যেই সাইটগুলা হয়তো আপনার জীবনের স্টাইল বদলে দিতে পারে পর্বঃ ০২

আগের পর্বে কিছু সাইট শেয়ার করেছিলাম, যেইগুলো আপনার আমায় জীবন কিছুটা হলে ও বদলে দিতে পারে। আমার মনে হয় ঐ সাইট গুলোর সাথে পরিচয় হয়ে কিছুটা হলে ও জীবন বদলাইছেন/বদলাবেন।
১ম পর্বের পর অনেকের ভালোবাসার জন্য আমার জানা/সংগ্রহে থাকা আরো কিছু সাইট এবং সাইটের গল্প শেয়ার করতাছি।
১ম পর্ব যারা মিস করছেনঃ https://goo.gl/PF9S5b
মনে করুন আপনি একটা চাকরী করবেন! এখন আপনাকে সিভি দিতে হবে! আপনি জানেন না কিভাবে সিভি বানাবেন! অথবা পারতাছেন না! সমস্যা নাই 😛 ঘড়ে বসে আপনি আপনার সিভি বানান।
https://cvmkr.com গিয়ে আপনি আপনার সিভি বানিয়ে ফেলুন সহজ ভাবে। ফ্রী তে 😛
বিদ্রঃ ডাউনলোড করতে একাউন্ট খুলা লাগবে।
আপনাকে যদি আমি প্রশ্ন করি কয়টি Calculator এর নাম বলতে পারবেন? হয়তো আপনি ৩ বা ৪ টার নাম বলতে পারবেন। কিন্তু এখন যেই সাইটের সাথে পরিচয় করিয়ে দিবো সেই সাইটে আপনি ১০+ Calculator পাবেন।
https://www.calculator.com/ গিয়ে হিসাব করুন 😉
যদি প্রশ্ন করা হয় ফ্রিতে লাইভ ক্লাস এর জন্য বেস্ট যায়গা কোনটা? তাহলে আমি চোখ বন্ধ করে উত্তর দিবো https://www.creativelive.com। সাইটে একবার উকি মেরে আসুন, দেখবেন মন সাইট থেকে বের করতে পারবেন না।
১ম পর্বে ভাষা শিখার জন্য এর সাথে পরিচয় করিয়ে দিছিলাম, https://www.duolingo.com/ এর সাথে। চলুন আজকে পরিচয় করিয়ে দেই http://www.rypeapp.com এর সাথে। এখানে লাইভ কথা বলে শিখতে পারবেন। অফার চলে তাই ফ্রী লগিন করে বুঝে নিন আপনার পছন্দের ভাষার কোর্স।
http://codeacademy.com/ সাইটের নাম দেখেই বুঝে গেছেন এটার কাজ 😉 তাহলে কোড এর সাগরে ডুব দিন।
ধরেন আপনি বার্গার লাভার, আপনার বফ/গফ/ফ্রেন্ড/বোন পিজ্জা লাভার, এখন দুজনে মিলে তর্ক করতাছেন, কেও বলে বার্গারে বেশী পুষ্টি আর কেও পিজ্জায়!
সমস্যা নাই, http://www.twofoods.com/ এই সাইটে গিয়ে আপনি দুটি ফুড এর তুলনা করতে পারবেন। তারা উক্ত ফুড সম্পর্কে আপনায় সব ইনফো দিবে।
আপনি অংক তে কাঁচা? -_- হিসাব মিলাতে হিমসিম খান? সমস্যা নাই https://quickmath.com/ এই সাইট আপনার সকল সমস্যার সমাধান দিবে!
আপনি বিশ্বের এমন কিছু জানতে যান সেটা হয়তো সবাই জানে না! কিভাবে বিশ্বের বাগা বাগা ডক্টর/ইঞ্জিনিয়ার দের কাছ থেকে আপনার প্রশ্নের উত্তর নিবেন? সমস্যা নাই। 'আপনি শুদু' https://www.quora.com প্রশ্নটা করে ফেলুন!উত্তর কারে কয় দেখবেন।
রান্না করা শিখার জন্য আগের পর্ব একটা সাইট দিয়েছিলাম, এবার ও মিস যাবে না 😉
https://www.epicurious.com/ ডট কম হউক আপনার রান্না শিখার আপা 😛
ধরুন বিল গেটসের সাথে কি হচ্ছে? কই সে ইনভেস্ট করতেছে? জানবেন কিভাবে?
ইনভেস্টোপিডিয়া হল "বিনিয়োগকারীদের জন্য ওয়েবস্টার ডিক্সনার। " এখন বিনিয়োগপেডিয়া থেকে লাভ করার জন্য আপনাকে স্টক ইনভেস্টর হতে হবে না। এটা অর্থায়ন সম্পর্কে সাধারণ শিক্ষার জন্য উপযোগী, বাজার কিভাবে কাজ করে তা বোঝা যায়, এবং দিনের শেষে আপনার কীভাবে আরও অর্থ উপার্জন বা সঞ্চয় করতে পারবেন তা শিখতে পারবেন।
https://www.investopedia.com/
https://www.cheatography.com/ সাইটের ভিতর ঢুকে ম্যাজিক দেখে আসুন 😉 যারা একটু প্রফেশনাল ভাবে কাজ করেন তাদের অনেক উপকারে আসবে এটা।
আশা করি ভালো লাগছে 😀
ধন্যবাদ।
আবার অন্যদিন অন্য কোন টপিকে <3 
ফেসবুকে আমায় পাবেন 

Level 2

আমি কাশিম উদ্দিন মাছুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 225 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস