জেনে নিন কাজের কিছু এপ সম্পর্কে Make your daily life Better

আমাদের ওয়েবসাইট http://bangladeshism71.com
বর্তমানে Android ফোন মানেই অসংখ্য Application এর সমষ্টি। মূলত এই এপ্লিকেশন সমূহের মূল লক্ষ আমাদের দৈনন্দিন কাজ সহজ থেকে সহজতর করা! সেই লক্ষ বজায় রেখেই আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব দুইটি প্রয়োজনীয় কাজের এপ্লিকেশন এর সাথে। আজকে আপনাদের কে পরিচয় করিয়ে দিবো এমন দুইটি অ্যাপস এর সাথে যা সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন না…

Camfind

আজকে আমরা প্রথমে কথা বলবো Camfind নামক একটি অ্যাপস নিয়ে. এই অ্যাপস এর রয়েছে দারুন সব সুবিধা! আমরা আজকে এরই খুঁটিনাটি তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে.

Camfind. নামটা শুনতে একটু অন্যরকম লাগছে. তাইতো? এই নামের পিছনে যথেষ্ট কারন রয়েছে। তাহলে দেখে নিন কারনগুলো কি কি –>

Camfind একটি Search Engine  অ্যাপস। আমরা সবাই কমবেশি Search Engine সম্পর্কে জানি। কিন্তু এই সার্চ ইঞ্জিন সম্পর্কে আমাদের অনেকেরই অজানা। আমরা ক্যামেরার জন্য বিভিন্ন ধরনের অ্যাপস এর নাম শুনেছি. যেমন,  Candycam, Youcam Perfect এমন হাজারো রয়েছে. ঠিক তেমনি সার্চ ইঞ্জিন ও আছে অনেক. Google, Yahoo, পিপীলিকা ইত্যাদি। তবে আমরা যেই অ্যাপসটির কথা বলছি অর্থাৎ Camfind, এটির মধ্যে ২ টাই রয়েছে! এই অ্যাপসটি হচ্ছে সার্চ ইঞ্জিন আর ক্যামেরার সংমিশ্রণ এ তৈরি বলা যায়! আমরা সাধারণত কোনো জিনিস সম্পর্কে জানতে হলে গুগল বা অন্যান্য যেই সার্চ ইঞ্জিনগুলা রয়েছে তাতে সার্চ করি। দেখা যায় অনেক সময় আমরা নাম জানা থাকার পরেও তা সার্চ ইঞ্জিনকে ঠিকঠাক বুঝাতে পারি না যে কোন জিনিস টা সম্পর্কে আমাদের তথ্য দরকার বা আমরা কি জানতে চাচ্ছি. ফলস্বরুপ ভুগান্তির স্বীকার হতে হয়!আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য আর খুঁজে পাই না!তবে এই ভুগান্তির হাত থেকে মুক্তি পাওয়ার জন্যই Camfind! যদি আমরা Camfind অ্যাপস টি ব্যবহার করি তাহলে আমাদের এইরকম সমস্যার সম্মুখীন হতে হবে না. খুব সহজেই প্রয়োজনীয় তথ্য আমরা পেয়ে যাবো! তাছাড়াও এমন অনেক জিনিস রয়েছে যার নামই আমরা জানি না. তাহলে তার সম্পর্কে তথ্য জানবো কি করে? এই সমস্যার সমাধানের জন্যই মূলত এই অ্যাপসটি! যা করতে হবে তা হলো, যেই জিনিশটা সম্পর্কে আমাদের তথ্য দরকার বা আমরা যেই জিনিস সম্পর্কে জানতে চাচ্ছি, তার একটা  ছবি তুলতে হবে.

সতর্কতাঃ

ছবিটা অবশ্যই স্পষ্টভাবে তুলতে হবে! ছবি তোলার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপরেই চলে আসবে এর সম্পর্কে তথ্যাবলী! এর কি না, কোন কোম্পানি দ্বারা তৈরি, আরো প্রয়োজনীয় সব তথ্য!

Picfinder

Camfind এর মতোই আরেকটি অ্যাপস হচ্ছে Picfinder.! এরও এই নামের বিশেষ কারন রয়েছে. Picfinder  যার বাংলা আক্ষরিক অর্থ হচ্ছে ছবি সন্ধ্যানকারী! আর অর্থের সাথে এর কাজেরও মিল রয়েছে. তবে ২ টি অ্যাপস একরকম হলেও কিছুটা পার্থক্য রয়েছে এদের মধ্যে… যেমন উপরে বর্ণিত অ্যাপস টির কাজ হচ্ছে কোনো অজানা বিষয় সম্পর্কে আমাদের তথ্য দেয়া. ছবি তুলে ওই বস্তু সম্পর্কে তথ্য জানতে পারবো. তবে এইটা একটু ব্যতিক্রমী!

Picfinder সম্পর্কে নিম্নে কিছু তথ্য দেয়া হলো.

  • প্রথমে যা করতে হবে তা হলো, প্লেস্টোর থেকে ডাউনলোড করতে হবে Picfinderapp টি.
  • তারপর ওপেন করতে হবে app টি.
  • ওপেন করার সাথে সাথেই একটি বাটন ওপরে দেয়া থাকবে যা অফ করা থাকবে যা অন করে অ্যাপস টি চালু করতে হবে.

ঘুরে আসুন আমাদের ওয়েবসাইট থেকে http://bangladeshism71.com
আপনি চাইলে এটিকে মিনিমাইজ করে মোবাইলের স্ক্রিনে এনে রাখতে পারেন.  এতে করে অ্যাপস এ না ঢুকে ডিরেক্ট সার্চ অপশন চলে যেতে পারবেন! জ্বি হ্যা, সার্চ অপশন. এইখানে আপনি যা লিখবেন তার রিলেটেড যতো ছবি আছে তা চলে আসবে… যেমন আপনি যদি good morning লিখেন তাহলে good morning রিলেটেড যত ছবি নেট এ আছে সব চলে আসবে. আরো মজার ব্যাপার হচ্ছে আপনি এখান থেকেই what’s app,  Facebook এইসব সোশাল মিডিয়াতে আপনার বন্ধুদের সাথে এই ছবি শেয়ার করতে পারবেন. দারুন না? কোনো রকম ঝামেলার প্রয়োজন নেই. গুগল এ সার্চ করে বিভিন্ন সাইটে ঢুকে ছবি ডাউনলোড করে তারপর শেয়ার করা. অনেকটা ঝামেলার ব্যাপার. এই ঝামেলা দূর করতেই তৈরি হয়েছে Picfinder app টি!

আরো এমন সব মজার মজার অ্যাপস সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন!এমন আরো টিউন পেতে ঘুরে আসুন আমাদের ওয়েবসাইট থেকে http://bangladeshism71.com

Level 0

আমি ইনতিশার মাহমুদ তুর্য। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস