তাঁর চলনে-বলনে চিরায়ত বাঙালি নারীর আবেদন। পোশাক-আশাকেও আধুনিকা। তিনি শ্রীলেখা মিত্র। টলিউডের অন্যতম নামী অভিনেত্রী। অন্যধারার ছবি করিয়ে হিসাবেই তাঁর নাম-ডাক। সাহসী দৃশ্যে অভিনয় করতে বরাবরই স্বচ্ছন্দ তিনি। কথাবার্তা-তেও সমান সাহসী শ্রীলেখা। বিতর্কিত মন্তব্য তিনি মাঝে মধ্যেই করে থাকেন। ‘কলকাতায় আপোষে সব হয়, তাই ধর্ষণ হয় না’ বলে একবার শোরগোল ফেলে দিয়েছিলেন। এবার প্রাক্তণ ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে নিয়ে খোলাখুলি মন্তব্য করলেন শ্রীলেখা। বিএফজেএ পুরস্কার খ্যাত শ্রীলেখা তাঁর পোশাকের মতো কথাবার্তাতেও খোলামেলা। বরাবরই নিজের মত সোজাসুজি বলেন। ‘কাঁটাতার’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’-এর নায়িকা শ্রীলেখা জানিয়ে আগেই একটি রিয়্যালিটি শো-য়ে সৌরভ গাঙ্গুলিকে ভাইফোঁটা দিতে অস্বীকার করেছিলেন। সেই নিয়ে কম জলঘলা হয়নি। এবার তাঁর মন্তব্য ছাপিয়ে গেল আরও একধাপ।
লর্ডসে ইংরেজ বোলারদের পিটিয়ে সেঞ্চুরির দাদাগিরি হোক কিংবা ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনাল জিতে জার্সি খুলে ওড়ানো – সৌরভ অনবদ্য। ডাকনাম ‘মহারাজ’। তবে ‘দাদা’ নামেই তাঁর নামডাক। সে দেশেই হোক কিংবা আন্তর্জাতিক স্তরে! খেলাধূলার দুনিয়ে হোক কিংবা ফিল্মি জগত, সর্বত্র তাঁর ‘দাদা’ নামের খ্যাতি। খেলয়াড়েরাও তাঁকে ‘দাদা’ বলেই ডাকেন। বিদেশী খেলয়াড়েরাও। সৌরভ গাঙ্গুলির নামের আগে স্বাভাবিকভাবেই জুড়ে গেছে ‘দাদা’ ডাকটা।
এই ‘ডাক’ তো একটা সম্পর্ক। ‘দাদা’ ডাকার অর্থ দাদা-র সম্পর্ক। এইখানেই আপত্তি অভিনেত্রী শ্রীলেখা মিত্রের। সাফ জানিয়ে দিয়েছেন তিনি সৌরভকে ‘দাদা’ বলে ডাকতে পারবেন না। কেন? সৌরভকে কী চোখে দেখেন শ্রীলেখা? অভিনেত্রীর স্পষ্ট কথা, ‘না, সৌরভকে আমি দাদা ডাক্তে পারব না। আমি ওকে দাদা হিসাবে দেখি না। ভাই হিসাবেও দেখি না…আমার মধ্যে হনেস্টি আছে। তাই, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা (ন্যাকা ন্যাকা গলায়, ফোঁটা দেওয়ার ভঙ্গীমা করে)…তারপর হাত ধরাধরি করে…ওটা আমি করতে পারি না। সৌরভ গাঙ্গুলিকে আমি দাদা বলে মানি না। ’
এরপরই টলিউডের বরিষ্ঠ অভিনেতা প্রসেনজিত চট্টপাধ্যাইয়ে চলে যান অভিনেত্রী। বলেন, ‘প্রসেনজিতকেও আমি দাদা-টাদা বলে মানি না। ওর সঙ্গে অন স্ক্রিণ রোমান্স করেছি। ওকে দাদা বলব কি করে!’
আবার সৌরভে ফিরে এসে শ্রীলেখা বলেন, ‘সৌরভের সঙ্গে আমার অন্য কোনও গল্প নেই। হলে তো…’ এরপরেই নিজের স্বভাবসুলভ রসিকতায় বলে দেন, ‘আমার সঙ্গে সৌরভের কিছু নেই। থাকলেও আমার কোনও অসুবিধা হয় না। লোকজনের অসুবিধা হয়। কিন্তু আমি তাঁকে ভাই, দাদাটাদা হিসাবে দেখি না। ’
আমি মিতু দত্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 10 টিউনারকে ফলো করি।
এটা প্রযুক্তি বিষয়ক সাইট। এখানে বিনোদন মূলক পোস্ট শোভা পা্য়না, অন্য সাইটে পোস্ট করুন।
দৃষ্টি আকর্ষণঃ
অযথা ভূয়া/স্ক্যাম পোষ্ট হতে ৩০০% দূরে থাকুন। সময় ও অর্থ দুটোই বাঁচান। কারন অনলাইনে টাকা আয় করাটা অত সহজ নই। বিভিন্ন সাইট/ফেবু গ্রুপে প্রায় ৯৮% ভূয়া পোষ্ট হচ্ছে। সুতরাং সাবধান! হ্যা অনলাইনে রিয়েল আয় আছে। সেই জন্য ভাল কোন সাইট কিংবা ব্লগের সরাপন্ন হতে হবে। সুতরাং উপরোক্ত সমস্যা বিবেচনা করে আপনাদের জন্য অনলাইন আয় নিয়ে ১০০% ট্রাস্টেড বাংলা ভাষাতে একটি ব্লগ/সাইট তৈরি হল। আপনার যদি আইটি বিষয়ে ভাল লেখার অভিজ্ঞতা থাকে তাহলে আমাদের সাইটে লেখক হিসাবে যোগ দিতে পারেন। আমাদের সাইট ভিজিট করুন ও বুকমার্ক করে রাখুন : http://bd.poisaclick.com/