উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার ১৩ এপ্রিল ২০১৮ - শুক্রবার, সেমিনারটি সকলের জন্যে উন্মুক্ত তাই এখনই রেজিস্ট্রেশন করুন এই লিঙ্কে - http://djit.ac/japan_reg সম্পূর্ণ #ফ্রী!
সময়ঃ সকাল ১১টা ও বিকাল ৪টা, সবার জন্যে উন্মুক্ত।
উন্নত দেশসমূহের মধ্যে জাপান বিশ্বব্যাপী প্রযুক্তি খাতের জন্যই বিশেষভাবে পরিচিত। তাদের কর্মস্পৃহা নিয়েও কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই। তাদের অসামান্য গুণাবলীর কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় ধ্বংসের মুখে পতিত হওয়া জাপান এখন বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র।
জাপানের শিক্ষার মানও অত্যন্ত উন্নত এবং বিশ্বব্যাপী স্বীকৃত। পড়ালেখা চলাকালীন সপ্তহে ২৮ ঘণ্টা খণ্ডকালীন কাজ করার সুযোগ রয়েছে জাপানে। ছুটির সময় বেশি কাজ করতেও কোনো নিষেধাজ্ঞা নেই। কাজের সুযোগ যেমন রয়েছে, তেমনি আয়ের পরিমাণও আকর্ষণীয়।
জাপানে পড়ার সুবিধাসমূহ :জাপান অত্যন্ত সুন্দর একটি দেশ। পড়ালেখার পাশাপাশি বৈধভাবে কাজ করার সুবিধা জাপানকে অনেকটাই এগিয়ে রাখবে। পাশাপাশি রয়েছে ল্যাংগুয়েজ কোর্স করে একাডেমিক বা ভোকেশনাল কোর্সে স্কলারশিপ বা ফি-ওয়েভার পাওয়ার সুবিধা। পড়ালেখা শেষে বৈধভাবে কাজ করার ও থাকার সুযোগও মিলবে। বৈধভাবে ১০ বছর থাকলে রয়েছে জাপানে স্থায়ী হওয়ার সুযোগ।
জাপানে কেন যাবেন?
১.পড়াশুনার মান অনেক ভালো
২.IELTS লাগে না
৩.জাপানের অর্থনীতি পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহত্তম
৪.পার্ট টাইম জব পাওয়া খুব সহজ
৫.সপ্তাহে legally ২৮ ঘন্টা পার্ট টাইম জব করা যায়
৬.Holiday এর সময় Full Time কাজ করার সুবিধা
৭.পড়াশুনা শেষে ফুলটাইম জব
৮.নাগরিকত্ব নিয়ে স্থায়ীভাবে বসবাসের সুযোগ
৯.ভিসার আবেদন সহজ ও খরচ তুলনামূলক কম
১০.শুধুমাত্র জাপানী Japanese Language N5 Level Course শেষ করে আপনি ও গ্রহণ করতে পারেন উচ্চ শিক্ষাসহ চাকরি ও স্থায়ী বসবাসের সুযোগ।
উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার ১৩ এপ্রিল ২০১৮ - শুক্রবার, সেমিনারটি সকলের জন্যে উন্মুক্ত তাই এখনই রেজিস্ট্রেশন করুন এই লিঙ্কে - http://djit.ac/japan_reg সম্পূর্ণ #ফ্রী!
আমি রাসেল ডিজেআইটি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।