১ম টিউনসের লিংক: https://www.techtunes.io/other/tune-id/574980 (যেখানে হিসেব করে দেখানো হয়েছে)
=
অনলাইনে কাজ করার আগে শিখার ধৈয থাকতে হবে আপনার. ৩-৪ ঘন্টা শুধু মাত্র শিখার পিছনে সময় দেন, তারপর যদি মনে হয় কাজটা আপনার জন্য তাহলে, কাজ শুরু করেন।
ভিডিও ১: https://www.youtube.com/watch?v=a3TnkK_gdgQ প্রথমে এই ভিডিও টা দেখবেন, এইটাটে কাজটা নিয়ে ডিটেইস একটা ধারণা পাবেন, দয়া করে ফুলটা দেখবেন।
ভিডিও ২: https://www.youtube.com/watch?v=KSE4NR6aKqE কিভাবে কাজ করবেন, আর কাজ করতে আপনার কোন কোন ইন্সটুমেন্ট লাগবে, সব এই ভিডিও তে দেওয়া আছে। এই ভিডিও ডিস্কিপশনে আরো কিছু ভিডিও লিংক দেওয়া আছে, এইগুলাও দেখে ফেলবেন। আর কাজ শুরু করার ইচ্ছা থাকলে, যেইসব ইন্সটুমেন্ট রেডি রাখতে বলা হয়েছে ওইগুলা রেডি রাখবেন।
ভিডিও ৩: https://www.youtube.com/watch?v=lTc2DjLSoSo কাজ শুরুর জন্য সব কিছু রেডি হয়ে গেলে এই ভিডিও টা দেখবেন, এইটা কাজের একটা ব্যবহারির ভিডিও। ভিডিও টা দেখা হলে, যেই সেম্পল কাজটা কারতে বলা হয়েছে করে ফেলবেন, যাতে আমি বুঝতে পারি আপনার কাজ ঠিকঠাক হচ্ছে কিনা।
সব কিছু ঠিক থাকলে আপনি কাজ শুরু করে দিতেই পারেন, আপনি wikifo.com/airdrop এই লিস্টে গিয়ে এয়ারড্রপ গুলাতে জয়েন্ট করে ফ্রি আনিং শুরু করেন। হেপি আনিং 🙂
=
আর যেকোন সময় এই রিলেটেড বিষয়ে কথা বলার জন্য আপনি আমার ফেসবুকে এড হতে পারেন, আমার ফেসবুক প্রফাইল লিংক (https://www.facebook.com/mdafjal786)। আমাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়ে, "এয়ারড্রপ" লিখে মেসেজ দিয়ে রাখেন, তাহলে আমি আপনাকে আমার পারসনার চেটিং গ্রুপে এড করে নিব, যেখানে আপনার মত অনেকই এয়ারড্রপের সুবিধা নিয়ে ইনকাম করছে।
বি:দ্র: সবগুলা টিউটোরিয়ার দেখার পরই আপনি আমাকে ফেসবুকে রিকুয়েষ্ট পাঠাবেন
আমি মহাম্মাদ আফজাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।