আজ আপনাদের সাথে থ্রিজি ও ফোরজি নিয়ে কিছু কথা বলবো। বর্তমানে বাংলাদেশের প্রতিটি স্থানে পৌছে গেছে 3rd generation বা তৃতীয় প্রজন্মের মোবাইল নেটওয়ার্কিং সেবা থ্রিজি। কিন্তু পরিসংখ্যান করলে দেখা যাবে দেশের শতকরা ৭০% মানুষই সঠিক থ্রিজি সেবা পায়না। এর অবশ্য কারণ ও রয়েছে। প্রতিদিন লাখ লাখ মানুষ এই থ্রিজি সমস্যার কারণে অপারেটরদের চৌদ্দ গুষ্ঠি উদ্ধার করছেন। কিন্তু আমার মনে হয়না ১০% মানুষও জানার চেষ্টা করেননি কেন এই সমস্যা কেন পর্যাপ্ত টাওয়ার থাকার পরও সঠিক ভাবে দেয়া যাচ্ছেনা!আবার নেটওয়ার্ক ভালো পেলেও গতি ঠিকমত পাননা।
কিছুদিন আগে চালু হয়েছে 4th generation Network বা চতুর্থ প্রজন্মের ফোরজি নেটওয়ার্ক সুবিধা। কিন্তু সবাই এটাকে নিয়ে শুরু করেছেন হাসি তামাশা। কারণ সবাই বলছেন যেখানে থ্রিজিই পাইনা সেখানে আবার ফোরজি, টুজির গতি পেয়েছি থ্রিজিতে থ্রিজির গতি পাবো ফোরজিতে, এদের আবার ফোরজি ব্লা ব্লা ব্লা :V!
আসুন জেনে নিই কেন এই সমস্যা হয়। বিস্তারিত এখানে দেখুন
আমি আসিফ মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।