কম্পিউটারে কাজের জন্য প্রতিদিনই আমাদের প্রয়োজনীয় সফওয়্যার দরকার হয়। প্রয়োজনীয় সফওয়্যারগুলো সব সময় হাতের কাছেও পাওয়া যায় না। বাংলাদেশে আমরা প্রায় সকল পিসি ইউজার সফওয়্যার প্রাইরেটেটভাবে ব্যবহার করে থাকি। করবই না কেন আমাদের মত উন্নয়শীল দেশে ওই প্রকার ব্যয়বহুল সফওয়্যার ব্যবহারের করার অর্থ কয়কজনের পক্ষে সম্ভব যোগানো। তাই আজকে প্রায় সকল প্রয়োজনীয় সফওয়্যারের ফ্রী-ভার্সন কিভাবে ডাউলোড করে ব্যবহার করবেন সেটাই ক্রমান্বয়ে আলোচনা করব। আপনাদের কাজ হল এই টিউনি যদি আপনার বিন্দু মাত্র উপকার আসে তাহলে আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিবেন যাতে সংরক্ষণ ও সকলের দেখার সুযোগ পায়।
মাইক্রোসফ অফিস
মাইক্রোসফট অফিস একটি অফিস স্যুট, যেটি ডেস্কটপ অ্যাপ্লিকেশন, মাইক্রোসফট উইন্ডোজ সার্ভার এবং পরিষেবা এবং ওএস এক্স অপারেটিং সিস্টেমের একটি অফিস স্যুট। এটির প্রথম ঘোষণা দেন বিল গেটস, ১লা আগস্ট, ১৯৮৮ সালে লাস ভেগাসে। প্রথমে এটি মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল ও মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট এর একটি সম্মিলিত বান্ডল হিসাবে ছিল। ১০ জুলাই, ২০১২ সালে সফটপিডিয়া বিশ্বব্যাপী ব্যবহারকারির সংখ্যা ১০০ কোটি বলে উল্লেখ করে। বর্তমানে চালু মাইক্রোসফট অফিস ২০১৩ উইন্ডোজের জন্য মুক্ত করা হয় ১১ অক্টোবর, ২০১২ সালে, এবং ম্যাক ওএস এর জন্য মাইক্রোসফট অফিস ২০১১ মুক্ত করা হয় ২৬ অক্টোবর, ২০১২ সালে। এটির মোবাইল সংস্করণ অফিস মোবাইল নামে উইন্ডোজ ফোন, আইওএস (আইফোন ও আইপ্যাড-এর জন্য আলাদা) এবং এনড্রয়েড ফোনের জন্য বিনামুল্যে চালু আছে। ওয়েব ভিত্তিক অফিস অনলাইন-ও চালু আছে।
আমি IT CARE WORLD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
IT CARE WORLD এরপক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। অাইটি কেয়ার ওয়াল্ড একটি তথ্য প্রযুক্তি এবং টেকনোলজি সর্ম্পকিত কমিউনিটি ব্লগ সাইট। এই সাইটের মাধ্যমে অাইটি বিষয়ক অাপডেট, অাইটি শিক্ষা, টিপস এন্ড টিক্স, টিউটোরিয়াল, টেকনোলজি ডিভাইস পরিচিতি ও তার ব্যবহার, অাইটি পন্যের বাজার-দর, অাইটি জবস, ফ্রিল্যান্সিং এন্ড অাউডর্সোসিং, জেলা ভিত্তিক অাইটি নিউজসহ বিভিন্ন...