মনে করুন ঢাকা বোর্ডের একজন শিক্ষার্থী ফলাফর নিরক্ষণের জন্য আবেদন করছে। যার রোল নাম্বার 246644 তার বাংলার জন্য আবেদন করবে। সে যেভাবে আবেদন করবে। RSC <space> DHA <space>
246644 <space> 101 এরপর পাঠিয়ে দিতে হবে 16222 এই নাম্বারে।  আরো বিস্তারিত দেখতে অনুসরণ করুন।

সংগৃহীত : Newselab

Level 2

আমি IT CARE WORLD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

IT CARE WORLD এরপক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। অাইটি কেয়ার ওয়াল্ড একটি তথ্য প্রযুক্তি এবং টেকনোলজি সর্ম্পকিত কমিউনিটি ব্লগ সাইট। এই সাইটের মাধ্যমে অাইটি বিষয়ক অাপডেট, অাইটি শিক্ষা, টিপস এন্ড টিক্স, টিউটোরিয়াল, টেকনোলজি ডিভাইস পরিচিতি ও তার ব্যবহার, অাইটি পন্যের বাজার-দর, অাইটি জবস, ফ্রিল্যান্সিং এন্ড অাউডর্সোসিং, জেলা ভিত্তিক অাইটি নিউজসহ বিভিন্ন...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস