সবাইকে সালাম জানিয়ে আমি আজকের টিউন শুরু করছি। আমাদের smartphone গুলোতে বেশ কয়েকটি sensor আছে। সেই sensor গুলোর Application ও ভিন্ন রকমের। কিন্তু আমরা চাইলে extra sensor আমাদের smartphone এ সংযুক্ত করতে পারি। এই ক্ষেত্রে আমরা Arduino / Micro Controller ব্যবহার করবো। Title দেখেই বুঝতে পেরেছেন যে আমি motion sensor নিয়ে আলোচনা করবো। Motion sensor আর smartphone দিয়ে বানিয়ে নিতে পারেন Motion Detector Camera. আপনার স্মার্ট ফোন এর সম্মূখে একটি নির্দিষ্ট zone এ কোনো Object আসলেই আপনরা ফোন সংক্রিয় ভাবে ছবি তুলে নিবে।
নিচের ভিডিও টি দেখে নিন তাহলে বুঝতে সুবিধা হবে.
এটি বানাতে আপনার যা যা লাগবে »
2.Smartphone
4. High bright Led
5. Sonar sensor (hc-sr04)
6.Old earphone jack (which had microphone)
7. Power source (power bank will do)
এই Link থেকে arduino এর code টি download করে নিন এবং arduino তে upload করুন। এরপর নিচে দেয়া steps গুলো অনুসরণ করুন -
প্রথমে earphone টি নিচের ছবির মত করে কেটে নিন.
এরপর নিচে দেয়া Circuit schematic অনুযায়ী arduino circuit টি বানিয়ে ফেলুন।
Earphone এর jack টি ফোনে সংযুক্ত করুন।
এবার একটি সুন্দর cover বানিয়ে নিন এবংঘরে কোণে লুকিয়ে রাখুন।
আপনারা নিশ্চয়ই ভাবছেন এইটা কিভাবে কাজ করে, আশা করি আপনারা Sonar sensor কিভাবে কাজ করে সেইটা জানেন। আর যদি না জেনে থাকেন তাহলে এখানে click করুন । Smartphone এ camera app চালু থাকা অবস্থায় Earphone এর volume button press করলে shutter button এর কাজ করে। Earphone er volume button গুলো mic এবং gnd এর সাথে একটি নির্দিষ্ট মানের resistor দ্বারা সংযুক্ত থাকে। আর LDR (Light Dependent Resistor) আলোর উপস্থিতির উপর নির্ভর করে রোধের মান পরিবর্তন করে। তাই আমরা LDR এর সামনে একটি High bright LED সংযুক্ত করেছি। যখন Arduino LED On করে তখন LDR এর value পরিবর্তন হয় (রোধের মান কমে যায়)। LDR তখন volume button এর কাজ করে যা shutter button টিকে trigger করে দেয় ও ছবি উঠে। LDR এবং LED এর এই Combination কে optocoupler ও বলা হয়।
Visit us :
Facebook : https://www.facebook.com/rmw360
Youtube : https://www.youtube.com/c/rmw360
Instructable : https://www.instructables.com/member/RMW%20360/
আমি ওয়ালিদ মাহফুজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 80 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thank you,Great work bro.
and i found original Arduino UNO at low price in eeeboxbd.com and it’s work perfect and long lasting.
link for Help: https://eeeboxbd.com/product/arduino-uno-r3/