বাংলাতে লেখালেখি করে প্রতি মাসে ২৫-৩০ হাজার টাকা ইনকাম করুন

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

আজ সবাইকে একটা বড় ধরনের নিউজ দেবো। বাংলাদেশে নতুন একটি সাইট পাবলিশ হয়েছে, যেখানে আপনি নিজের ইচ্ছা মত লেখা লেখি করতে পারবেন, আপনার প্রোডাক্ট এর বিজ্ঞাপণ দিতে পারবেন আবার আপনার টিউন গুলা অনেক বেশি ভিউ হলে সাইটটি আপনাকে পেমেন্ট ও করবে। এরকম অসাধারণ সাইট বাংলাদেশে তো দেখাই যায় না বরং সারা বিশ্বে খুব কম ই আছে। বিশেষ করে আমাদের সব থেকে বড় সুবিধা হলো সাইট টি বাংলা তে। নিচে আমি সাইটটি সম্পর্কে বিস্তারিত বলছি।

বাংলাদেশের একমাত্র ওয়েবসাইট PlayDeeply, যেখানে আপনি নিজের ইচ্ছা মত লেখালেখি করে প্রচুর ইনকাম করতে পারবেন। PlayDeeply তে আপনি লেখালেখি করতে পারবেন বিজ্ঞান ও প্রযুক্তি, পড়াশুনা, ব্যবসা বানিজ্য, বিনোদন, স্বাস্থ্য সহ আরো অনেক বিষয়ে। আপনি আপনার পন্যের বিজ্ঞাপণ দিতে পারবেন, পন্যের রিভিউ করতে পারবেন। এছাড়া আরো অনেক ফিচার আছে যেগুলা আপনি সাইট টি ভিজিট করলে বুঝতে পারবেন।

এছাড়া আপনি আপনার ওয়েবসাইট, ইউটিউব সহ যেকোনো লিঙ্ক শেয়ার করতে পারবেন।

অনেক ব্লগ সাইট আছে যেখানে আপনি লেখালেখি করলে কোনো পেমেন্ট দেই না আবার কোনো লিঙ্কও শেয়ার করা যায় না কিন্তু PlayDeeply তে আপনি লেখালেখি করলে তাদের বিজ্ঞাপণের যে রেভিনিউ আসবে তার ৫০% আপনার সাথে শেয়ার করবে। অর্থাৎ আপনার টিউন ভিজিট হওয়ার ফলে তারা বিজ্ঞাপণ থেকে যে ইনকাম টি করবে সেটার ৫০% টাকা আপনাকে দিবে। অনেকটা ইউটিউবের মত। যেহেতু এটি বাংলা সাইট তাই পেমেন্ট মেথড ও খুব ই সহজ। আপনি পেওনিয়র, ব্যাংক ট্র্যান্সফার, বিকাশ অথবা রকেটে পেমেন্ট নিতে পারবেন। মাস শেষে PlayDeeply অথোরিটি আপনার সাথে কন্টাক্ট করে আপনার ইনকাম জানিয়ে দেবে এবং আপনি যে পেমেন্ট মেথডে টাকা নিতে চান সেই পেমেন্ট মেথডে ১০ মিনিটের ভিতরে আপনার টাকা পাঠিয়ে দিবে। আর তারা যদি আপনার সাথে কন্টাক্ট করতে দেরি করে তাহলে আপনি তাদেরকে একটি মেইল করে দিবেন।

PlayDeeply সাইট টির সবথেকে বড় সুবিধা হলো এটি একটি বাংলা সাইট। আপনি মনের মাধুরি মিশিয়ে বাংলাতে লেখালেখি করতে পারবেন। তবে আপনি যদি অন্য কোনো সাইট থেকে সরাসরি কপি করেন তাহলে ব্যান খেয়ে যেতে পারেন। সরাসরি কপি না করে আর্টিকেল টি রি-রাইট করে তারপর টিউন করবেন। কোনো ধরনের এডাল্ট কনটেন্ট কিংবা ভুল ইনফরমেশন দিলে সাইট থেকে আপনাকে ব্যান করে দিবে কোনো ধরনের নোটিশ ছাড়াই।

এখন কিভাবে শুধুমাত্র PlayDeeply তে কাজ করেই প্রচুর ইনকাম করতে পারেন। এটা খুব ই সিম্পল কাজ। আপনি ভালো ভালো কনটেন্ট সিলেক্ট করুন, সেই কনটেন্ট গুলা নিজের মত করে লিখুন এবং সেটা PlayDeeply তে টিউন করুন, সেই টিউন এর লিঙ্ক ফেসবুক কিংবা অন্যান্য সোশ্যাল সাইটে শেয়ার করে ভিজিটর বাড়াতে থাকুন। আপনার টিউনে যত বেশি ভিজিটর আসবে তত বেশি আপনার ইনকাম হবে। সাইট টি তে রেজিট্রেশন করতে এখানে ক্লিক করুন।

Level 2

আমি ডেল নর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস