- হিউলেড প্যাকার্ড বা এইচপি-র প্রথম ইংকজেট প্রিন্টার বাজারে ছাড়া হয় ১৯৮৪ সালে৷
- জাপানে সর্বপ্রথম সেলুলার ফোন কমিউনিকেশন নেটওয়ার্ক চালু করা হয় ১৯৭৯ সালে৷
- ১৯৫৬ সালে প্রথম ভিসিআর বা ভিডিও ক্যাসেট রেকর্ডার তৈরি করা হয়৷ তখন এর সাইজ ছিল একটা পিয়ানোর সমান !
- মাইক্রোসফট-এর তৈরি উইন্ডোজ ৯৮-এর কোড নেইম ছিল Memphis৷
- উইন্ডোজ ৯৫/৯৮ অপারেটিং সিস্টেমের লোগো তৈরি করা হয় Macintosh কম্পিউটারে Freehand সফটওয়্যার দিয়ে৷
- প্রথম ৩২-বিট হোম ভিডিও গেম সিস্টেম বাজারজাত করা হয় ১৯৯৩ সালে৷ এর নাম ছিল- Panasonic 3DO৷
- এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল গেম ডেভেলপ করেছে Sega Dreamcast কোম্পানি৷ ডেভেলপার ছিলেন- ShenMue এবং ডেভেলপ করতে খরচ হয়েছিল ২০ মিলিয়ন ইউএস ডলার৷
- প্রতিবার আমরা যখন মাউস মুভ করি বা বাটনে চাপ দিই, মাউস তখন তিন বাইট পরিমান ডাটা কম্পিউটারে পাঠিয়ে থাকে৷
- HOTMAIL নামটি মূলত HTML (Hyper Text Markup Language) শব্দটি থেকে এসেছে৷ ভারতের সাবির ভাটিয়া HTML শব্দটির মাঝে শুধুমাত্র ইংরেজির তিনটি Vowel (o, a, i) ঢুকিয়ে দিয়েছিলেন৷
- কম্পিউটার টারমিনোলজিতে three fingers operation বলা হয় ALT+CTRL+DEL বাটন তিনটিকে একসাথে চাপ দেয়াকে৷ David Bradley এই বাটন তিনটির জন্য কোড লিখেছিলেন৷
- NEC ১৯৮৬ সালে প্রথম LCD ল্যাপটপ কম্পিউটার তৈরি করে৷
- Mathematical Analysis of Logic আবিষ্কার করেন জর্জ বুল৷ তিনি ১৮৫৪ সালে এর মাধ্যমে বুলিয়ান এলজেবরা প্রকাশ করেন৷ কম্পিউটার ডিজাইনের ক্ষেত্রে বুলিয়ান এলজেবরাকে বেসিক হিসেবে গণ্য করা হয়৷
- সফটওয়্যার এপ্লিকেশন জায়ান্ট Aldus এবং Adobe ১৯৯৪ সাল থেকে একত্রিত হয়ে কাজ করা শুরু করেছে৷
- চার্লস ব্যাবেজ ১৮৩৩ সালে এনালাইটিক্যাল ইঞ্জিন আবিষ্কার করেন৷ এটি ছিল প্রথম Punch-Card Programmable General Purpose Computer৷
- আপনি কী জানেন জনপ্রিয় ওয়েবসাইট ইয়াহু-র অরিজিনাল URL ঠিকানা কি ছিল ? এটি ছিল- http://akebono.stanfo-d.edu/৷
- ইয়াহু-র তথ্য অনুযায়ী ২০০৩ সালে 'ক্লোনিং', 'সাদ্দাম হোসেন' এবং 'ইরাক' কী-ওয়ার্ড নিয়ে সর্বাধিকবার সার্চ করা হয়েছিল৷
- বোয়িং ছিল প্রথম এয়ারলাইনস, যার মাধ্যমে ১৯৯৩ সালে Y2K সমস্যা আবিস্কার করা হয়েছিল৷
- একটা সময় ডোমেইন নেইম রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি ছিল৷ কিন্তু ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন ১৯৯৫ সালের ১৪ সেপ্টেম্বর এক ঘোষণার মাধ্যমে এই নিয়ম পরিবর্তন করে৷
- ডোমেইন নেইম এখন পছন্দ মতো পাওয়া যায় না৷ যদিও যায় তখন দিতে হয় উচ্চ মূল্য৷ http://www.business.com হলো এখন পর্যন্ত সবচেয়ে উচ্চ মূল্যের ডোমেইন নেইম রেজিস্ট্রেশন করা ওয়েবসাইট৷ ১৯৯৯ সালে ৭.৫ মিলিয়ন ইউএস ডলারের বিনিময়ে eCompanies এই ডোমেইনটি কিনে নেয়৷
- কম্পিউটার কোম্পানি হিসেবে প্রথম ডোমেইন নেইম রেজিস্ট্রেশন করে Digital Equipment Corporation৷
- সিনেমার জগতে প্রথম ছবি হিসেবে The Matrix-এর ডিভিডি বিক্রির পরিমান ১ মিলিয়ন অতিক্রম করেছে৷
- আমেরিকাতে ১৫২ কোটি মাইল পথের সমান টেলিফোন ক্যাবল সারা দেশে ছড়িয়ে আছে৷
- শুধুমাত্র এশিয়াতে সফটওয়্যার পাইরেসির কারণে ২০০৩ সালে বিভিন্ন বিদেশী সফটওয়্যার কোম্পানিগুলো ৫.৫ বিলিয়ন ইউএস ডলার লোকসান করেছে৷
- আইটি বিশ্বে কোনো বিখ্যাত ব্যক্তিকে CC (Carbon Copy) করে ইমেইল পাঠানোকে বলা হয় Mail Droppings৷
- জাভাতে লেখা প্রথম ওয়েব ব্রাউজারের নাম হলো Web Runner৷ প্রোগ্রামটি তৈরি করেছেন জেমস গসলিং৷ বর্তমানে এটি Hot Java নামে পরিচিত৷
- এখন পর্যন্ত সারা বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীর মোট সংখ্যা প্রায় ২৬০ মিলিয়নের ওপরে৷ পৃথিবীর মোট জনসংখ্যার সাথে এই সংখ্যা তুলনা করা হলে এটি মাত্র ১০০ ভাগের ২.২ ভাগ৷
- যুক্তরাজ্যে প্রতি বছর ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যার বৃদ্ধির হার প্রায় ৭৫%৷
- Transmission Control Protocol / Internet Protocol (TCP/IP) ডিজাইন করা হয়েছিল ১৯৭৩ সালে৷
- ট্রাফিক মনিটরিং-এর জন্য বিল গেটস এবং পল এলেন মিলে একটি কোম্পানি চালু করেছিল যার নাম Traf-O-Data৷
- Gene Amdahi প্রথম অপারেটিং সিস্টেম প্রোগ্রাম রচনা করেছিলেন IBM 704 মেশিনের জন্য৷
- একটি AMD1400 চিপ কোনো ধরনের Heatsink ছাড়াই রান করে থাকে৷ রান করার সময় চিপটি ৩৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সমান গরম হয়৷
- বাণিজ্যিকভাবে তৈরি প্রথম হার্ডডিস্কগুলোর ধারণ ক্ষমতা ছিল প্রায় ৫ থেকে ১০ মেগাবাইট৷ এই হার্ডডিস্কগুলোর প্রতি মেগাবাইট স্পেস তখন ১০০ ইউএস ডলারের বিনিময়ে বিক্রয় করা হতো৷ সে হিসেবে একটি ৪০ গিগাবাইট ধারন ক্ষমতা সম্পন্ন হার্ডডিস্কের মূল্য হওয়া উচিত ছিল ৪ কোটি ইউএস ডলার !
- মডেম সাধারণত ASCII (American Standard Coding for Information Intechange) ক্যারেক্টার এনকোডিং পদ্ধতি অবলম্বন করে থাকে৷
- VIRUS-এর পুরো অর্থ হলো Vital Information Resource Under Seize৷
- ২০০৩ সালের জরিপ থেকে দেখা গেছে ইন্টারনেট ব্যবহারকারী সঙ্গীত পিপাসুরা প্রতি মাসে প্রায় ২.৬ বিলিয়ন মিউজিক ফাইল অসদুপায়ে ডাউনলোড করেছিল৷
আমি Amin Mehedi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 218 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Cool